
ষাটের দশকে বলিপাড়ায় পা রেখেছিলেন রাজেশ খন্না। প্রিয়জনের কাছে ‘কাকা’ হিসাবে অধিক পরিচিত রাজেশ কম সময়ের মধ্যেই হিন্দি চলচ্চিত্রজগতে জায়গা করে নিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর পারিশ্রমিকও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু অভিনয়ের প্রতি তাঁর এতই নিষ্ঠা ছিল যে, জনপ্রিয়তার শিখরে পৌঁছেও নিজের পারিশ্রমিক ৮৫ শতাংশ কমাতে রাজি হয়েছিলেন রাজেশ।