shahrukh khan’s dunki movie first day first show craze in Kolkata dgtl
Dunki First Day Audience Response
‘সালার’কে হারানো লক্ষ্য, না কি ‘ডাঙ্কি’তে শাহরুখের লড়াই নিজের সঙ্গেই?
কনকনে শীত হোক কী কুয়াশা, কোনও কিছুরই তোয়াক্কা না করেই ‘ডাঙ্কি’ প্রথম দিনের প্রথম শো দেখতে ভিড় জমিয়েছেন মানুষ।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ ১২:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
বছরে তৃতীয় দফায় শাহরুখ ঝড়! শহর জুড়ে আবারও সকালবেলা উঠেই ভক্তদের লাইন দিয়ে হলে ঢোকা, চেনা ছন্দের কিং খান জাদু। কনকনে শীত হোক কী কুয়াশা, কোনও কিছুরই তোয়াক্কা না করেই ‘ডাঙ্কি’ প্রথম দিনের প্রথম শো দেখতে ভিড় জমিয়েছেন মানুষ।
০২১৬
উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সব প্রান্তেই শাহরুখপ্রেমীদের জটলা। তবু যেন ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর চেয়ে এই উন্মাদনা কিছুটা কম চোখে পড়ল?
০৩১৬
বছরের শুরুতেই ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন বাদশা। গত সেপ্টেম্বর মাসে তাঁর দ্বিতীয় বাজি ছিল ‘জওয়ান’।
০৪১৬
বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের বাঁধ ভাঙেনি। কেউ উত্তেজনায় সারা রাত জেগে। কেউ বা আবার মাফলার, টুপিতে ঠান্ডার হাত থেকে বাঁচার চেষ্টায়। কারও হাতে গরম কফির কাপ। পাঠান বা জওয়ানে আরও বেশি উন্মাদনা চোখে পড়েছিল।
০৫১৬
তবে পরিস্থিতি যা-ই হোক না কেন, প্রথম শো শাহরুখ-ভক্তরা হাতছাড়া করতে রাজি নন। ছবি দেখতে এসে এক অনুরাগী জানালেন, তিনি ইতিমধ্যেই দুটো শোয়ের টিকিট কেটেছেন। তাঁর কথায়, “বার বার একই রকমের ছবি হবে, তার আশা করি না। কিন্তু গুরুদেব আসছেন মানে প্রথম দিন ছবি দেখাটা আমাদের কাছে বাধ্যতামূলক নিয়ম।”
০৬১৬
কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬টা ৪৫ মিনিটে। ‘জওয়ান’-এর শো ছিল ভোর ৫ টায়।
০৭১৬
‘ডাঙ্কি’র শো সেখানে কিছুটা পিছিয়ে গিয়েছে। ছবির পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডিসেম্বরের ঠান্ডার কথা ভেবে এ হেন সিদ্ধান্ত।
০৮১৬
বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহ পূর্ণ থাকলেও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুলনায় কম।
০৯১৬
চোখে পড়ল না শাহরুখের কাট আউট বা ব্যানার নিয়ে পরিচিত ভিড়। এ বার ভিড় কি কম হয়েছে? উপস্থিত এক দর্শকের কথায়, “শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। আগে ছবি দেখব। তার পর সারাদিন ধরে উদ্যাপন তো চলবেই।’’
১০১৬
বিগত কয়েক দিন ধরে প্রশ্ন উঠছিল, চলতি বছরে বাদশার অন্য দুটো ছবির মতো এই ছবি ঘিরে উৎসাহ তেমন নেই। অ্যাকশন ছেড়ে ‘ডাঙ্কি’তে শাহরুখ কমেডি অবতারে হাজির হচ্ছেন বলেই নাকি দর্শকদের উৎসাহের পারদ নিম্নগামী।
১১১৬
বৃহস্পতিবারের সকাল কিন্তু সেটাই প্রমাণ করল। এক হল মালিকের কথায়, “এই ছবি তো আবেগের। তার উপর পরিচালক রাজকুমার হিরানি। তাই ছবি ভাল হলে পরে ধীরে ধীরে ভিড় বাড়বে। প্রথম শোয়ের ভিড় দিয়ে কিছু বিচার করা মুশকিল।”
১২১৬
প্রসঙ্গত, শাহরুখ খান অভিনীত এই ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন তাবড় তাবড় অভিনেতারা। রয়েছেন বোমান ইরানি, তাপসী পান্নু এবং ভিকি কৌশলের মতো প্রথম সারির অভিনেতা। চার বন্ধুর এই গল্প একটু অন্য ধারার।
১৩১৬
চলতি বছর শাহরুখ খানের তৃতীয় ছবি এটি। একের পর এক রেকর্ড ভেঙে তাঁর জনপ্রিয়তা ছাপিয়ে গিয়েছে আগের সব ছবির আশাকে। তবে বাকি দু’টি ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছিল মারকাটারি অ্যাকশন ছবি। তবে ‘ডাঙ্কি’র পরিচালক অন্য পথে হেঁটেছেন।
১৪১৬
এই মাসেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা প্রভাসের ছবি ‘সালার’। গত কয়েক বছরে দক্ষিণী ছবির জনপ্রিয়তা দশ গোলে হারিয়েছে বলিউডকে। তবে শাহরুখ খানের হাত ধরে সেই ধারায় বদল এসেছে। ‘ডাঙ্কি’ কি পারবে সেই ধারা পরিবর্তন করতে? উত্তর অবশ্য সময়ের গর্ভে।
১৫১৬
রাজকুমার হিরানির কাছ থেকে দর্শকদের আশা অত্যন্ত বেশি। তার উপর রাজকুমার ও শাহরুখ জুটি একত্রে কেমন করে স্ক্রিন মাতালেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
১৬১৬
চলতি বছরে দু’বার বড় পর্দায় হাজির হয়ে একের পর এক নজির গড়েছেন বাদশা। ‘ডাঙ্কি’ সেই পথেই হাঁটতে পারবে কি না, তা সময়ই বলবে।