Quitting job in software company Karnataka Man opens first donkey farm in the state dgtl
Donkey Milk
Donkey Farm: সফটওয়্যার কোম্পানির চাকরি ছেড়ে গাধার ব্যবসা! খামার খুলে বিপুল আয় করছেন ইনি
দেশের দ্বিতীয় গাধার খামার খুলে শ্রীনিবাস বলছেন, ইতিমধ্যে ১৭ লক্ষ টাকার বরাত পেয়েছেন। কারও টিপ্পনী গায়ে মাখছেন না তিনি।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৫:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
কর্নাটকে প্রথম গাধার খামার খুলে ইতিহাস গড়লেন প্রৌঢ়।
প্রতীকী চিত্র।
০২১৮
এর আগে কেরলের এর্নাকুলাম জেলায় একটি গাধার খামার খুলেছিলেন এক ব্যক্তি। সেই হিসেবে দেখলে দেশের দ্বিতীয় গাধার খামার খুললেন কর্নাটকের শ্রীনিবাস গৌড়া।
ছবি: সংগৃহীত।
০৩১৮
৪২ বছর বয়সি শ্রীনিবাস কাজ করতেন একটি সফটওয়্যার কোম্পানিতে। কিন্তু হঠাৎই সেই কাজ ছেড়ে দেন।
ছবি: সংগৃহীত।
০৪১৮
আর চাকরি করতে মন চায়নি শ্রীনিবাসের। ভেবেছিলেন, নিজে কিছু করবেন। কিন্তু কী করা যায়, যা অন্যদের থেকে আলাদা?
প্রতীকী চিত্র।
০৫১৮
এই ভাবনা থেকে পশুপালন বিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন শ্রীনিবাস। রীতিমতো ডিগ্রিও বাগিয়েছেন।
প্রতীকী চিত্র।
০৬১৮
অনেক ভেবে শ্রীনিবাস ঠিক করলেন, গাধার খামার খুলবেন।
প্রতীকী চিত্র।
০৭১৮
কর্নাটকের দক্ষিণ কন্নড় গ্রামে এক চিলতে জমিতে গাধার খামার খুলেছেন শ্রীনিবাস। কিন্তু এত পশু থাকতে গাধা কেন?
প্রতীকী চিত্র।
০৮১৮
গত ৮ জুন গাধার খামারের ‘উদ্বোধন’ করেছেন শ্রীনিবাস। তাঁর কথায়, ‘‘গাধাদের দুর্দশা দেখেই ঠিক করি ওদের নিয়ে খামার করব।’’
প্রতীকী চিত্র।
০৯১৮
গাধা এখন তেমন কোনও কাজেই আসে না। শ্রীনিবাস বলেন, ‘‘আগে ধোবারা গাধার ব্যবহার করতেন। কিন্তু এখন তো আধুনিক লন্ড্রির সময়। ওদের আর কেউ কাজে লাগায় না। অনেক জায়গায় গাধার সংখ্যাও কমে গিয়েছে।’’
প্রতীকী চিত্র।
১০১৮
কিন্তু সব ছেড়ে কি না গাধার ব্যবসা? চাকরি ছেড়ে নতুন ব্যবসায় নামা শ্রীনিবাসকে এই প্রশ্ন তুলে টিপ্পনী করতে শুরু করেছিলেন বন্ধু-বান্ধব এবং পরিচিতরা।
প্রতীকী চিত্র।
১১১৮
কারও কথা গায়ে মাখেননি শ্রীনিবাস। খুলেই ফেলেছেন খামার।
প্রতীকী চিত্র।
১২১৮
গাধার দুধের পুষ্টিগুণ না কি প্রচুর। শোনা যায়, ক্লিওপেট্রা গাধার দুধ খেতেন। চিকিৎসা শাস্ত্রেও গাধার দুধ ব্যবহার করা হয়।
প্রতীকী চিত্র।
১৩১৮
শ্রীনিবাসও বলছেন গাধার খামার খোলার লক্ষ্যই হল জমিয়ে দুধের ব্যবসা করা।
প্রতীকী চিত্র।
১৪১৮
শ্রীনিবাসের পরিকল্পনা, প্যাকেটে করে বাড়ি বাড়ি গাধার দুধ বিক্রি করবেন। কত দাম হবে গাধার দুধের? শ্রীনিবাস জানাচ্ছেন, ৩০ মিলিলিটার দুধের প্যাকেটের দাম রাখছেন ১৫০ টাকা।