বলিউডের নৃত্য প্রশিক্ষকদের মধ্যে দীর্ঘ কাল সাফল্যের চূড়ায় ছিলেন সরোজ খান। চল্লিশ বছরের কর্মজীবনে তিনি শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, ঐশ্বর্যা রাই বচ্চন-সহ বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ‘হাওয়া হাওয়াই’ থেকে শুরু করে ‘দেবদাস’ ছবির ‘ডোলা রে ডোলা’— সরোজ খানের নির্দেশনায় দৃষ্টান্ত হয়ে রয়েছে।