Sarah Karim, the Fashion Designer from Bangladesh making waves with her bridal collection dgtl
Fashion Designer
Fashion: মুগ্ধ মালাইকা থেকে অম্বানী! ফিউশনে তাক লাগাচ্ছেন বাংলাদেশি ডিজাইনার
কনের সাজপোশাককে যিনি নতুন রূপে তুলে ধরেছেন কেতাদুরস্তদের কাছে। এমনটায় তাঁর নাকি জুড়ি মেলা ভার।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ১১:০৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
বাংলাদেশের ফ্যাশন জগতে তিনি নিজেই একটি ব্র্যান্ড। কনের সাজপোশাককে যিনি নতুন রূপে তুলে ধরেছেন কেতাদুরস্তদের কাছে। এই কাজে তাঁর নাকি জুড়ি মেলা ভার। তিনি সারা করিম।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
০২১৪
বিয়ের দিন নিজেকে সাজাতে সারার নকশা করা পোশাকের উপরেই ভরসা রাখেন বাংলাদেশের বহু তারকা। তা সে নুসরত ফারিয়া হোক বা বিদ্যা সিন্হা মিম, পিয়া জান্নাতুল অথবা শিরিন শিলা— সারার সূক্ষ্ম কারিকুরিতে ভরা লেহেঙ্গা বা জারদৌজি অথবা নিছকই শাড়িতে মজেছেন এই অভিনেতা, মডেলরা।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
০৩১৪
সারার তৈরি পোশাকের দিকে নির্দ্বিধায় হাত বাড়িয়েছেন বলিউড তারকা মালাইকা অরোরা খান বা টিনা অম্বানীর মতো পরিচিত ব্যক্তিত্বও। নিজের পরিকল্পনা করা পোশাকে বিশেষত বিয়ের সাজে চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে নতুন আঙ্গিকও তুলে ধরেছেন সারা।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
০৪১৪
বিয়ের সাজে ‘ফিউশন’ ঘটিয়ে ফেলেছেন তিনি। সারার তৈরি পোশাকে পশ্চিমী ধাঁচের ‘কাট’-এর সঙ্গে জুড়েছে বাংলাদেশের কারিগরদের সুনিপুণ হাতের কাজ।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
০৫১৪
‘ব্রাউডাল কালেকশন’-এর নিজস্ব ঘরানা তৈরি করা সারার শুরুটা কিন্তু ফ্যাশন জগতে হয়নি। বরং ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করার পর শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বাংলাদেশের একটি ইংরেজি মাধ্যম স্কুলে প়ড়ানোর কাজ করেছেন। তার পর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছিলেন। তার পর আচমকাই তাঁকে এ জগতে পা রাখতে হয়।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
০৬১৪
প্রায় ৩৭ বছর আগে কনের সাজপোশাক নিয়ে কাজ শুরু করেছিলেন সারা। সে সময় অবশ্য তাঁর ঠাকুরমা-শাশুড়ি (খুড়িশাশুড়ি) কারিগরদের দিয়ে পোশাকের নকশা করতেন। সেই ব্যবসার ভার নেন সারা। বার্ধক্যজনিত কারণে খুড়িশাশুড়ি ব্যবসার কাজকারবার দেখতে পারতেন না। সে সময় থেকেই তাঁর ব্যবসার দায়িত্ব নেন সারা। খুড়িশাশুড়ি তাঁর অনুপ্রেরণা বলেও জানিয়েছেন তিনি। নিজের ঠাকুরমাও তাঁকে উদ্বুদ্ধ করেছেন।
সারার ঠাকুরমা। ছবি: সংগৃহীত।
০৭১৪
নিজের তৈরি কনের সাজে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করেন না সারা। বরং সূচের সূক্ষ্ম কাজর সঙ্গে পশ্চিমী ধাঁচের ‘কাট’-কেও গুরুত্ব দেন বলে জানিয়েছেন তিনি।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
০৮১৪
দেশীয় কারিগরদের হাতের কাজ যে তাঁর অন্যতম ভরসার জায়গা, তা-ও জানিয়েছেন সারা। তাঁর পোশাকে ভরসা রেখেছেন বাংলাদেশি অভিনেতা মিম। সারার পোশাকেই বাগদান থেকে বিয়ে— উদ্যাপন করেছেন তিনি।
পোশাকের নকশা তৈরিতে তাঁর নিজের মতামতই আসল বলে জানিয়েছেন সারা। যে পোশাকে নিজে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তা-ই তৈরি করেন তিনি।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
১১১৪
বিয়ের পোশাকের সঙ্গে কনের সাজেরও পরিকল্পনা থাকে সারার। কনেতে কী ধরনের গয়না এবং প্রসাধনী মানানসই লাগবে, সে বিষয়েও ক্রেতাদের পরামর্শ দেন সারা।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
১২১৪
বাংলাদেশের তারকাদের অনেকেই সারার ‘ব্রাউডাল কালেকশন’-এ ভক্ত। তবে পড়শি দেশের তারকাদেরও মন জয় করেছেন সারা।
ছবি: সারা করিমের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
১৩১৪
মালাইকা অরোরা খান হেঁটেছেন তাঁর ফ্যাশন শোয়ে। রিলায়্যান্স-কর্তা অনিল অম্বানীর ঘরনি টিনা অম্বানী যেচে সারার পোশাক কিনে নিয়েছেন। তাঁর পোশাকে নিজেকে সাজিয়েছেন অভিনেতা লিজা রে-ও। সারার গুণমুগ্ধদের তালিকাটি কম দীর্ঘ নয়!
ছবি: সংগৃহীত।
১৪১৪
দেশের মঞ্চের পাশাপাশি বিদেশেও নিজের তৈরি পোশাকের শো করেছেন সারা। তবে শুধুমাত্র কনের সাজপোশাকই বা শাড়িই নয়। সম্প্রতি জ্যাকেট, টিউনিক বা কামিজেও মন দিয়েছেন। স্টাইল আর নয়া ধাঁচের মেলবন্ধনে তাতেও নিজস্ব ছাপ রাখছেন সারা করিম।