সোনম ওয়াংচুককে মনে আছে? সেই সোনম, যাঁর চরিত্রে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল ‘থ্রি ইডিয়টস্’ সিনেমার রঞ্চোড়দাস চাঞ্চোরের চরিত্রটি। সোনম বেশি পরিচিত তাঁর বিজ্ঞানচর্চা এবং সাধারণ জিনিসপত্র থেকে অসাধারণ সব যন্ত্র আবিষ্কার করার জন্য। আরও এক বার খবরের শিরোনামে উঠে এলেন সোনম। নেপথ্যে সেই আবিষ্কার। এ বার ভারতীয় সেনাবাহিনীর জন্য সৌরশক্তি চালিত তাঁবু বানিয়ে শিরোনামে সোনম।
সম্প্রতি গালওয়ান উপত্যকায় চিনা অনুপ্রবেশ রুখতে সক্রিয় ভারতীয় সেনাবাহিনী। আর তার জন্য তাঁদের যে সব জায়গায় মোতায়েন করা হয়েছে, তার কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রিরও নীচে। এই হিমশীতল আবহাওয়ায় ২৪ ঘণ্টা সজাগ পাহারায় দিন কাটাতে হয় সেনাবাহিনীকে। বাহিনীর কষ্ট লাঘব করার দায়ভার তাই নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনম।