Shah Rukh Khan talks about his decision of rejecting the Oscar winning film Slumdog Millionaire dgtl
Shah Rukh Khan
খল চরিত্রে অভিনয়ে ‘না’, ফিরিয়েছিলেন প্রস্তাব! একটুর জন্য ‘অস্কার’ হাতছাড়া শাহরুখের
ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ২০০৯ সালের অস্কার অনুষ্ঠানে ঝড় তুলেছিল। মনোনীত ১০টি বিভাগের মধ্যে আটটিতেই বিজয়ী ঘোষণা করা হয় ‘স্লামডগ মিলিওনেয়ার’কে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
একটু জন্য নাকি অস্কার হাত ছাড়া হয়েছে বলিউডের ‘বাদশা’ বলে পরিচিত অভিনেতা শাহরুখ খানের। কী ভাবে? সম্প্রতি সেই ঘটনা নিজেই জানিয়েছেন শাহরুখ।
০২১২
ড্যানি বয়েল পরিচালিত ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ২০০৯ সালের অস্কার অনুষ্ঠানে ঝড় তুলেছিল। মনোনীত ১০টি বিভাগের মধ্যে আটটিতেই বিজয়ী ঘোষণা করা হয় ‘স্লামডগ মিলিওনেয়ার’কে।
০৩১২
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে পুরস্কার পান এ আর রহমান। এই ছবির পরই আন্তর্জাতিক মঞ্চে পরিচিতি পান অভিনেতা অনিল কপূর।
০৪১২
তাঁর চরিত্রটির প্রস্তাব প্রথমে যায় শাহরুখ খানের কাছে। চিত্রনাট্য শুনেই প্রস্তাব ফেরান শাহরুখ।
০৫১২
‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবিটির জন্য ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রযোজকই শাহরুখের নাম সুপারিশ করেছিলেন পরিচালককে।
০৬১২
তবে চরিত্রটি অসৎ, জানা মাত্রই আগ্রহ হারান অভিনেতা। প্রস্তাবটি যায় অনিলের কাছে।
০৭১২
শাহরুখ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘এই ছবিতে আমাকে একটি চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন পরিচালক ড্যানি বয়েল। সেই সময় আমি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক।“
০৮১২
তাঁর সংযোজন, “স্লামডগে একই ধরনের গেম শো দেখানো হয়, সেটির সঞ্চালকের চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু আমি না করে দিতেই প্রস্তাব অনিল কপূরের কাছে চলে যায়।”
০৯১২
প্রস্তাব ফেরানোর পর অভিনেতা পরিচালক ড্যানির সঙ্গে বহু ক্ষণ আলোচনা করেন। শাহরুখের কথায়, ‘‘ড্যানি খুবই মিষ্টি মানুষ, আমাকে যখন চরিত্রটা নিয়ে বলা হয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মতো শোয়ের সঞ্চালক, কিন্তু মানুষটা খারাপ, ড্যানিকে আমি নিজেই বলি কাজটা করতে পারব না। আমার থেকে অনেক ভাল অভিনেতা পেয়ে যাবেন। আমিই অনিলের কথা বলি ওকে।’’
১০১২
শাহরুখকে সকলে ভালবেসে বলিউডের বাদশা বলেন। তবে, এখনও পর্যন্ত হলিউডে কাজ করা হয়নি তাঁর।
১১১২
বেশ কয়েক বছর আগে তিনি ডেভিড লেটারম্যান-এর শো-এ জানিয়েছিলেন, হলিউডে কাজ করতে হলে তাদের আসতে হবে শাহরুখের কাছে।
১২১২
তিনি কাজ চাইতে যাবেন না। যদিও এই ছবির ক্ষেত্রে প্রস্তাব যেচে এলেও চরিত্র পছন্দ না হওয়ায় শেষমেশ কাজটা করা হয়নি তাঁর।