Sireesha Bhagavatula, the voice behind the songs from Qala movie dgtl
Sireesha Bhagavatula
গান গাইতে চাকরি ছাড়েন, ইঞ্জিনিয়ারিংয়ে স্বর্ণপদক পাওয়া সিরীশাকে চেনাল প্রথম বলিউডি ছবি
সিরীশা ভগবতুলার অনুরাগী সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে গায়িকার অনুরাগীর সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে।
সংবাদ সংস্থা
মুম্বইশেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৩ ১৩:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
অন্বিতা দত্তের পরিচালনায় গত বছর ১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘সাইকোলজিক্যাল ড্রামা’ ঘরানার ছবি ‘কলা’। এই ছবিতে তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিলের নজরকাড়া অভিনয়ের পাশাপাশি সিরীশা ভগবতুলার কণ্ঠও দর্শকের মন কেড়ে নিয়েছে।
০২১৭
‘কলা’ ছবির পরিচালক অন্বিতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘স্টুডিয়োতে এই সিনেমার একটি গান গাইছিল সিরীশা। ওর গান যখন গাওয়া শেষ, তখন সকলে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করেছেন। আমার এবং তৃপ্তির চোখে জল। সিরীশার গান শুনে এমন ঘোরে চলে গিয়েছিলাম যে, চোখের জল আটকাতে পারিনি।’’
০৩১৭
‘ঘোড়ে পে সওয়ার’, ‘ফেরো না নজরিয়া’, ‘রুবাইয়াঁ’ এবং ‘শউক’ গানগুলি তৃপ্তির কণ্ঠে গেয়েছেন সিরীশা। কিন্তু সঙ্গীতজগতের সঙ্গে তাঁর পরিচয় বহু বছরের।
০৪১৭
অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এলাকার বাসিন্দা সিরীশা। পরিবারের সকলে সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত থাকায় সিরীষারও গানবাজনার প্রতি আগ্রহ তৈরি হয়।
০৫১৭
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন সিরীশা। ইঞ্জিনিয়ারিংয়ে স্বর্ণপদক পেয়েছেন তিনি। পড়াশোনার পর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরিও পেয়েছিলেন তিনি। কিন্তু গান নিয়ে কেরিয়ার গড়বেন বলে চাকরি ছেড়ে দেন সিরীশা।
০৬১৭
গানের বিখ্যাত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বাদশ পর্বে অংশগ্রহণ করেছিলেন সিরীশা। এ ছাড়াও বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় নাম দিয়ে বিজয়ী হয়েছিলেন তিনি।
০৭১৭
হিন্দি গানের পাশাপাশি তামিল এবং তেলুগু গানেও পারদর্শী সিরীশা। তাঁর এই গুণ প্রথম নজরে পড়ে এ আর রহমানের। সিরীশাকে তিনিই প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন।
০৮১৭
২০১৯ সালে অ্যাটলির পরিচালনায় মুক্তি পায় তামিল ছবি ‘বিজিল’। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এ আর রহমান। এই ছবিতে ‘মাথারে’ গানটি গেয়েছিলেন সিরীশা।
০৯১৭
‘বিজিল’ ছবির একটি তেলুগু অনুকরণ ‘উইশল’। এই ছবিতেও এ আর রহমানের সঙ্গীত পরিচালনায় ‘মানিনি’ গানটি গেয়েছিলেন সিরীশা।
১০১৭
‘বিজিল’ এবং ‘উইশল’ ছবিতে গান গেয়ে দক্ষিণী ফিল্মজগতে নিজের জায়গা তৈরি করে ফেলেছিলেন সিরীশা।
১১১৭
এ আর রহমান আরও একটি ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন সিরীশাকে। ২০১৯ সালে মুক্তি পায় ‘৯৯ সংস’। এই ছবিতেও সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এ আর রহমান।
১২১৭
তামিল এবং তেলুগু ভাষাতে ‘৯৯ সংস’ ছবিতে গান গেয়েছিলেন সিরীশা।
১৩১৭
২০২২ সালে মুক্তি পাওয়া ‘কোবরা’ ছবিতে ‘ইয়ালো ইয়েদু সুন্দরা’ গানটি সিরীশাকে দিয়ে গাইয়েছিলেন এ আর রহমান।
১৪১৭
সিরীশার কেরিয়ারের গ্রাফ তৈরিতে এ আর রহমানের অবদান অনস্বীকার্য। রহমানের সঙ্গে কাজ করার অনুভূতিকে ‘পরাবাস্তব’ বলে উল্লেখ করেছেন সিরীশা।
১৫১৭
গত বছর মুক্তি পেয়েছে ‘পোন্নিয়িন সেলভান’ ছবির প্রথম পর্ব। এই ছবিতে ‘সয়ে’ গানটি সিরীশার গাওয়া।
১৬১৭
‘কলা’ ছবিতে গান করে সিরীশা দক্ষিণী ইন্ডাস্ট্রির বাইরেও নিজের পরিচিতি তৈরি করেছেন।
১৭১৭
সিরীশার অনুরাগী সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে গায়িকার অনুরাগীর সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে।