Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Bollywood Scoop

ঐশ্বর্যার জন্মদিনে নিশ্চুপ, অগস্ত্যের অভিষেক নিয়ে মাতামাতি! আড়াআড়ি বিভক্ত বচ্চন পরিবার?

তবে কি বচ্চন পরিবারে সত্যি সত্যিই চিড় ধরেছে, না কি সবই শুধুই জল্পনা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৩:৫৫
Share: Save:
০১ ২৫
১ নভেম্বর ৫০ বছরে পা দিলেন বলি অভিনেত্রী এবং বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন। কিন্তু তাঁর জন্মদিন নিয়ে হইচই হল না বচ্চন পরিবারে।

১ নভেম্বর ৫০ বছরে পা দিলেন বলি অভিনেত্রী এবং বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চন। কিন্তু তাঁর জন্মদিন নিয়ে হইচই হল না বচ্চন পরিবারে।

০২ ২৫
স্ত্রীর জন্মদিনে অভিষেক বচ্চনের ইনস্টাগ্রামের পাতায় পড়ে রইল ঐশ্বর্যার শুধুমাত্র একটি সাদা-কালো ছবি। তলায় লেখা ‘শুভ জন্মদিন’। বচ্চন পরিবারের সদস্যরাও নীরব, নিশ্চুপ। এই মুদ্রার বিপরীত দিকে অন্য ছবি। বাড়ির নাতিকে নিয়ে মাতামাতি করছেন বচ্চন পরিবারের সকল সদস্য। কিন্তু সেখানেও নেই ঐশ্বর্যা।

স্ত্রীর জন্মদিনে অভিষেক বচ্চনের ইনস্টাগ্রামের পাতায় পড়ে রইল ঐশ্বর্যার শুধুমাত্র একটি সাদা-কালো ছবি। তলায় লেখা ‘শুভ জন্মদিন’। বচ্চন পরিবারের সদস্যরাও নীরব, নিশ্চুপ। এই মুদ্রার বিপরীত দিকে অন্য ছবি। বাড়ির নাতিকে নিয়ে মাতামাতি করছেন বচ্চন পরিবারের সকল সদস্য। কিন্তু সেখানেও নেই ঐশ্বর্যা।

০৩ ২৫
নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে ৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘দ্য আর্চিস’। জ়োয়া আখতারের পরিচালনায় এই ছবিতে আত্মপ্রকাশের সুযোগ পাচ্ছেন বহু তারকা-সন্তান। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের কন্যা সুহানা খান থেকে শুরু করে বলি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কপূরকে দেখা যাবে এই ছবিতে।

নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে ৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘দ্য আর্চিস’। জ়োয়া আখতারের পরিচালনায় এই ছবিতে আত্মপ্রকাশের সুযোগ পাচ্ছেন বহু তারকা-সন্তান। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের কন্যা সুহানা খান থেকে শুরু করে বলি অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কপূরকে দেখা যাবে এই ছবিতে।

০৪ ২৫
এ ছাড়াও ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি, অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন নন্দার পুত্র অগস্ত্য নন্দ। তার সাফল্যেরই উদ্‌যাপন চলছে বচ্চন পরিবারে।

এ ছাড়াও ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি, অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন নন্দার পুত্র অগস্ত্য নন্দ। তার সাফল্যেরই উদ্‌যাপন চলছে বচ্চন পরিবারে।

০৫ ২৫
‘দ্য আর্চিস’-এর প্রচার ঝলক মুক্তি পাওয়ার পর বচ্চন পরিবারের সকল সদস্য নিজেদের সমাজমাধ্যমের পাতায় অগস্ত্যকে কেরিয়ার শুরুর শুভেচ্ছাবার্তা জানান। তবে অভিষেককে দেখা যায় অন্য রূপে।

‘দ্য আর্চিস’-এর প্রচার ঝলক মুক্তি পাওয়ার পর বচ্চন পরিবারের সকল সদস্য নিজেদের সমাজমাধ্যমের পাতায় অগস্ত্যকে কেরিয়ার শুরুর শুভেচ্ছাবার্তা জানান। তবে অভিষেককে দেখা যায় অন্য রূপে।

০৬ ২৫
অগস্ত্যকে শুভেচ্ছাবার্তা জানিয়ে নিজের ইনস্টাগ্রামের পাতায় ‘দ্য আর্চিস’-এর প্রচার ঝলক ভাগ করে নেন অভিষেক। প্রচার ঝলক ভাগ করে নেওয়ার পাশাপাশি অগস্ত্যের উদ্দেশে একটি লম্বা পোস্ট করেন অভিষেক।

অগস্ত্যকে শুভেচ্ছাবার্তা জানিয়ে নিজের ইনস্টাগ্রামের পাতায় ‘দ্য আর্চিস’-এর প্রচার ঝলক ভাগ করে নেন অভিষেক। প্রচার ঝলক ভাগ করে নেওয়ার পাশাপাশি অগস্ত্যের উদ্দেশে একটি লম্বা পোস্ট করেন অভিষেক।

০৭ ২৫
ইনস্টাগ্রামে অভিষেক লেখেন, ‘‘প্রচার ঝলকটি দুর্দান্ত হয়েছে। আর অপেক্ষা করতে পারছি না আমি। অগস্ত্য, তোমায় নিয়ে খুব গর্বিত বোধ করছি।’’

ইনস্টাগ্রামে অভিষেক লেখেন, ‘‘প্রচার ঝলকটি দুর্দান্ত হয়েছে। আর অপেক্ষা করতে পারছি না আমি। অগস্ত্য, তোমায় নিয়ে খুব গর্বিত বোধ করছি।’’

০৮ ২৫
পোস্টে অগস্ত্যের শৈশবের কথাও উল্লেখ করেন অভিষেক। ভাগ্নেকে উদ্দেশ করে অভিষেক লেখেন, ‘‘তুমি যখন ছোট ছিলে তখন এয়ার গিটার বাজাতে বাজাতে আমার বিছানায় উঠে লাফালাফি করতে। এখনও তোমার সেই একই রকম উত্তেজনা ধরা পড়ছে পর্দায়।’’

পোস্টে অগস্ত্যের শৈশবের কথাও উল্লেখ করেন অভিষেক। ভাগ্নেকে উদ্দেশ করে অভিষেক লেখেন, ‘‘তুমি যখন ছোট ছিলে তখন এয়ার গিটার বাজাতে বাজাতে আমার বিছানায় উঠে লাফালাফি করতে। এখনও তোমার সেই একই রকম উত্তেজনা ধরা পড়ছে পর্দায়।’’

০৯ ২৫
অগস্ত্যের পাশাপাশি অন্য তারকাসন্তানকেও শুভেচ্ছা জানান অভিষেক। অগস্ত্যকে আদর করে জ়ো নামে ডেকে অভিষেক বলেন, ‘‘এই তো সবে নতুন যাত্রা শুরু করলে তুমি। ভাল করে কাজ করো। বাচ্চাদেরও অনেক শুভেচ্ছা এবং ভালবাসা। সবাইকে সিনেমাজগতে স্বাগত জানাই।’’

অগস্ত্যের পাশাপাশি অন্য তারকাসন্তানকেও শুভেচ্ছা জানান অভিষেক। অগস্ত্যকে আদর করে জ়ো নামে ডেকে অভিষেক বলেন, ‘‘এই তো সবে নতুন যাত্রা শুরু করলে তুমি। ভাল করে কাজ করো। বাচ্চাদেরও অনেক শুভেচ্ছা এবং ভালবাসা। সবাইকে সিনেমাজগতে স্বাগত জানাই।’’

১০ ২৫
অভিষেক ছাড়াও বচ্চন পরিবারের সকলে অগস্ত্যকে শুভেচ্ছা জানান। কিন্তু নীরব থাকলেন ঐশ্বর্যা। তিনি সমাজমাধ্যমে কোনও রকম শুভেচ্ছাবার্তা জানাননি। এর মধ্যেই বচ্চন পরিবারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে ঐশ্বর্যার অনুরাগীমহলে।

অভিষেক ছাড়াও বচ্চন পরিবারের সকলে অগস্ত্যকে শুভেচ্ছা জানান। কিন্তু নীরব থাকলেন ঐশ্বর্যা। তিনি সমাজমাধ্যমে কোনও রকম শুভেচ্ছাবার্তা জানাননি। এর মধ্যেই বচ্চন পরিবারকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে ঐশ্বর্যার অনুরাগীমহলে।

১১ ২৫
ঐশ্বর্যার অনুরাগীমহলের একাংশের দাবি, বচ্চন পরিবারের সকলেই যে সমাজমাধ্যমে সক্রিয় তার প্রমাণ পাওয়া যায় অগস্ত্যকে শুভেচ্ছা জানানোর সময়। ঐশ্বর্যাকে তা হলে কেন জন্মদিনের শুভেচ্ছা জানাননি পরিবারের কেউ?

ঐশ্বর্যার অনুরাগীমহলের একাংশের দাবি, বচ্চন পরিবারের সকলেই যে সমাজমাধ্যমে সক্রিয় তার প্রমাণ পাওয়া যায় অগস্ত্যকে শুভেচ্ছা জানানোর সময়। ঐশ্বর্যাকে তা হলে কেন জন্মদিনের শুভেচ্ছা জানাননি পরিবারের কেউ?

১২ ২৫
অভিষেককেও কটাক্ষ করতে বাদ রাখেননি ঐশ্বর্যার অনুরাগীরা। তাঁদের দাবি, স্বামী হয়েও ঐশ্বর্যার জন্মদিনে মাত্র দু’টি শব্দ লিখে একটি ছবি পোস্ট করে দায়িত্ব সেরেছিলেন অভিষেক। সেখানে ভাগ্নের কেরিয়ারের শুভেচ্ছাবার্তা জানানোর সময় কোনও কার্পণ্য করেননি অভিনেতা।

অভিষেককেও কটাক্ষ করতে বাদ রাখেননি ঐশ্বর্যার অনুরাগীরা। তাঁদের দাবি, স্বামী হয়েও ঐশ্বর্যার জন্মদিনে মাত্র দু’টি শব্দ লিখে একটি ছবি পোস্ট করে দায়িত্ব সেরেছিলেন অভিষেক। সেখানে ভাগ্নের কেরিয়ারের শুভেচ্ছাবার্তা জানানোর সময় কোনও কার্পণ্য করেননি অভিনেতা।

১৩ ২৫
জন্মদিন ছাড়াও ঐশ্বর্যার কোনও নতুন ছবি মুক্তি পেলে তা নিয়ে অভিষেককে এতটা উৎসাহিত দেখা যায় না বলেই দাবি করেন ঐশ্বর্যার অনুরাগীরা।

জন্মদিন ছাড়াও ঐশ্বর্যার কোনও নতুন ছবি মুক্তি পেলে তা নিয়ে অভিষেককে এতটা উৎসাহিত দেখা যায় না বলেই দাবি করেন ঐশ্বর্যার অনুরাগীরা।

১৪ ২৫
১ নভেম্বর ঐশ্বর্যার জন্মদিন পালনের অনুষ্ঠানে বচ্চন পরিবারের কোনও সদস্যকেই দেখা যায়নি। সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঐশ্বর্যা-কন্যা আরাধ্যা এবং অভিনেত্রীর মা বৃন্দা রাই। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন তো দূরের কথা, ঐশ্বর্যার জন্মদিনে পাশে ছিলেন না খোদ অভিষেকও।

১ নভেম্বর ঐশ্বর্যার জন্মদিন পালনের অনুষ্ঠানে বচ্চন পরিবারের কোনও সদস্যকেই দেখা যায়নি। সেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঐশ্বর্যা-কন্যা আরাধ্যা এবং অভিনেত্রীর মা বৃন্দা রাই। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন তো দূরের কথা, ঐশ্বর্যার জন্মদিনে পাশে ছিলেন না খোদ অভিষেকও।

১৫ ২৫
ঐশ্বর্যার অনুরাগীদের অনুমান, বচ্চন পরিবারের মধ্যে এখনও পুরুষতান্ত্রিকতা বজায় রয়েছে। বচ্চন পরিবারের সঙ্গে নাম জুড়ে থাকলে নাকি কোনও মহিলাই অভিনয় জগতে নিজের কেরিয়ার গড়তে পারবেন না।

ঐশ্বর্যার অনুরাগীদের অনুমান, বচ্চন পরিবারের মধ্যে এখনও পুরুষতান্ত্রিকতা বজায় রয়েছে। বচ্চন পরিবারের সঙ্গে নাম জুড়ে থাকলে নাকি কোনও মহিলাই অভিনয় জগতে নিজের কেরিয়ার গড়তে পারবেন না।

১৬ ২৫
বচ্চন পরিবারের অতীতের দিকে তাকিয়ে জট খোলার চেষ্টাও করেছেন ঐশ্বর্যার অনুরাগীরা। তাঁদের একাংশের দাবি, অমিতাভের সঙ্গে বিয়ের আগে বলিউডে চুটিয়ে কাজ করতেন জয়া। কিন্তু ‘বিগ বি’র সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পর অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে সরে যান জয়া।

বচ্চন পরিবারের অতীতের দিকে তাকিয়ে জট খোলার চেষ্টাও করেছেন ঐশ্বর্যার অনুরাগীরা। তাঁদের একাংশের দাবি, অমিতাভের সঙ্গে বিয়ের আগে বলিউডে চুটিয়ে কাজ করতেন জয়া। কিন্তু ‘বিগ বি’র সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পর অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে সরে যান জয়া।

১৭ ২৫
অমিতাভের মতো জনপ্রিয় অভিনেতার কন্যা হয়েও ফিল্মজগতের সঙ্গে জড়িয়ে পড়েননি শ্বেতা। বরং বিয়ে করার পর সংসার এবং পুত্র-কন্যাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

অমিতাভের মতো জনপ্রিয় অভিনেতার কন্যা হয়েও ফিল্মজগতের সঙ্গে জড়িয়ে পড়েননি শ্বেতা। বরং বিয়ে করার পর সংসার এবং পুত্র-কন্যাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

১৮ ২৫
শ্বেতার পুত্র অগস্ত্য অভিনয়ে আত্মপ্রকাশ করলেও বড় পর্দা থেকে শতহস্ত দূরে রয়েছেন শ্বেতার কন্যা নব্যা নভেলি নন্দা। বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই কি অভিনয়ে নামেননি নব্যা?

শ্বেতার পুত্র অগস্ত্য অভিনয়ে আত্মপ্রকাশ করলেও বড় পর্দা থেকে শতহস্ত দূরে রয়েছেন শ্বেতার কন্যা নব্যা নভেলি নন্দা। বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই কি অভিনয়ে নামেননি নব্যা?

১৯ ২৫
ঐশ্বর্যার অনুরাগীদের একাংশের অনুমান, হিন্দি ফিল্মজগতে যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী। বিয়ের পর তাঁর কেরিয়ারের ঝুলিতে হিন্দি ছবির সংখ্যা কমে গেলেও কাজের সঙ্গে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন ঐশ্বর্যা।

ঐশ্বর্যার অনুরাগীদের একাংশের অনুমান, হিন্দি ফিল্মজগতে যথেষ্ট জনপ্রিয় অভিনেত্রী। বিয়ের পর তাঁর কেরিয়ারের ঝুলিতে হিন্দি ছবির সংখ্যা কমে গেলেও কাজের সঙ্গে সব সময় নিজেকে জড়িয়ে রাখেন ঐশ্বর্যা।

২০ ২৫
বিয়ের পর হিন্দি ছবিতে (খুব কম সংখ্যক হলেও) অভিনয়ের পাশাপাশি দক্ষিণী ফিল্মজগতের সঙ্গেও নিজের নাম জড়ান ঐশ্বর্যা।

বিয়ের পর হিন্দি ছবিতে (খুব কম সংখ্যক হলেও) অভিনয়ের পাশাপাশি দক্ষিণী ফিল্মজগতের সঙ্গেও নিজের নাম জড়ান ঐশ্বর্যা।

২১ ২৫
২০২২ সালে দক্ষিণী পরিচালক মণি রত্নমের পরিচালনায় ‘পোন্নিয়িন সেলভান’ নামে একটি তামিল ছবিতে অভিনয় করতে দেখা যায় ঐশ্বর্যাকে। সেই ছবির সাফল্যের পর দ্বিতীয় পর্বেও অভিনয় করেন ঐশ্বর্যা।

২০২২ সালে দক্ষিণী পরিচালক মণি রত্নমের পরিচালনায় ‘পোন্নিয়িন সেলভান’ নামে একটি তামিল ছবিতে অভিনয় করতে দেখা যায় ঐশ্বর্যাকে। সেই ছবির সাফল্যের পর দ্বিতীয় পর্বেও অভিনয় করেন ঐশ্বর্যা।

২২ ২৫
চলতি বছরের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পোন্নিয়িন সেলভান’ ছবির দ্বিতীয় পর্ব। ঐতিহাসিক ঘরানার এই তামিল ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন মণি রত্নম। এই ছবিতেও অন্যতম মুখ্যচরিত্রে অভিনয় করেন ঐশ্বর্যা।

চলতি বছরের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পোন্নিয়িন সেলভান’ ছবির দ্বিতীয় পর্ব। ঐতিহাসিক ঘরানার এই তামিল ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন মণি রত্নম। এই ছবিতেও অন্যতম মুখ্যচরিত্রে অভিনয় করেন ঐশ্বর্যা।

২৩ ২৫
বচ্চন পরিবারের পুত্রবধূ হয়েও এখনও অভিনয় জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন ঐশ্বর্যা। অভিনয়ের পাশাপাশি সমাজসেবার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি। ঐশ্বর্যার সঙ্গে মাঝেমধ্যে দেখা যায় আরাধ্যাকেও। কিন্তু বচ্চন পরিবারের কোনও সদস্য পাশে থাকেন না ঐশ্বর্যার।

বচ্চন পরিবারের পুত্রবধূ হয়েও এখনও অভিনয় জগতের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন ঐশ্বর্যা। অভিনয়ের পাশাপাশি সমাজসেবার সঙ্গেও নিজেকে যুক্ত করেছেন তিনি। ঐশ্বর্যার সঙ্গে মাঝেমধ্যে দেখা যায় আরাধ্যাকেও। কিন্তু বচ্চন পরিবারের কোনও সদস্য পাশে থাকেন না ঐশ্বর্যার।

২৪ ২৫
বলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনা যায়, বচ্চন পরিবারের অমতে গিয়েই নাকি অভিনয় জগতের সঙ্গে যোগাযোগ রেখেছেন ঐশ্বর্যা। তাই একই পরিবারে থেকেও অন্য সদস্যের থেকে ক্রমশ দূরত্ব বৃদ্ধি পাচ্ছে অভিনেত্রীর।

বলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনা যায়, বচ্চন পরিবারের অমতে গিয়েই নাকি অভিনয় জগতের সঙ্গে যোগাযোগ রেখেছেন ঐশ্বর্যা। তাই একই পরিবারে থেকেও অন্য সদস্যের থেকে ক্রমশ দূরত্ব বৃদ্ধি পাচ্ছে অভিনেত্রীর।

২৫ ২৫
যদিও ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন অভিষেক এবং ঐশ্বর্যা। বচ্চন পরিবারের পুত্রবধূকে নিয়েও সরাসরি কোনও মন্তব্য করেননি পরিবারের অন্য সদস্যরা। তবে কি বচ্চন পরিবারে সত্যি সত্যিই চিড় ধরেছে, না কি সবই বিতর্ক এবং সমালোচনায় দানা বেঁধে চলেছে?

যদিও ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন অভিষেক এবং ঐশ্বর্যা। বচ্চন পরিবারের পুত্রবধূকে নিয়েও সরাসরি কোনও মন্তব্য করেননি পরিবারের অন্য সদস্যরা। তবে কি বচ্চন পরিবারে সত্যি সত্যিই চিড় ধরেছে, না কি সবই বিতর্ক এবং সমালোচনায় দানা বেঁধে চলেছে?

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy