relationship of bollywood actress Shantipriya dgtl
Shantipriya
Bollywood actress Shantipriya: ৫২ বছর বয়সে আবার প্রেমে পড়লেন ‘খিলাড়ি’র প্রথম ছবির নায়িকা, কামব্যাকও করছেন বলিউডে
অভিনয় করেছেন একাধিক তামিল ও তেলুগু ছবিতে। অক্ষয় কুমার থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী— নামকরা অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৩:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
‘শান্তিপ্রিয়া’, ‘নিশান্তি’— একই অভিনেত্রীর ইন্ডাস্ট্রি অনুযায়ী দুই ভিন্ন নাম। তবে, তাঁর আসল নাম ‘শান্তাম্মা’। তামিল ও তেলুগু ছবির সুপারস্টার ‘শান্তিপ্রিয়া’ বলিউডে প্রথম পা রাখেন ‘সৌগন্ধ’ (১৯৯১) ছবির মাধ্যমে।
০২১৫
বলিউডের ‘খিলাড়ি’ ওরফে অক্ষয় কুমারকেও এই ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায়। তবে, হিন্দি ছবি নয়, ১৯৮৭ সালে তামিল ছবি ‘এঙ্গা উরু পাতুক্রান’-এ শান্তিপ্রিয়া প্রথম বড়পর্দায় অভিনয় শুরু করেন।
০৩১৫
১৯৯১ সালে অক্ষয়ের সঙ্গে যাত্রা শুরু করলেও অভিনেতা যেমন নিজেকে বলিজগতের একটি ব্র্যান্ডে পরিণত করেছেন, সেখানে শান্তিপ্রিয়া রোশনাই থেকে অনেকটাই দূরে।
০৪১৫
‘সৌগন্ধ’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ঠিক পরের বছরেই ফিল্মজগতের আরও এক সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘মেরা সজনা সাথ নিভানা’ ছবিতে অভিনয় করেন শান্তিপ্রিয়া। এর পরেও ‘ফুল অউর অঙ্গার’, ‘মেহেরবান’ ছবিতে দু’জনকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে।
০৫১৫
১৯৯৪ সাল পর্যন্ত একের পর এক ছবি উপহার দিয়ে গিয়েছেন দর্শকদের। ‘ইক্কে পে ইক্কা’ বড়পর্দায় শান্তিপ্রিয়ার শেষ ছবি। তিনি যখন তাঁর কেরিয়ারে সাফল্যের মধ্যগগনে, তখন তাঁর জীবন নতুন মোড় নেয়।
০৬১৫
মরাঠি অভিনেতা সিদ্ধার্থ রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্তিপ্রিয়া। মরাঠি ছবিতেও কাজ করেছেন তিনি।
০৭১৫
‘ছুপানা ভি নেহি আতা, জতানা ভি নেহি আতা’ গানটির কথা মনে পড়ে? ‘বাজিগর’ ছবিতে অভিনেত্রী কাজলের অনুরাগী হিসাবে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে।
০৮১৫
বিয়ের পর নিজের সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন শান্তিপ্রিয়া। ধীরে ধীরে বড়পর্দা থেকে নিজেকে সরিয়ে এনে ছোটপর্দায় অভিনয় করা শুরু করেন তিনি।
০৯১৫
কিন্তু তাঁর জীবনে হঠাৎ ছন্দপতন ঘটে। বিয়ের ১২ বছর পর ২০০৪ সালে সিদ্ধার্থ হৃদ্রোগে মারা যান। সংসারের যাবতীয় দায় তাঁর উপর এসে পড়ায় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় আগের চেয়ে আরও বাড়িয়ে দেন তিনি।
১০১৫
‘মাতা কি চৌকি’, ‘বিশ্বামিত্র’, ‘দ্বারকাধীশ’-এর মতো পৌরাণিক ঘরানার ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন শান্তিপ্রিয়া। তবে, ইন্ডাস্ট্রিতে নতুন নায়িকাদের আবির্ভাবের ফলে প্রতিযোগিতা বাড়তে থাকে। কাজের সুযোগও কমতে থাকে অভিনেত্রীর।
১১১৫
এক সময় কেরিয়ারের তুঙ্গে থাকা এই অভিনেত্রী যখন বলিপাড়া থেকে প্রায় হারিয়ে যাচ্ছেন, ঠিক তখনই আরও এক বার চর্চায় এলেন শান্তিপ্রিয়া। ৫২ বছর বয়সে তিনি আবার সম্পর্কে জড়িয়েছেন, এই খবর প্রচার হতেই বলিপাড়ায় তাঁকে নিয়ে গুঞ্জন শুরু হয়।
১২১৫
কোরিওগ্রাফার সন্দীপ সোপারকরের সঙ্গে ডেট করছেন তিনি। সংবাদ সংস্থা সূত্রের তথ্য অনুযায়ী, একটি অনুষ্ঠানে আলাপ হয় দু’জনের। তার পর থেকেই শান্তিপ্রিয়া ও সন্দীপের সম্পর্ক গভীর হতে থাকে।
১৩১৫
এমনকি, এই জুটি তাঁদের সম্পর্ক নিয়ে বাইরেও সরব হচ্ছেন। জানা যায়, সন্দীপও এর আগে বিয়ে করেছিলেন। এমনকি, সন্তান দত্তকও নিয়েছিলেন তিনি।
১৪১৫
এখন কি তবে চার হাত এক হওয়ার অপেক্ষায় রয়েছেন দু’জন? যদিও সেই বিষয়ে কিছু জানাননি শান্তিপ্রিয়া। তবে, দর্শকদের সঙ্গে আরও একটি সুখবর ভাগ করে নিয়েছেন তিনি।
১৫১৫
সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী জানিয়েছেন, আবার বড়পর্দায় ফিরে আসছেন তিনি। সরোজিনী নাইডুর বায়োপিক ‘সরোজিনী’ ছবিতে নামভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বিনয় চন্দ্র এই ছবির পরিচালক। প্রায় তিন দশক পর আবার কাজ করবেন বলে উৎসাহী অভিনেত্রী।