Sarfaraz Khan and Dhruv Jurel could be picked in the Rajkot test squad against England, India’s probable 11 dgtl
India vs England 2024
দলে আইপিএলে নজরকাড়া ক্রিকেটার? অভিষেক ‘বিদ্রোহী’ ব্যাটারের? কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ
বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট। আগেই জানা গিয়েছিল যে, গোটা ইংল্যান্ড সিরিজ়েই পাওয়া যাবে না বিরাট কোহলিকে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
পাঁচ টেস্টের ভারত-ইংল্যান্ড সিরিজ়ে ইতিমধ্যেই হয়ে গিয়েছে দু’টি ম্যাচ। বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু তৃতীয় টেস্ট। সেই ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
০২২০
প্রথম দু’ম্যাচের পর টেস্ট সিরিজ়ের ফল ১-১। ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ়ে এখনও বাকি তিনটি ম্যাচ।
০৩২০
আগেই জানা গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ়ে পাওয়া যাবে না বিরাট কোহলিকে।
০৪২০
শেষ তিন টেস্টে নেই শ্রেয়স আয়ারও। রাজকোটে খেলতে পারবেন না লোকেশ রাহুলও।
০৫২০
তবে রবীন্দ্র জাডেজা চোট সারিয়ে ফেরায় কিছুটা স্বস্তিতে ভারতীয় শিবির। একাধিক সিনিয়ার ক্রিকেটার না থাকায় রাজকোট টেস্টের প্রথম একাদশে অভিষেক হতে পারে দু’জনের।
০৬২০
গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? অন্তত দু’টি জায়গায় পরিবর্তন নিশ্চিত। এই টেস্টে অভিষেক হতে পারে সরফরাজ খান এবং ধ্রুব জুড়েলের।
সরফরাজ খান এবং ধ্রুব জুড়েল( বাঁ দিক থেকে)।
০৭২০
ওপেনিং জুটি পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। যশস্বী জয়সওয়ালের সঙ্গে নামবেন অধিনায়ক রোহিত শর্মা।
০৮২০
বিশাখাপত্তনমে শতরানের ইনিংস দলে জায়গা পাকা করেছে শুভমন গিলেরও।
০৯২০
তিনি নামবেন তিন নম্বরেই। ভারতের ব্যাটিং অর্ডারের প্রথম তিনটি জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নেই।
১০২০
প্রথম দু’টি টেস্টে চার নম্বরে খেলেছেন শ্রেয়স আয়ার। তিনি নেই বাকি সিরিজ়ে। পাওয়া যাবে না রাহুলকেও। যা চিন্তা বৃদ্ধি করেছে ভারতীয় শিবিরের।
১১২০
এই পরিস্থিতিতে রাজকোটে টেস্ট অভিষেকের সম্ভাবনা সরফরাজ খানের। চার নম্বরে তাঁকেই দেখা যেতে পারে।
১২২০
পাঁচ নম্বরে নামবেন বিশাখাপত্তনমে অভিষেক হওয়া রজত পটীদার। একটি ম্যাচ দেখে তাঁকে বাদ দেওয়ার পক্ষে নন রোহিত শর্মা বা রাহুল দ্রাবিড়।
১৩২০
ছয় নম্বরে ব্যাট করবেন রবীন্দ্র জাডেজা। ঘরের চেনা উইকেটে অভিজ্ঞ অলরাউন্ডারকে বাদ দিয়ে প্রথম একাদশ তৈরির ঝুঁকি নেবেন না দ্রাবিড়েরা।
১৪২০
তবে ভারতের উইকেটরক্ষক বদলে যেতে পারে। প্রথম দুই টেস্টে নজর কাড়তে পারেননি শ্রীকর ভরত। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন ধ্রুব।
১৫২০
এ বার ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁকে। অর্থাৎ, রাজকোটে জোড়া অভিষেকের সম্ভাবনা রয়েছে।
১৬২০
আট নম্বরে দেখা যাবে আরও এক অলরাউন্ডারকে। রাজকোট অক্ষর পটেলেরও ঘরের মাঠ। প্রথম একাদশে তাঁর থাকাও নিশ্চিত।
১৭২০
নবম স্থানে নামতে পারেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক থেকে একটি উইকেট দূরে তিনি।
১৮২০
ব্যাটিং অর্ডারের শেষ দু’টি জায়গা দুই জোরে বোলারের। অবশ্যই খেলবেন ভাল ফর্মে থাকা যশপ্রীত বুমরা। ভারতীয় দলের সহ-অধিনায়ক ব্যাট করবেন ১০ নম্বরে।
১৯২০
১১ নম্বরে নামবেন মহম্মদ সিরাজ। বাংলার মুকেশ কুমারের জায়গায় প্রথম একাদশে ফিরতে পারেন তিনি।
২০২০
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, শুভমন গিল, সরফরাজ খান, রজত পটীদার, রবীন্দ্র জাডেজা, শ্রীকর ভরত, অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ।