২০১৬ সালের ৮ নভেম্বর ভারতীয় অর্থব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। সেই সময় ৫০০ টাকার নতুন নোট বাজারে আসে। ২০০ টাকা এবং ২০০০ টাকার নতুন নোটও ছাপানো হয়। আর এর পর থেকেই বাড়ে ডিজিটাল লেনদেন। কিউআর কোড স্ক্যান করে অথবা নির্দিষ্ট ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) আইডির মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন শুরু হয়। বিভিন্ন দেশে ইউপিআই স্বীকৃত হলেও সে ভাবে লেনদেন এই মাধ্যমে হয় না। ভারত যদিও চাইছে এই লেনদেন বাড়াতে। কিন্তু তেমন ভাবে এখনও সাড়া মেলেনি।