দিনটি ছিল ১৯৪৫ সালের ৩০ এপ্রিল। তত দিনে হিটলারের সোভিয়েত ইউনিয়ন অধিকারের স্বপ্ন মাথায় উঠেছে। পাল্টা রুশ সেনারাই ঘিরে ফেলেছে হিটলারের গোপন ডেরা। শত্রুর হাতে তাঁর ধরা পড়া প্রায় নিশ্চিত। সেই অপমানের হাত থেকে রেহাই পেতে আত্মঘাতী হয়েছিলেন হিটলার। ২০২২ সালের এ-ও এক এপ্রিল মাস। রাশিয়ার ইউক্রেন হামলার দ্বিতীয় মাস। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, পুতিনকেও না অচিরেই নিজের ছোড়া তীর নিজেকেই বুক পেতে নিতে হয়।