অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা থেকে অনিল কপূর— বলিউডের এই অভিনেতারা যেমন দর্শকমহলকে সুপারহিট ছবি উপহার দিয়ে গিয়েছেন, তেমন তাঁদের ছেলেমেয়েরাও কিন্তু পিছিয়ে থাকেননি। তাঁরাও বলিপাড়ায় নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে, সিনেমাজগতে এমন বহু হিন্দি ছবি রয়েছে, যেখানে নিজের ছেলেমেয়েদের সঙ্গেই এক পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন বলিউডের কিছু নামকরা তারকা।