১৯৮৩ সালের ২৫ জুন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অধ্যায়। সে সময়ের প্রবল পরাক্রমী ওয়েস্ট ইন্ডিজ় দলকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপ জেতে ভারত। সেই দলের নেতৃত্বে ছিলেন কপিল দেব। তার পর ৪০ বছর কেটে গিয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির হাত ধরে আবার বিশ্বকাপ পেয়েছে ভারত। কিন্তু এখনও ভারতের বিশ্বকাপ জয়ের কথা বললে মনে পড়ে বিশ্বকাপ হাতে ধরে লর্ডসের মাঠে কপিলের সেই বিখ্যাত ছবি।