rammandir in ayodhya is being decked up for the last minute preparations as 14 golden doors are to be fitted around temple dgtl
Ayodhya Ram Mandir Inauguration
সোনার দরজা, শয়ে শয়ে সোনার আসবাব! সোনার চমক নিয়ে তৈরি হচ্ছে রামমন্দির
সে দরজা যে সে দরজা নয়! সোনায় মোড়া সে প্রবেশদ্বারের দৈর্ঘ্য ১২ ফুট, প্রস্থ ৮ ফুট! তাক লাগানো এই রকম অনেক কিছু নিয়ে সেজে উঠছে রামলালার মন্দির।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ ১২:১৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
এই মাসেই সর্বসাধারণের জন্য খুলে যেতে চলেছে অযোধ্যার রামমন্দিরের দরজা। সে দরজা যে সে দরজা নয়! সোনায় মোড়া সে প্রবেশদ্বারের দৈর্ঘ্য ১২ ফুট, প্রস্থ ৮ ফুট! তাক লাগানো এই রকম অনেক কিছু নিয়ে সেজে উঠছে রামলালার মন্দির।
০২১২
২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। এক দিকে এলাহি ভোগের আয়োজন, অন্য দিকে চোখ ধাঁধানো সাজের বাহার। বছরের শুরুতেই প্রচুর চমক অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য।
০৩১২
উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মন্দিরে বসানো হল সোনার দরজা। আগামী তিন দিনের মধ্যে মন্দিরের অন্দরমহলে আরও ১৩টি সোনার দরজা বসানো হবে বলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর।
০৪১২
অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ সূত্রে খবর, যে সোনার দরজাটি বসানো হয়েছে তার কারুকাজ নজরে পড়ার মতো।
০৫১২
দরজার মধ্যভাগের দু’দিকে দু’টি হাতি এমন ভঙ্গিমায় রয়েছে যা দেখলে মনে হয় হাতি দু’টি দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। দরজার উপরের দিকে দুই মানবমূর্তি হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে।
০৬১২
দরজার নীচের দিকে বর্গাকৃতি এলাকায় রয়েছে নানা ধরনের কারুকার্য। ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া এই দরজাটি মন্দিরের গর্ভগৃহের উপর তলায় বসানো হয়েছে।
০৭১২
রামমন্দিরে মোট ৪৪টি দরজা এবং ৩৯২টি স্তম্ভ রয়েছে। মন্দির জুড়ে পাঁচটি মণ্ডপ রয়েছে— নৃত্য, রং, সভা, প্রার্থনা এবং কীর্তন।
০৮১২
মন্দিরের প্রবেশদ্বারের সামনে রয়েছে হনুমান, হাতি এবং গরুড়ের মূর্তি। মন্দিরের স্তম্ভগুলি জুড়ে আঁকা রয়েছে নানা দেবদেবীর মূর্তি।
০৯১২
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২২ জানুয়ারি রাজ্য জুড়ে স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করেছেন।
১০১২
উত্তরপ্রদেশের সমস্ত কারাগারে ‘লাইভ স্ট্রিম’-এর মাধ্যমে রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১১২
শুধুমাত্র উত্তরপ্রদেশের কারাগারগুলিতেই নয়, দেশ জুড়ে সমস্ত বুথ এলাকায় ‘লাইভ’ দেখানো হবে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান।
১২১২
বলি তারকা থেকে শুরু করে ক্রিকেটার— দেশ-বিদেশের মোট সাত হাজার খ্যাতনামী ব্যক্তিত্বকে মন্দিরের তরফে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।