Rosie Moore is a scientist as well as model from Florida who can catch crocodiles with bare hands dgtl
Rosie Moore
খালি হাতে কুমির ধরেন, দিব্যি হাঁটেন র্যাম্পেও! এই মডেল পেশায় ভূবিজ্ঞানী
বিশাল অজগর থেকে হিংস্র কুমির, খালি হাতেই ধরতে পারেন রোজ়ি মুর। আবার নকশা করা পোশাক পরে সেজেগুজে র্যাম্পেও হাঁটেন। ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’, প্রবাদের জলজ্যান্ত নিদর্শন তিনি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৪:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
‘যে রাঁধে, সে চুলও বাঁধে’, জনপ্রিয় প্রবাদের জলজ্যান্ত নিদর্শন রোজ়ি মুর। তিনি একাধারে ভূবিজ্ঞানী, মডেল এবং বন্যপ্রাণ বিশ্লেষক।
ছবি: সংগৃহীত।
০২১৬
ফ্লোরিডার বাসিন্দা রোজ়ি একটি পাবলিক সেক্টরে জলসম্পদ ব্যবস্থাপক হিসাবে কাজ করেন। গবেষণার অঙ্গ হিসাবে বন্যপ্রাণ, বিশেষত সরীসৃপ এবং জলজ প্রাণীদের নিয়ে তাঁকে কাজ করতে হয়।
ছবি: সংগৃহীত।
০৩১৬
সাক্ষাৎকারে রোজ়ি জানিয়েছেন, তিনি বিশাল বিশাল অজগর থেকে শুরু করে হিংস্র কুমিরও ধরতে পারেন। কুমির ধরার জন্য কোনও বিশেষ নিরাপত্তার প্রয়োজনও হয় না। খালি হাতেই কুমির ধরেন রোজ়ি!
ছবি: সংগৃহীত।
০৪১৬
এ ছাড়া, শার্ক ডাইভিংও করে থাকেন। কাজের সূত্রে তাঁকে গভীর সমুদ্রের অন্দরমহল নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়। সমুদ্রের হাঙর ভর্তি এলাকায় তিনি ঝাঁপিয়ে পড়েন এক নিমেষে।
ছবি: সংগৃহীত।
০৫১৬
কখনও কখনও বন্য সরীসৃপের খোঁজে গভীর জঙ্গলের মধ্যে চলে যান রোজ়ি। জলকাদা মেখে ধরে ফেলেন আস্ত কুমির। খালি হাতেই অনায়াসে কুমির ধরে তার মুখ বেঁধে ফেলেন তিনি।
ছবি: সংগৃহীত।
০৬১৬
তবে জলে-জঙ্গলে ঘুরে বেড়ানো এই তরুণীর এক অন্য রূপ রয়েছে। সাপ আর কুমির ধরার পাশাপাশি রোজ়ি মডেলিংও করেন চুটিয়ে। নকশা করা পোশাক পরে, সেজেগুজে র্যাম্পে হাঁটেন।
ছবি: সংগৃহীত।
০৭১৬
রোজ়ি জানিয়েছেন, শার্ক ডাইভিং বা কুমির ধরার সময় ছবি তুলতে তুলতে মডেলিংয়ে তাঁর আগ্রহ তৈরি হয়। সেই সূত্রেই নানা চিত্রগ্রাহকের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। ধীরে ধীরে মডেলিংয়ের দুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠেন তরুণ এই বিজ্ঞানী।
ছবি: সংগৃহীত।
০৮১৬
বর্তমানে আমেরিকার একাধিক পোশাক এবং পানীয় তৈরির সংস্থার সঙ্গে মডেল হিসাবে চুক্তি রয়েছে রোজ়ির। তাঁর কাজে পেশাদারিত্বের ছাপ স্পষ্ট।
ছবি: সংগৃহীত।
০৯১৬
রোজ়ি আসলে মিসৌরির বাসিন্দা। ২০ বছর বয়সে তিনি ফ্লোরিডায় চলে আসেন। ছোটবেলা থেকেই বন্যপ্রাণের প্রতি তাঁর ঝোঁক ছিল। হাঙর দেখতে খুব ভালবাসতেন রোজ়ি।
ছবি: সংগৃহীত।
১০১৬
ফ্লোরিডায় এসে ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিদ্যা নিয়ে পড়াশোনা করেন রোজ়ি। এর পর পড়েন ভূবিজ্ঞান। এই সূত্রেই জলসম্পদ, জলজ প্রাণীদের নিয়ে নানা কাজ করতে হয়েছে রোজ়িকে। ধীরে ধীরে সরীসৃপরাই তাঁর প্রিয় হয়ে ওঠে।
ছবি: সংগৃহীত।
১১১৬
রোজ়ি বলেন, জীবনের অনিশ্চয়তা তাঁর সবচেয়ে প্রিয়। এমন জীবনই তিনি চেয়েছিলেন, যেখানে সকালবেলা উঠে সারা দিন কী হবে, তা আগে থেকে ভেবে নেওয়া যাবে না। নিজের জন্য তেমন অনিশ্চয়তায় মোড়া জীবন বেছে নিয়েছেন রোজ়ি।
ছবি: সংগৃহীত।
১২১৬
এক দিকে মডেলিং, অন্য দিকে বিজ্ঞান— দুই সম্পূর্ণ ভিন্ন ঘরানার কাজ এক সঙ্গে কী ভাবে সামলান? রোজ়ি জানিয়েছেন দু’টি কাজই তাঁর ভাল লাগে। তবে বিজ্ঞানেই তিনি বেশি স্বচ্ছন্দ।
ছবি: সংগৃহীত।
১৩১৬
তবে জঙ্গলে রোজ়ি যে ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করেন, সেই অভিজ্ঞতা থেকে সাধারণ ভাবে মেয়েরা বঞ্চিত থাকেন। তিনি নিজেই জানিয়েছেন, কর্মক্ষেত্রে পুরুষের আধিক্য তাঁর বড্ড চোখে লাগে। তিনি চান, মেয়েরাও এই পেশায় আসুক। রোমাঞ্চকর অভিজ্ঞতায় জীবন উপভোগ করুক মেয়েরাও।
ছবি: সংগৃহীত।
১৪১৬
টেলিভিশনে সাপ বা সরীসৃপ ধরার মতো দুঃসাহসিক কাজে বেশির ভাগ ক্ষেত্রেই ছেলেদের দেখা যায়। সেখানে তাঁর মতো মেয়েদের আরও বেশি করে দেখতে চান রোজ়ি।
ছবি: সংগৃহীত।
১৫১৬
সমাজমাধ্যমে বেশ সক্রিয় রোজ়ি। মডেলিংয়ের অজস্র ছবি তিনি সেখানে পোস্ট করেন। অনুরাগীর সংখ্যাও কম নয়। তবে মডেলিংয়ের ঝলমলে ছবির ছায়ায় যাতে তাঁর জঙ্গল আর জলের অভিজ্ঞতা ঢাকা পড়ে না যায়, সে দিকে নজর রাখেন রোজ়ি নিজেই।
ছবি: সংগৃহীত।
১৬১৬
সাপ, সরীসৃপদের সঙ্গে নিজের অভিজ্ঞতা সমাজমাধ্যমে পোস্ট করে নারী হিসাবে এই পেশাকে প্রচারের আলোয় আনার চেষ্টা করেন রোজ়ি।