Shahrukh Khan got the roles those were rejected by Aamir Khan dgtl
Shah Rukh Khan
Bollywood celebrities: আমিরের ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয় করে বার বার হিট ছবি উপহার দিয়েছেন বলিউডের ‘কিং খান’
বর্তমানে শাহরুখ ও আমির— দুই ‘খান’ই টিনসেল নগরীর দুই নক্ষত্র। তবে, আমির খানের খারিজ করা এমন তিনটি চরিত্রে অভিনয় করে শাহরুখ তাঁর কর্মজীবনে মাইলফলক গড়ে তুলেছেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২২ ১৬:৫৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৩
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডজগতে প্রথম পদার্পণ বলিউডের ‘কিং খান’-এর। নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত ইতিবাচক হোক বা নেতিবাচক, সব চরিত্রকেই প্রাণবন্ত করে বড়পর্দায় ফুটিয়ে তুলেছেন শাহরুখ খান।
০২২৩
তবে, দর্শকদের মনের মণিকোঠায় সর্বদা বিরাজমান এই অভিনেতা যে সকল পরিচালকের প্রথম পছন্দ ছিলেন, তা নয়। এমনকি তাঁর প্রথম ছবি ‘দিওয়ানা’তেও শাহরুখ প্রথম পছন্দ ছিলেন না।
০৩২৩
রাজ কানওয়ার পরিচালিত এই ছবিতে শাহরুখ অভিনয়ের সুযোগ পেয়েছিলেন বদলি হিসেবে। ‘রাজা’র চরিত্রে অভিনেতা আরমান কোহলীকে প্রস্তাব দিয়েছিলেন ছবির পরিচালক।
০৪২৩
আরমান এই প্রস্তাবে রাজি না হলে তাঁর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন রুপোলি পর্দায় নবাগত এক যুবক। তখন থেকেই কর্মজীবনের শুরু শাহরুখের। তবে, অনেক ছবি এমনও রয়েছে যার মূল চরিত্রে আমির খানকে প্রস্তাব দিয়েছিলেন ছবির পরিচালকেরা।
০৫২৩
কিন্তু সময়ের অভাব থাকায় বা অন্য কারণে আমির তাঁর কাছে আসা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে শাহরুখকে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন এবং আজ সেই সিনেমাগুলি বক্স অফিসে সাড়া ফেলা ছবিগুলির মধ্যে অন্য়তম।
০৬২৩
‘দিওয়ানা’ মুক্তি পাওয়ার ঠিক এক বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল যশ চোপড়া পরিচালিত ছবি ‘ডর’। নায়কের চরিত্রে সানি দেওল ও নায়িকার চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা।
০৭২৩
কিন্তু এই ছবিতে সবার নজর কাড়েন খলনায়কের চরিত্রে অভিনয় করা শাহরুখ খান। রাহুলের মুখে ‘আই লাভ ইউ ক...ক...ক... কিরণ’ বলিউড সিনেমাজগতের বিখ্যাত সংলাপের অন্যতম দৃষ্টান্ত।
০৮২৩
কিন্তু এই ছবিতে খলনায়কের চরিত্রে পরিচালক যশের প্রথম পছন্দ ছিলেন আমির খান। এই চরিত্রে অভিনয়ের জন্য আমিরের কাছে প্রস্তাবও নিয়ে গিয়েছিলেন যশ।
০৯২৩
কোনও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে হবে শুনেই আর ‘ডর’ ছবিতে কাজ করতে রাজি হননি অভিনেতা। তখনই সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন আমির।
১০২৩
আমির খলনায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে যশ শেষ পর্যন্ত শাহরুখের কাছে যান। এই চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া মাত্রই কাজ করতে রাজি হয়ে যান তিনি।
১১২৩
এমন একটি নেতিবাচক চরিত্র এত সাবলীলভাবে শাহরুখ ফুটিয়ে তুলেছিলেন, তাঁর কাছে নায়ক-নায়িকার মূল চরিত্রও ম্লান হয়ে গিয়েছিল। শাহরুখের কর্মজীবনে এই চরিত্রটি একটি মাইলফলক তৈরি করেছিল।
১২২৩
শুধু একটি ছবি-ই নয়, আমির খানের ছেড়ে দেওয়া এমন অনেক চরিত্রে অভিনয় করেই বড়পর্দায় বাজিমাত করেছিলেন ‘কিং খান’। সর্ষের ক্ষেত, তার মাঝে ম্যান্ডোলিন হাতে অভিনেতা— ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির এই দৃশ্যটি মনে করলেই শাহরুখের মুখ চোখের সামনে ভেসে ওঠে।
১৩২৩
তবে, পরিচালকের প্রথম পছন্দ অনুযায়ী, ‘রাজ মলহোত্রা’র চরিত্রে অভিনয় করার কথা ছিল সইফ আলি খানের। পিতা যশ চোপড়ার পরামর্শ মেনে নায়কের চরিত্রে সইফকে নেওয়ার ব্যাপারে মনস্থির করেন ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবির পরিচালক আদিত্য চোপড়া। কিন্তু এই ছবির গল্প পছন্দ হয়নি ছোট নবাবের। তাই তিনি পরিচালকের দেওয়া প্রস্তাব খারিজ করেন।
১৪২৩
সইফ এই চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না বলে আদিত্য এই ছবির প্রস্তাব নিয়ে যান আমিরের কাছে। কিন্তু অভিনেতা সেই সময় পরিচালক আশুতোষ গোওয়ারিকরের প্রথম ছবি ‘বাজি’র কাজে ব্যস্ত।
১৫২৩
‘বাজি’ একটি ক্রাইম-থ্রিলার ঘরানার ছবি। একই সঙ্গে রোম্যান্টিক ধারার ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে আদিত্যের প্রস্তাবে রাজি হয়ে যান আমির।
১৬২৩
আমির পরিচালককে জানিয়েছিলেন, ‘বাজি’ ছবির কাজ শেষ হলেই তিনি আদিত্যের সঙ্গে কাজ শুরু করবেন। ছবির গল্পও খুব পছন্দ হয়েছিল আমিরের। ‘রাজ’ চরিত্রে অভিনয় করার জন্য ভীষণ আগ্রহী ছিলেন তিনি।
১৭২৩
কিন্তু ‘বাজি’ ছবির কাজ শেষ হতে এত সময় লাগে যে, পরিচালকের পক্ষে আর অপেক্ষা করা সম্ভব ছিল না। তাই এই ছবির কাজ ছেড়ে দিতে বাধ্য হন আমির খান।
১৮২৩
এর পর যশরাজ ফিল্মসের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় শাহরুখ খানকে। ‘ডর’ ছবির মতোই এই ছবিতে আবার আমিরের জায়গায় অভিনয় করেন শাহরুখ খান। এই ছবিটির মাধ্যমে শাহরুখ-কাজল জুটির রসায়ন বক্স অফিসে ঝড় তুলে ইতিহাস গড়ে। ফের আমিরের ছেড়ে যাওয়া আসনে বসে সফলতার দিকে এগিয়ে যান অভিনেতা।
১৯২৩
২০০০ সালের জুন মাসে মুক্তি পাওয়া ‘জোশ’ ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন মনসুর খান। সম্পর্কে তিনি আমির খানের তুতো ভাই। মনসুর পরিচালিত ‘কয়ামত সে কয়ামত তক’, ‘অকেলে হম, অকেলে তুম’ ছবিতে অভিনয়ও করেছিলেন আমির। এমনকি, ‘জোশ’ ছবিতে ম্যাক্স ডায়াস’-এর চরিত্রের জন্যেও আমির খানই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ।
২০২৩
কিন্তু মনসুরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন আমির। কারণ, ‘রঙ্গীলা’ ও ‘গুলাম’ ছবিতে যে চরিত্রে আমিরকে অভিনয় করতে দেখা গিয়েছিল তার সঙ্গে ‘ম্যাক্স’-এর চারিত্রিক গঠনের কোনও রকম পার্থক্য ছিল না।
২১২৩
বার বার একই ধরনের চরিত্রে অভিনয় করতে চাইছিলেন না আমির। দর্শকদের কাছে নতুন ভাবে ফিরে যেতে চেয়েছিলেন। তাই এই ছবিতে কাজ করার সুযোগ এলেও ফিরিয়ে দেন তিনি।
২২২৩
এর পরেই ‘ম্যাক্স’-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে যান শাহরুখের কাছে যান মনসুর। বড়পর্দায় রাইসুন্দরীর ভাইয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন শাহরুখ। এমনকি, ভারতীয় বক্স অফিসেও ঝড় তুলে সুপার হিট হয় ‘জোশ’ ছবিটি।
২৩২৩
শাহরুখ এই তিনটি ছবিতেই তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন। তবে, এই ছবিগুলিতে অভিনয় করার সুযোগ পেয়েও যে আমির ছেড়ে দিয়েছিলেন, তা নিয়ে অভিনেতাকে কখনও আফসোস করতে দেখা যায়নি। বরং নিজের কাজে মনোনিবেশ করে বলিউডের ‘পারফেকশনিস্ট’ হয়ে উঠেছেন আমির। বর্তমানে শাহরুখ ও আমির— দুই ‘খান’ই টিনসেল নগরীর দুই নক্ষত্র।