Advertisement
২২ নভেম্বর ২০২৪
Private Jet

সম্পত্তিতে টেক্কা দেন রতন টাটাকে, এঁর কাছেই রয়েছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ ব্যক্তিগত বিমান

এই ব্যক্তিগত বিমানের মধ্যে রয়েছে বিলাসবহুল বেডরুম, প্রার্থনার ঘর। আকাশসফরে বিনোদনেরও অঢেল ব্যবস্থা রয়েছে এই বিমানে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
দুবাই শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৭
Share: Save:
০১ ১৬
photo of Mukesh Ambani, Ratan Tata and Gautam Adani.

মুকেশ অম্বানী, রতন টাটা, গৌতম আদানি— ভারতীয় ধনকুবেরদের সংখ্যা নেহাত কম নয়। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তাঁরা। বিলাসবহুল জীবনযাপন। দামি দামি গাড়ি থেকে ব্যক্তিগত বিমান, কী নেই তাঁদের। তবে বিশ্বের সবচেয়ে দামি ব্যক্তিগত বিমান কিন্তু এই ধনকুবেরদের হাতে নেই।

—ফাইল চিত্র।

০২ ১৬
photo of Al Waleed bin Talal Al Saud

বিত্তবানদের যাতায়াতের অন্যতম বাহন হল ব্যক্তিগত বিমান। এমনই একটি বিমান রয়েছে সৌদি আরবের রাজপুত্র তথা ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালাল অল সৌদের হাতে।

ছবি: সংগৃহীত।

০৩ ১৬
representative photo of private jet

বলা হয়, সৌদির রাজপুত্রের কাছে যে ব্যক্তিগত বিমান রয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে দামি। ভারতীয় মুদ্রায় যার দাম ৪১০০ কোটি টাকারও বেশি।

—প্রতীকী চিত্র।

০৪ ১৬
photo of Al Waleed bin Talal Al Saud

সৌদির রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি বোয়িং ৭৪৭-এর। যার বাজারমূল্য ১২৪৬ থেকে ১৬৬১ কোটি টাকার মতো। কিন্তু সব মিলিয়ে মোট দাম ৪১০০ কোটি টাকা ছাড়িয়েছে। কেন?

ছবি: সংগৃহীত।

০৫ ১৬
photo of private jet

আসলে বিমানটিকে আরও বিলাসবহুল করা হয়েছে। ঝাঁ-চকচকে করা হয়েছে এর অন্দরসজ্জা। এর ফলেই জেটটির দাম আকাশছোঁয়া।

ছবি: সংগৃহীত।

০৬ ১৬
photo of private jet

সৌদির রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি কেমন দেখতে? কী কী সুবিধা রয়েছে? এই বিমানে ৮০০ জন একসঙ্গে যেতে পারেন। ১০ আসনের ডাইনিং হলও রয়েছে বিমানের মধ্যে।

ছবি: সংগৃহীত।

০৭ ১৬
photo of private jet

এ ছাড়াও এই ব্যক্তিগত বিমানে রয়েছে বিলাসবহুল বেডরুম, প্রার্থনার ঘর। আকাশসফরে বিনোদনের অঢেল ব্যবস্থা রয়েছে এই বিমানে। রয়েছে হোম থিয়েটার, বিনোদনের ঘর।

ছবি: সংগৃহীত।

০৮ ১৬
photo of private jet

বিশ্বের সবচেয়ে দামি এই ব্যক্তিগত বিমানে রয়েছে স্পা-ও। ‘স্টিম বাথ’-এর জন্য রয়েছে আলাদা ঘর।

ছবি: সংগৃহীত।

০৯ ১৬
photo of private jet

ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানীরও ব্যক্তিগত বিমান রয়েছে। সেটিও বিলাসবহুল। তবে সৌদি যুবরাজের এই বিমানের চেয়ে তার দাম অনেক কম।

ছবি: সংগৃহীত।

১০ ১৬
photo of Mukesh Ambani.

জানা গিয়েছে, অম্বানীর কাছে যে ব্যক্তিগত বিমান রয়েছে, সেটির বাজারমূল্য ৬০৩ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

১১ ১৬
photo of private jet

আরও এক শিল্পপতি গৌতম আদানির রয়েছে বেশ কয়েকটি ব্যক্তিগত বিমান। তবে সেগুলির দামও সৌদির রাজপুত্রের বিমানের থেকে অনেকটাই কম।

—প্রতীকী চিত্র।

১২ ১৬
photo of Ratan Tata

রতন টাটার কাছেও রয়েছে বিলাসবহুল ব্যক্তিগত বিমান। যার দাম ২০০ কোটি টাকারও বেশি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৬
photo of Al Waleed bin Talal Al Saud

এলন মাস্ক, বিল গেটস, জেফ বেজ়োসদের কাছেও ব্যক্তিগত বিমান রয়েছে। তবে সেগুলির দামও সৌদির রাজপুত্রের বিমানের থেকে অনেকটাই কম।

ছবি: সংগৃহীত।

১৪ ১৬
photo of Al Waleed bin Talal Al Saud

যার কাছে এত দামি ব্যক্তিগত বিমান রয়েছে, তাঁর সম্পত্তি কত? ফোর্বস সূত্রে খবর, সৌদির রাজপুত্রের মোট সম্পত্তির পরিমাণ ১.৫৫ লক্ষ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

১৫ ১৬
photo of mukesh ambani

সেই তুলনায় মুকেশ অম্বানীর সম্পত্তির পরিমাণ ঢের বেশি। রিলায়্যান্স কর্ণধারের মোট সম্পত্তির পরিমাণ ৭৯ লক্ষ ৫৮ হাজার কোটি টাকারও বেশি।

ছবি: সংগৃহীত।

১৬ ১৬
photo of Ratan Tata

তবে সৌদির রাজপুত্রের থেকে রতন টাটার সম্পত্তির পরিমাণ কম। টাটার মোট সম্পত্তির পরিমাণ ৩৮০০ কোটি টাকা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy