Salman Khan celebrates New Year with Iulia Vantur, Sangeeta Bijlani and others dgtl
salman khan
Salman Khan: সঙ্গীতা, য়ুলিয়া... প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে উদ্দাম পার্টি করে বর্ষবরণ সলমনের
নতুন বছর বলে কথা! তাই ‘পার্টি তো বন্তা হ্যায়’। পার্টি জমাতে খামতি রাখেননি ভাইজান। সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকারাও। কারা তাঁরা? পার্টিতে আর কে কে এসেছিলেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ১২:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
বছরভর শ্যুটিংয়ের ঠাসা কাজ। ফুরসত নেওয়ারও সময় নেই। নতুন বছরে কাজে ঝাঁপিয়ে পড়ার আগে তাই একটু জমিয়ে পার্টি করে নিলেন সলমন খান! পার্টি জমাতে খামতি রাখেননি বলিউডের ভাইজান। সলমনের সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকারা। পার্টিতে আর কে কে এসেছিলেন?
০২১৩
সল্লু মিয়াঁর পার্টির গালগল্প না-হয় খানিক পরে হবে। আগে জেনে নেওয়া যাক, চলতি বছর তাঁর হাতে কী কী কাজ রয়েছে। সলমন জানিয়েছেন, কিছু দিন পরেই ক্যাটরিনা কইফের সঙ্গে জুটিতে ‘টাইগার ৩’ ফিল্মের শ্যুটিং শুরু করবেন। সে কাজে দিল্লি দৌ়ড়তে হবে তাঁকে। ১৫ দিনের ঠাসা কাজ!
০৩১৩
চলতি বছরে ‘টাইগার ৩’ ছাড়াও ‘পাঠান’ এবং ‘কভি ইদ কভি দিওয়ালি’-তেও দেখা যাবে সলমনকে। পাশাপাশি, ‘বজরঙ্গি ভাইজান’-এর সিক্যুয়েল করারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
০৪১৩
কাজের কথা তো হল। এ বার ফেরা যাক সলমনের পার্টির গল্পে। নতুন বছরের শুরুটা কাছের মানুষজনের সঙ্গেই কাটিয়েছেন সলমন।
০৫১৩
নবি মুম্বইয়ে পনভেলের ফার্ম হাউসে বন্ধুবান্ধবদের নিয়ে নতুন বছর উদ্যাপন করলেন সল্লু মিয়াঁ। কিছু দিন আগেই এই খামারবাড়িতেই নিজের ৫৬তম জন্মদিন কাটিয়েছেন তিনি। তা-ও কম জমাটি ছিল না!
০৬১৩
নতুন বছরকে স্বাগত জানাতে আগে থেকেই পার্টিতে বীণা কাক এবং তাঁর মেয়ে অমৃতা কাককে পনভেলের ফার্ম হাউসে ডেকেছিলেন সলমন। কে তাঁরা?
০৭১৩
বীণা এবং অমৃতা, মা-মেয়ের দু’জনেই ‘পেজ থ্রি’-র পাতায় জায়গা করে নিয়েছেন। বলিউডের বেশ কয়েকটি ফিল্মে বীণাকে দেখা গিয়েছে। এক সময় রাজস্থানের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। তবে সলমনের পরিবারিক বন্ধু হিসেবেও বীণাকে চেনেন অনেকে। আবার রাজনীতির গণ্ডির বাইরেও অভিনেতা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
০৮১৩
অভিনয়ের ঝোঁক বরাবরই ছিল। ফলে ২০০৩ সালে রাজস্থান বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর এই কংগ্রেসি নেত্রীর বলিউডে কাজের সুযোগ হারাননি। ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ফিল্মে সলমনের মায়ের চরিত্রে বলিউডে অভিষেক ঘটেছিল বীণার। ডেভিড ধওয়নের ওই ফিল্মের পর ‘গড তুস্সি গ্রেট হো’, ‘নান্হে জয়সলমের’, ‘দুলহা মিল গয়া’, ‘সালাম-ই-ইশ্ক: আ ট্রিবিউট টু লভ’, ‘জানিসার’— অভিনয় করেছেন বীণা।
০৯১৩
বীণার মতো অভিনয় নয়, অমৃতার টান রয়েছে সঙ্গীতে। পার্শ্বগায়িকা হিসাবে বলিউডে বেশ নামডাকও হয়েছে। ‘গড তুস্সি গ্রেট হো’ বা ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’-র মতো ফিল্মে গান করেছেন তিনি। সঙ্গে ‘ওয়ান্টেড’, ‘বডিগার্ড’ বা ‘রেডি’-র মতো ফিল্মেও অমৃতার গায়কি নজর কেড়েছে।
১০১৩
সলমনের পার্টিতে দেখা গিয়েছেন সামান্থা লকউডকে। হলিউডের অভিনেতা-মডেল সামান্থার ঝুলিতে রয়েছে ‘শ্যুট দ্য হিরো’, ‘রিটার্ন অব দ্য আউটল’, ‘এক্সট্রিম ফাইটার’ নামে ফিল্মেও দেখা গিয়েছেন তাঁকে।
১১১৩
সলমনের পার্টিতে হাজির ছিলেন সলমনের এককালের প্রেমিকা সঙ্গীতা বিজলানি। নিজেদের সম্পর্ক নিয়ে দীর্ঘ দিন শিরোনামে ছিলেন সলমন-সঙ্গীতা জুটি।
১২১৩
দেখা গিয়েছে আর এক প্রাক্তন য়ুলিয়া ভান্টুরকেও। বেশ কয়েকটি সম্পর্কের পর রোমানিয়ার য়ুলিয়ার সঙ্গে সলমনের প্রেমের জল্পনা ছড়িয়েছিল বলিউডে।
১৩১৩
সলমনের পার্টির ছবিতে ছয়লাপ হয়েছে নেটমাধ্যম। কালো টি-শার্ট এবং সাদা জ্যাকেটে বীণার পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন বা একই ফ্রেমে বন্ধুদের মধ্যমণি— সব অবতারের দেখা গিয়েছে সলমনকে। সব শেষে নতুন বছরের প্রথম মুহূর্তেই ‘হ্যাপ্পি নিউ ইয়ার’ বলেও সমস্বরে চিৎকার করেছে সলমন অ্যান্ড কোম্পানি।