Simple steps, following which you will understand that your Aadhaar number and linked mobile number is safe or not dgtl
aadhaar card
Aadhaar Card: আধার বাতিল হয়েছে বা আধার কার্ডে অন্য নম্বর জুড়ে জালিয়াতি চলছে? কী করে বুঝবেন
আধার সংস্থা ইউআইডিএআই-এর ওয়েবসাইটে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে এক ব্যক্তি নিজের আধার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পেতে পারেন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ১৬:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৩
ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করা, অনন্য ১২ সংখ্যার আধার কার্ডের গুরুত্ব প্রতিটি দেশবাসীর জীবনে অপরিসীম।
০২২৩
ভারতীয়দের কাছে আধার কেবলমাত্র পরিচয়পত্র নয়, দেশবাসী হওয়ার প্রমাণ হিসেবেও উঠে এসেছে বার বার।
০৩২৩
আধার সংস্থা ইউআইডিএআই-এর ওয়েবসাইটে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে এক ব্যক্তি নিজের আধার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পেতে পারেন।
০৪২৩
জানেন কি, কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)-র তরফে সম্প্রতি প্রায় ছয় লক্ষ আধার নম্বর বাতিল করা হয়েছে? ইউআইডিএআই-এর মতে এই সব আধার নম্বর আসলে নকল বা জাল।
০৫২৩
পাশাপাশি এ সব আধার কার্ড বেশির ভাগ ক্ষেত্রেই অপরাধমূলক কাজকর্মের জন্য ব্যবহার করা হত বলেও ইউআইডিএআই জানিয়েছে। তাই সরকারি সম্মতি নিয়ে এই ছয় লক্ষ আধার নম্বর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৬২৩
তবে আপনার আধার কার্ড সুরক্ষিত আছে কি না, তা বুঝবেন কী ভাবে? কয়েকটি সহজ পদ্ধতিতে আপনি সহজেই জানতে পারবেন, আপনার আধার নম্বর বাতিল করা হয়েছে না হয়নি।
০৭২৩
প্রথমে, ইউআইডিএআই-এর অফিশিয়াল ওয়েবসাইট (https://resident.uidai.gov.in/offlineaadhaar) এ যেতে হবে। সেখান থাকা বিকল্পগুলির মধ্যে ‘আধার ভেরিফাই’ অপশন নির্বাচন করুন।
০৮২৩
এর পরে নিজের ১২ অঙ্কের আধার নম্বর বা ‘ভার্চুয়াল আইডি’ ওই জায়গায় দিয়ে দিন।
০৯২৩
১২ অঙ্কের নম্বরটি লেখার পর, স্ক্রিনে দেখানো সুরক্ষা কোডটি নির্দিষ্ট জায়গায় দিতে হবে। এর পর ওখানেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির জন্য অনুরোধ করতে হবে।
১০২৩
এর পর রেজিস্টার করা মোবাইল নম্বরে ইউআইডিএআই-এর তরফে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি ওয়েবসাইটে নির্দিষ্ট জায়গায় দিন।
১১২৩
এর পর ওয়েবসাইটে একটি নতুন পাতা খুলে যাবে, যেখানে লেখা থাকবে আদৌ আপনার আধার নম্বরটি যথার্থ কি না। আর আপনি সহজেই বুঝতে পারবেন আপনার আধার নম্বর বাতিল করা হয়েছে, না হয়নি।
১২২৩
প্রসঙ্গত, সরকারের তরফে আরও এ-ও জানানো হয়েছে, আধার কার্ড সংক্রান্ত জালিয়াতি রুখতে আরও কড়া পদক্ষেপ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এই সংক্রান্ত ডেমোগ্রাফিক ম্যাচিং প্রক্রিয়াকেও আরও শক্তিশালী করা হয়েছে। আধার ব্যবস্থায় নতুন কোনও নাম তালিকাভুক্ত হলে বায়োমেট্রিক ম্যাচিং (মূলত আঙুলের ছাপ) বাধ্যতামূলক। এ বার থেকে ছবিও বাধ্যতামূলক করা হল।
১৩২৩
পাশাপাশি ফোনে কথা বলার জন্য প্রয়োজনীয় সিম কার্ডও এখন পাওয়া যায় আধারের সাহায্যে।
১৪২৩
আর এই আধার কার্ডের সাহায্যে নম্বর তোলার ফলে আপনাআপনিই আধারের সঙ্গে মোবাইল নম্বরটি যুক্ত হয়ে যায়।
১৫২৩
তবে আপনার আধারের তথ্য যদি অন্য কারও হাতে যায়, তা হলে তা আপনার জীবনে বিপদও ডেকে আনতে পারে। আপনার আধার কার্ডের তথ্য ব্যবহার করে সিম কার্ড তুলে নিতে পারেন অন্য কোনও ব্যক্তি। কোনও অপরাধমূলক কাজেও সেই সিম ব্যবহার করা হতে পারে।
১৬২৩
এর থেকে রেহাই পাওয়ার উপায়ও রয়েছে। বেশ কয়েকটি প্রক্রিয়া মেনে চললে আপনার নামে তোলা ভুয়ো সিম কার্ড আপনি বন্ধ করতে পারবেন।
১৭২৩
কী ভাবে জানবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোনও ভুয়ো নম্বর যুক্ত রয়েছে কি না?
১৮২৩
ভারতের টেলিকম বিভাগ সম্প্রতি ‘টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন’ (টিএএফসিওপি) নামে একটি ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে এক জন ব্যক্তি তাঁর আধারের সঙ্গে ক’টি মোবাইল নম্বর যুক্ত রয়েছে, তা জানতে পারবেন। ভুয়ো নম্বর নিয়ে হওয়া জালিয়াতি রুখতেই ভারতের টেলিকম বিভাগের তরফে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয় জানতে প্রথমেই আপনাকে টিএএফসিওপি-র ওয়েবসাইট tafcop.dgtelecom.gov.in-এ যেতে হবে।
১৯২৩
ওয়েবসাইট খুললেই নীচের দিকে দেখতে পাওয়া যাবে মোবাইল নম্বরের মাধ্যমে নথিভুক্তিকরণের একটি বাক্স। যে মোবাইল নম্বরটি আপনি জ্ঞানত আধারের সঙ্গে যুক্ত করেছেন, সেই নম্বরটি আপনাকে ওই বাক্সে লিখে ফেলতে হবে।