চলতি বছরে বলিউডে রাজত্ব কি তবে শাহরুখ খানের? ‘পাঠান’কেই বা কোথায় কোথায় টেক্কা দিল ‘জওয়ান’?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
হাজার কোটি টাকার ক্লাবে পা রাখল ‘জওয়ান’। মুক্তির পর এক মাসও কাটেনি। এই সময়ের মধ্যেই ‘জওয়ান’-এর মুকুটে সাফল্যের নতুন পালক।
০২১৬
একই বছরে দু’বার বক্স অফিসের হাজার কোটির শৃঙ্গ জয় করলেন শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’ তার পর ‘জওয়ান’। চলতি বছরে বলিউডে রাজত্ব কি তবে শাহরুখের? ‘পাঠান’কেই বা কোথায় কোথায় টেক্কা দিল ‘জওয়ান’?
০৩১৬
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’। এই ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ দক্ষিণী পরিচালক অ্যাটলির। দক্ষিণী তারকা নয়নতারা এবং বিজয় সেতুপতিও ‘জওয়ান’-এর হাত ধরে বড় পর্দায় পা রাখেন। ক্যামিয়ো চরিত্রে দেখা যায় দীপিকা পাড়ুকোন এবং সঞ্জয় দত্তকে।
০৪১৬
মুক্তির প্রথম দিনে ‘জওয়ান’ বক্স অফিস থেকে ৭৫ কোটি টাকার ব্যবসা করে।
০৫১৬
অন্য দিকে চলতি বছরের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখের এই ছবিতে মুখ্যচরিত্রে ছিলেন দীপিকা। খলনায়কের চরিত্রে দেখা যায় জন আব্রাহমকে।
০৬১৬
মুক্তির প্রথম দিনে ৫৭ কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খুলেছিল ‘পাঠান’।
০৭১৬
বলিপাড়া সূত্রে খবর, ২২৫ কোটি টাকা খরচ করে তৈরি হয় ‘পাঠান’। অন্য দিকে ‘জওয়ান’-এর বাজেট ৩০০ কোটি টাকা।
০৮১৬
বাজেটের দিক দিয়ে হোক বা মুক্তির প্রথম দিনেই হোক, ‘পাঠান’কে প্রথম থেকেই টেক্কা দিয়ে চলেছে ‘জওয়ান’। মুক্তির পর সবচেয়ে কম সময়ে ‘জওয়ান’ই প্রথম হিন্দি ছবি যা বক্স অফিসে ৫০০ কোটি টাকার ক্লাবে নিজের নাম লিখিয়েছে।
০৯১৬
দু’সপ্তাহ পূর্ণ করার আগেই ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘জওয়ান’। অন্য দিকে ৫০০ কোটি টাকার ক্লাবে পৌঁছতে ২২ দিন সময় লেগেছিল ‘পাঠান’-এর।
১০১৬
মুক্তির তিন দিনের মাথায় দেশের বক্স অফিসে ১৬৬ কোটি টাকার বেশি রোজগার করেছিল ‘পাঠান’। এ দিকে তৃতীয় দিনের মাথাতেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে ‘জওয়ান’।
১১১৬
তিন দিনের মাথায় শুধু মাত্র দেশেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছিল মোট ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’-এর থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি।
১২১৬
মুক্তির ১৮ দিনের মাথায় দুনিয়াজোড়া বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলে ‘জওয়ান’।
১৩১৬
মুক্তি পাওয়ার ২৭ দিনের মাথায় হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়েছিল ‘পাঠান’। সেখানে ‘জওয়ান’ সময় নিল ১৮ দিন।
১৪১৬
‘পাঠান’-এর পাশাপাশি সানি দেওলের ‘গদর ২’কেও টেক্কা দিতে বাকি রাখেনি ‘জওয়ান’।
১৫১৬
যেখানে ৫০০ কোটির ক্লাবে দু’সপ্তাহ পূর্ণ হতে না হতেই ‘জওয়ান’ নাম লিখিয়ে ফেলেছিল সেখানে ৫০০ কোটি টাকা উপার্জন করতে ‘গদর ২’ সময় নিল ২৪ দিন।
১৬১৬
বিশ্বজোড়া বক্স অফিসে পর পর দু’টি ছবির নাম লিখিয়ে ফেললেন শাহরুখ। এ বার সকলে বড়দিনের অপেক্ষায়। চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। শাহরুখের এই বছরের তিন নম্বর ছবিটি কত কোটির ক্লাবে নাম লেখায় সেটাই দেখার।