টেস্ট খেলতে নেমে দ্বিতীয় বলেই ছয় মেরে তিনি জানান দেন তাঁর আগমনের। তবে আউট হয়ে যান ২৪ রানে। দ্বিতীয় ইনিংসে করেন এক। যদিও চোট পাওয়া ঋদ্ধির জায়গায় দলে এসে উইকেটের পিছনে সাতটা ক্যাচ নিয়ে ভরসা জুগিয়েছিলেন। প্রথম ও দ্বিতীয় ম্যাচ ভাল না খেলতে পারলেও, তৃতীয় ম্যাচে ওভালে পেয়ে যান নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। তারপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠেপর পর দু’টি ম্যাচেই করেন ৯২।