প্রতি বছর বড়দিনে পরিবারের সঙ্গে হইহই করে সময় কাটত। কিন্তু, এ বছর প্রিয়জনদের ছাড়াই ২৫ ডিসেম্বরের আনন্দ যাপন করতে হবে তাঁকে। তবে বড়দিনের আনন্দ এ বার তাঁর কাছে অনেকটাই ফিকে। গত ১০ মাস ধরে চলছে যুদ্ধ। যার জেরে হারিয়েছেন ভাইকে। বাধ্য হয়েই আপনজনদের ছেড়ে কয়েক হাজার মাইল টপকে ঠাঁই নিয়েছেন লন্ডনে। শুধু একটু নিরাপদে বাঁচার আশায়। একটা যুদ্ধ কী ভাবে তাঁর জীবন বদলে দিয়েছে, সেই কাহিনিই তুলে ধরেছেন ইউক্রেনের টিকটকার ভ্যালেরিয়া শশেনোক।