Sex-Education actress Gillian Anderson ask woman to send letter regarding to their sexual desire and fantasies dgtl
Gillian Anderson
মেয়েদের যৌন কল্পনার ‘গরু’ গাছে উঠেছে কতটা! চিঠি লিখে মনের কথা জানতে বললেন তিনি
একটি আরামকেদারায় বসে ৫৪ বছর বয়সি অভিনেত্রী গিলিয়ান ইনস্টাগ্রামে তাঁর বক্তব্য পেশ করেছেন। অভিনেত্রী জানান, তিনি মহিলাদের যৌন কল্পনা এবং যৌন উত্তেজনা নিয়ে একটি বই লিখছেন।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
মহিলাদের যৌন কল্পনার ‘গরু’ কতটা পৌঁছেছে বা কতটা গাছে উঠেছে, তা জানাতে ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন অভিনেত্রী গিলিয়ান অ্যান্ডারসনের সঙ্গে! জানিয়েছেন ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী নিজেই। অভিনেত্রী এ-ও জানিয়েছেন, তাঁর সঙ্গে যৌন কল্পনা নিয়ে কেউ যোগাযোগ করলে চিন্তার কোনও কারণ নেই। নাম থাকবে গোপন।
ছবি: ইনস্টাগ্রাম।
০২১৫
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে গিলিয়ান ব্যাখ্যা করেছেন, তিনি ‘‘নারী এবং যৌনতা নিয়ে অন্বেষণ শুরু করছেন।’’
ছবি: ইনস্টাগ্রাম।
০৩১৫
একটি আরামকেদারায় বসে ৫৪ বছর বয়সি অভিনেত্রী ইনস্টাগ্রামে তাঁর বক্তব্য পেশ করেছেন। গিলিয়ান জানান তিনি মহিলাদের যৌন কল্পনা এবং যৌন উত্তেজনা নিয়ে একটি বই লিখছেন। আর সেই জন্যই মহিলাদের যৌন কল্পনা তাঁকে লিখে জানানোর আর্জি জানিয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম।
০৪১৫
‘গোল্ডেন গ্লোব’ জয়ী অভিনেত্রী বলেছেন, ‘‘মহিলা হিসাবে আমরা জানি যে, ‘যৌনতা’ নিছক কোনও শব্দ নয়। এর প্রকৃত অর্থ আক্ষরিক অর্থের থেকে অনেক গভীর। কিন্তু আমরা অনেকেই এ সম্পর্কে কথা বলি না।’’
ছবি: ইনস্টাগ্রাম।
০৫১৫
গিলিয়ান যোগ করেছেন, ‘‘যৌনতা নিয়ে ইচ্ছা এবং কল্পনাগুলি আমরা আমাদের মনের গভীরে তালাবন্ধ করে রাখি। যত ক্ষণ না কেউ চাবি নিয়ে এসে সেই তালা খুলে ইচ্ছাগুলিকে উড়তে দেয়, তত ক্ষণ তা বন্ধই থাকে।’’
ছবি: ইনস্টাগ্রাম।
০৬১৫
ইনস্টাগ্রাম ভিডিয়োতে তিনি আরও বলেছেন, ‘‘সেই তালার চাবি আমার কাছে রয়েছে। আমি একটি বই লিখছি। যেখানে আপনাদের যৌন ইচ্ছা এবং কল্পনাগুলিকে জায়গা দিতে চাই। আপনারা বেনামে এই চিঠিগুলি আমাকে পাঠাতে পারেন।’’
ছবি: ইনস্টাগ্রাম।
০৭১৫
গিলিয়ান দাবি করেছেন, তাঁর লেখা বই পড়ে যৌনতা নিয়ে মানুষের ধারণা আরও স্বচ্ছ হবে। মহিলারা যৌনতা নিয়ে কী ভাবেন, তা নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হবে।
ছবি: ইনস্টাগ্রাম।
০৮১৫
গিলিয়ান বলেছেন, ‘‘নারীত্ব, মাতৃত্ব, অবিশ্বাস, শোষণ, সম্মতি, সম্মান, ন্যায্য দাবি, সমতা, ভালবাসা, ঘৃণা, আনন্দ এবং বেদনার সঙ্গে যৌনতা ওতপ্রোত ভাবে জড়িত।’’
ছবি: ইনস্টাগ্রাম।
০৯১৫
গিলিয়ান জানিয়েছেন, এর আগে তিনি অনেক পরিচিত মহিলার সঙ্গে যৌনতা এবং যৌন কল্পনা নিয়ে কথা বলেছেন। মহিলারা বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে নিজেদের গোপন যৌন কল্পনা নিয়ে কথা বলতে স্বচ্ছন্দবোধ করেন বলেও তিনি জানিয়েছেন।
ছবি: ইনস্টাগ্রাম।
১০১৫
ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী মহিলাদের উদ্দেশ্য করে আরও বলেছেন, ‘‘আপনার বয়স ১৮ হোক কিংবা ৮০, আপনি পুরুষ বা মহিলা— যাঁর সঙ্গেই সঙ্গম করুন না কেন, আমি আপনাদের যৌন কল্পনাগুলি জানতে চাই।’’
ছবি: ইনস্টাগ্রাম।
১১১৫
যৌনতা নিয়ে মন খুলে কথা বলতে এবং যৌনতায় আরও উত্তেজনা আনতে গিলিয়ান মহিলাদের যৌন কল্পনাগুলি তাঁকে জানানোর অনুরোধ করেছেন।
ছবি: ইনস্টাগ্রাম।
১২১৫
ইনস্টাগ্রামে গোপনীয়তা বজায় রাখা পোর্টালের মাধ্যমে মহিলারা নিজেদের যৌন কল্পনা নিয়ে লেখা পাঠাতে পারবেন বলে গিলিয়ান জানিয়েছেন। সে ক্ষেত্রে প্রেরকদের নাম গোপন থাকবে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
প্রতীকী ছবি।
১৩১৫
ব্লকবাস্টার নেটফ্লিক্স সিরিজ় ‘সেক্স এডুকেশন’-এ যৌন বিশেষজ্ঞ (সেক্স থেরাপিস্ট) জিন মিলবার্নের ভূমিকায় অভিনয় করেছেন গিলিয়ান।
ছবি: ইনস্টাগ্রাম।
১৪১৫
‘সেক্স এডুকেশন’-এ অভিনয়ের আগে গিলিয়ান নিজেও যৌনতা সম্পর্কে বহু বই পাঠ করেছেন। যার মধ্যে ন্যান্সি ফ্রাইডের বই ‘মাই সিক্রেট গার্ডেন: উইমেনস্ সেক্সুয়াল ফ্যান্টাসিস’ অন্যতম বলে জানিয়েছেন অভিনেত্রী।
প্রতীকী ছবি।
১৫১৫
নব্বইয়ের দশকে ‘দ্য এক্স-ফাইলস’-এ এজেন্ট ডানা স্কলির ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন গিলিয়ান।