এক দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরমাণু বোমা আবিষ্কার এবং তার গায়ে মাখা ধূসর রং। অন্য দিকে গোলাপি রঙে লেপটে থাকা ‘বার্বি ওয়ার্ল্ড’। এক দিকে পরমাণু বোমার জনকজে রবার্ট ওপেনহাইমারের চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফির কণ্ঠে গীতার শ্লোক, ‘‘নাউ আই অ্যাম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্লডস।’’ অন্য দিকে কানে ভেসে আসছে ‘অ্যাকোয়া’ ব্যান্ডের গান,‘‘আই অ্যাম অ্যা বার্বি গার্ল, ইন দ্য বার্বি ওয়ার্লড।’’ ২১ জুলাই নিজের অজান্তেই ইতিহাস রচনা করল হলিউড। ‘ওপেনহাইমার’ এবং ‘বার্বি’ মিলেমিশে একাকার হয়ে জন্ম দিল ‘বার্বেনহাইমার’-এর।
শুক্রবার ক্রিস্টোফার এডওয়ার্ড নোলানের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘ওপেনহাইমার’। আদ্যোপান্ত গুরুগম্ভীর ঘরানার ছবি। একই সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’।ছবিটিতে পুরুষতান্ত্রিক সমাজ, নারীবাদী মনোভাবের ভাল এবং খারাপ দু’রকম দিকই ফুটে উঠেছে। তা নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই হয়েছে বেশি। এমনকি টেসলার অধিকর্তা ইলন মাস্কও মন্তব্য করার সুযোগ ছাড়েননি ‘বার্বি’ ছবিটি নিয়ে।