এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
সাপ দেখলেই চক্ষু ছানাবড়া হয় না এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর! সাপ কামড়ালে পাল্টা সাপকে মানুষের কামড়ের ঘটনাও অতীতে ঘটেছে! এ বার সাপের কামড়ের পর এক ব্যক্তি যা করলেন, তাতে চমকে গিয়েছেন অনেকেই।
০২১৫
স্ত্রীকে সাপ কামড়েছে। তড়িঘড়ি স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওই ব্যক্তি। এটা তো স্বাভাবিক। কিন্তু এর পর ওই ব্যক্তি ঘটালেন অবাক কাণ্ড।
০৩১৫
স্ত্রীর পাশাপাশি সাপটিকেও বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন ওই ব্যক্তি।
০৪১৫
স্ত্রীর সঙ্গে সাপটিকে কেন হাসপাতালে নিয়ে গেলেন তিনি? চিকিৎকরা তো দেখে হাঁ হয়ে গেলেন!
০৫১৫
রমেন্দ্র যাদব নামে ওই ব্যক্তিকে যখন সাপটিকে নিয়ে আসার ব্যাপারে জিজ্ঞাসা করেন চিকিৎসকরা, তখন তিনি বলেন, ‘‘যদি আপনারা জানতে চান, কোন সাপ কামেড়েছে আমার স্ত্রীকে, তাই সাপটিকে এনেছি!’’
০৬১৫
রমেন্দ্রের এই কথা শুনে চমকে যান চিকিৎসকরা।
০৭১৫
তাঁর স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
০৮১৫
উত্তরপ্রদেশের উন্নাওয়ের আফজল নগর এলাকায় এই ঘটনা ঘটেছে।
০৯১৫
হাসপাতাল থেকে সুস্থ হয়ে স্ত্রী বাড়ি ফিরলে, তার পরেই ওই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেবেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন রমেন্দ্র।
১০১৫
সাপটিকে বোতলে ভরার পর যাতে তার শ্বাসকষ্ট না হয়, সে কারণে বোতলটি ফুটোও করেন রমেন্দ্র।
১১১৫
সাপকে নিয়ে এ রকম নানা অদ্ভুত কাণ্ডকারখানা অবশ্য নতুন নয়। এর আগেও এ ধরনের অনেক ঘটনাই ঘটেছে।
১২১৫
এক বার এক ভিডিয়োতে দেখা গিয়েছিল, তৃষ্ণার্ত একটি সাপকে জল খাওয়াচ্ছেন এক ব্যক্তি।
১৩১৫
এমন সংবাদও প্রকাশ্যে এসেছে, উত্তরপ্রদেশের বন্দা জেলায় সাপের কামড়ের পর সাপটিকে টুকরো টুকরো করে কেটে গিলে ফেলেছিলেন এক ব্যক্তি।
১৪১৫
৪৯ বছর বয়সি মাতাবাদল সিংহ নামে ওই ব্যক্তিকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যদিও তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন।
১৫১৫
তবে সাপকে নিয়ে এমন ‘বাড়াবাড়ি’ মোটেও ভাল নয় বলেই মনে করেন সর্প বিশেষজ্ঞরা। এতে বিপদ আরও বাড়তে পারে বলেই ধারণা তাঁদের।