২৭ ডিসেম্বর সলমনের জন্মদিনে তাঁকে নিয়ে ফের ভক্তদের মাতামাতি হয়েছে। তা-ই তো স্বাভাবিক। বলিউডের ‘ভাইজান’ বলে কথা!
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৭:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
সলমন খান যা করেন, তাতেই নাকি শিরোনামে উঠে আসেন। আর যা করেন না? তাতেও তিনি শিরোনামেই। হ্যাঁ! সম্প্রতি এমনই ঘটেছে সলমনের সঙ্গে।
ছবি: সংগৃহীত।
০২১২
২৭ ডিসেম্বর সলমনের জন্মদিনে তাঁকে নিয়ে ফের ভক্তদের মাতামাতি হয়েছে। তা-ই তো স্বাভাবিক। বলিউডের ‘ভাইজান’ বলে কথা! তবে সেই উচ্ছ্বাসের মধ্যেই এক বিশেষ ব্যক্তির সঙ্গে তাঁর ছবি দেখে অনেকেই ফুট কাটতে ছা়ড়েননি।
ছবি: সংগৃহীত।
০৩১২
কে সেই বিশেষ ব্যক্তি? সে প্রসঙ্গের আগে সলমন কী ভাবে নিজের জন্মদিনটি উদ্যাপন করলেন, তা বলে নেওয়া যাক!
ছবি: সংগৃহীত।
০৪১২
২৭ ডিসেম্বর নিজের ৫৬তম জন্মদিনে বেশি কিছু করেননি সলমন। প্রায় প্রতি বছরের মতোই প্রিয়জনদের সঙ্গে দিনটি উদ্যাপন করেছেন মাত্র। নবি মুম্বইয়ের পনভেলের ফার্ম হাউসে গিয়ে বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের সঙ্গে হুল্লোড়ে মেতেছিলেন তিনি। নেটমাধ্যমে সে ছবিও দেখা গিয়েছে। তা হলে সলমনের ভক্তেরা তাঁকে নিয়ে ফুট কাটছেন কেন?
—ফাইল চিত্র।
০৫১২
জন্মদিনে অনেকেই তো বন্ধুবান্ধবদের সঙ্গে হুল্লোড়ে মাতেন। এ আবার নতুন কী? অনেকে আবার এই বিশেষ দিনটিতে মনের সাধ মিটিয়ে নেন। সলমনও নিজের জন্মদিনে দেদার মজা করেছেন। আসলে সলমন ভাইজানকে দেখা গিয়েছে এক পর্ন তারকার পাশে। তা দেখেই তাঁর ভক্তেরা নেটমাধ্যমে প্রচুর মন্তব্য করেছেন।
ছবি: সংগৃহীত।
০৬১২
কার পাশে দেখা গিয়েছে সলমনকে? নেটমাধ্যমে একটু যাতায়াত করলেই অনায়াসে বলতে পারেন, আমেরিকার পর্ন তারকা কেন্দ্রা লাস্টের পাশে দেখা গিয়েছে সলমনকে।
ছবি: সংগৃহীত।
০৭১২
জন্মদিনটি কি পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে কাটালেন সলমন খান? সত্যি! মোটেও তা নয়। এ আসলে সলমনের ‘একনিষ্ঠ’ ভক্ত কেন্দ্রার ‘কারিকুরি’! তবে সে কথা জানাজানি হওয়ার আগে বেশ বিভ্রান্তি ছড়িয়েছিল ভক্তদের মধ্যে।
ছবি: সংগৃহীত।
০৮১২
সলমনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন কেন্দ্রা। দেখা গিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে সলমন-কেন্দ্রা। দু’জনেরই সান্তা ক্লজের লাল টুপি পরে রয়েছেন। তবে সে ছবি আসল নয়। প্রযুক্তির কারিকুরি! অর্থাৎ, দু’টি আলাদা ছবি কেটে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।
ছবি: টুইটার।
০৯১২
সলমনের জন্মদিনে টুইটারে এই ছবি পোস্ট করে তাঁকে ‘ট্যাগ’ও করেছেন কেন্দ্রা। ব্যস্! সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে ধেয়ে এসেছে একের পর এক সরস মন্তব্য।
ছবি: সংগৃহীত।
১০১২
সলমনের পাশে কেন্দ্রার ছবি দেখে টুইটারে এক জন সলমন-ভক্তের মন্তব্য, ‘ওহ্ মাই গড! কেন্দ্রা আপনি সলমনকে পছন্দ করেন!’ আর এক জনের আবার দাবি, ‘দু’জনে একসঙ্গে সিনেমা করুন না!’
ছবি: সংগৃহীত।
১১১২
এক ফ্রেমে সলমন-কেন্দ্রার ছবি পছন্দ করেছেন প্রায় সাড়ে ৬ হাজার ভক্ত। সেই সঙ্গে ওই টুইটটি নিজেদের মধ্যে চালাচালি করেছেন প্রায় দেড় হাজার জন। সঙ্গে মন্তব্যের বন্যা তো রয়েইছে!
ছবি: সংগৃহীত।
১২১২
তবে এত কিছুর মধ্যে বোধ হয় সেরা মন্তব্যটি করেছেন মেরঠের এক বাসিন্দা। সলমন এবং কেন্দ্রার ‘ভুয়ো’ ছবির পাশে তিনি লিখেছেন একটি কাল্পনিক কথোপকথন। কী সেটি? ‘সলমন খান: ম্যায় ভার্জিন হুঁ... , কেন্দ্রা লাস্ট: হুমমমমমম (সঙ্গে একটি ‘দুষ্টু’ ইমোজি)’।