Sara Ali Khan, Suhana Khan and many other celebrities attended party of social media star Orhan Awatramani dgtl
Bollywood Stars
সুহানা, সারা আলি খান থেকে সচিন-কন্যা, নবরাত্রির পার্টিতে নতুন বান্ধবীদের সঙ্গে মজলেন ওরি
শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে ওরির বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। বলিপাড়া সূত্রে খবর, নবরাত্রি উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে অনুষ্ঠানে নেমেছিল তারকাসন্তানদের ঢল।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১২:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
ওরহান অবত্রমানি ওরফে ওরি দিন দিন যেন বিনোদনজগতের মধ্যমণি হয়ে উঠছেন। অভিনয়ের সঙ্গে যুক্ত না থেকেও তারকা-কন্যাদের সঙ্গে অহরহ নাম জড়িয়ে পড়েছে তাঁর। সম্প্রতি একটি পার্টিতে ওরির দেখা মিলল নতুন বান্ধবীদের সঙ্গে।
০২১৭
শনিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে ওরির বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। বলিপাড়া সূত্রে খবর, নবরাত্রি উদ্যাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সে অনুষ্ঠানে নেমেছিল তারকা-কন্যাদের ঢল। ছবিতে সকল তারকা-কন্যার পাশে দেখা গেল ওরিকে।
০৩১৭
ওরির পরনে ছিল বাদামি রঙের শার্ট। তার সঙ্গে পরেছিলেন বেইজ ডেনিম রঙের প্যান্ট। তারকা-কন্যাদের অধিকাংশই তাঁদের পোশাকের রং হিসাবে কালো বেছে নিয়েছিলেন।
০৪১৭
পার্টিতে ওরির সঙ্গে দেখা গেল বলি অভিনেতা সইফ আলি খানের কন্যা সারা আলি খানকে। ওরির গলা জড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে।
সুহানার সঙ্গে ওরির ছবি দেখে নেটব্যবহারকারীদের মধ্যে হইচই পড়ে যায়। কেউ কেউ বলেন, ‘‘অভিনেত্রীদের জড়িয়ে ধরে ছবি তুলেছেন ওরি। ছবি তোলার সময় একমাত্র সুহানার সঙ্গে সামান্য হলেও দূরত্ব বজায় রেখেছেন তিনি।’’
০৭১৭
২০২০ সালে ‘জওয়ানি জানেমন’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন আলয়া এফ। সইফের সঙ্গে এই ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। তার পর ‘ফ্রেডি’, ‘ইউ-টার্ন’, ‘অলমোস্ট প্যার উইথ ডিজে মহব্বত’ ছবিতে অভিনয় করতে দেখা যায় আলয়াকে।
০৮১৭
২০২৪ সালে আলি আব্বাস জাফরের পরিচালনায় মুক্তি পাওয়ার কথা ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিটির। এই ছবিতে অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং মানুষী চিল্লরের পাশাপাশি অভিনয় করার কথা রয়েছে আলয়ার। পার্টিতে এই বলি নায়িকার সঙ্গেও হাসিখুশি মেজাজে দেখা গেল ওরিকে।
০৯১৭
পার্টিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বলি অভিনেত্রী রবীনা টন্ডনের কন্যা রাশা থাডানি। ২০২৪ সালে বলিপাড়ায় আত্মপ্রকাশ করবেন রাশা।
১০১৭
বলি অভিনেতা অজয় দেবগনের ভাগ্নে আমন দেবগনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে রাশাকে। বলিপাড়া সূত্রে খবর, এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয়কেও।
১১১৭
বলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী ভূমি পেডনেকরকেও দেখা গিয়েছে ওরির সঙ্গে।
১২১৭
তারকা-কন্যাদের ভিড়ের মধ্যে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরকেও।
১৩১৭
ওরির সঙ্গে সচিন-কন্যার বন্ধুত্ব রয়েছে দেখার পর নেটব্যবহারকারীদের কাছে কটাক্ষের শিকার হন ওরি। নেটব্যবহারকারীদের মন্তব্য, ‘‘সচিনের কন্যাকেও ছাড়ল না ওরি!’’
১৪১৭
কিন্তু ওরির সঙ্গে যে তারকা-কন্যার সম্পর্ক নিয়ে এত জলঘোলা চলে, তাঁকেই দেখা গেল না পার্টিতে। অজয়-কন্যা নায়সা দেবগনের সঙ্গে মাঝেমধ্যেই দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরতে যান ওরি।
১৫১৭
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, নায়সার ছোটবেলার বন্ধু ওরি। তাই তাঁর সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে। কিন্তু নবরাত্রির পার্টিতে দেখা গেল না নায়সাকে।
১৬১৭
বলিপাড়া সূত্রে খবর, ওরি আদতে মুম্বইয়ের বাসিন্দা। সমাজকর্মী হিসাবে সেখানেই কাজ করেন তিনি।
১৭১৭
সমাজসেবার পাশাপাশি অ্যানিমেশন নিয়েও বিশেষ প্রশিক্ষণ নেন ওরি। শোনা যায়, রিল্যায়ান্স সংস্থায় বিশেষ পদে কর্মরত রয়েছেন তিনি। মুকেশ অম্বানীর কন্যা ইশা অম্বানীর সঙ্গেও পরিচয় রয়েছে ওরির।