Sovan Chatterjee and Baishakhi Banerjee are in Kashmir now dgtl
Sovon Chatterjee
Sovan Chatterjee and Baishakhi Banerjee: ভূস্বর্গে বসন্ত-বিলাস, টিউলিপ, বরফ আর শোভন-বৈশাখী
কাশ্মীর ভ্রমণে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মহানাগরিকের সঙ্গী অবশ্যই তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৭:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
কাশ্মীর ভ্রমণে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মহানাগরিকের সঙ্গী অবশ্যই তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ভূস্বর্গের মনোরম প্রকৃতি। সেই সব ছবি তাঁরা শেয়ার করেছেন যৌথ ফেসবুক অ্যাকাউন্টে।
ফেসবুক
০২০৭
কাশ্মীরের টিউলিপ গার্ডেন পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণের। বলা হয় এপ্রিল থেকে জুন মাস এই বাগানের সৌন্দর্য সবচেয়ে বেশি থাকে। আর মার্চের শেষে সেই বাগানে পৌঁছেছেন কলকাতা তথা রাজ্যের চেনা জুটি শোভন-বৈশাখী।
ফেসবুক
০৩০৭
কাশ্মীরে গিয়ে শোভন-বৈশাখী বরফ নিয়ে খেলবেন না তা আবার হয় নাকি! না, সেই সুযোগ হাতছাড়া করেননি ওঁরা।
ফেসবুক
০৪০৭
গুলমার্গে বরফে ঢাকা প্রকৃতির মাঝে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন শোভন ও বৈশাখী। কোনও কোনও ছবিতে রয়েছেন বৈশাখীর কন্যা রিলিনাও।
ফেসবুক
০৫০৭
রাজনীতির মঞ্চ থেকে সামজিক অনুষ্ঠান, শোভন-বৈশাখী মানে রং মেলানো পোশাক। কাশ্মীরে বেড়াতে গিয়ে অবশ্য সেই চেনা রূপ থেকে কখনও কখনও বার হয়েছেন তাঁরা।
ফেসবুক
০৬০৭
রূপচর্চার ব্যাপারে সব সময়েই যত্ন নিতে ভালবাসেন বৈশাখী। বেড়াতে গিয়েও সেজেছেন। আবার সাজের পরে দাঁড়িয়েছেন আয়নার সামনে।
ফেসবুক
০৭০৭
ওঁরা যে কাশ্মীর ভ্রমণ বেশ উপভোগ করেছেন তা স্পষ্ট প্রতিটি ছবিতেই। আপাতত রাজনীতি থেকে ছুটিতে রয়েছেন শোভন। সেই ছুটির অ্যালবামে জায়গা করে নিল ভূস্বর্গ সফর।