১৯৪৩ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহ। জার্মানির নাৎসিবাহিনীকে নাস্তানাবুদ করতে উপায় খুঁজছে আমেরিকা। কিন্তু চোখ বন্ধ করে লক্ষ্যবস্তুতে বোমা ফেলবে সেই উপায় তখনও আবিষ্কার হয়নি। সেই সময় বিমান থেকে বোমা নিক্ষেপ করলে একদম নির্দিষ্ট জায়গায় পড়ত খুব সময়েই। পুরোটাই নির্ভর করত বিমানচালকের আন্দাজের উপরে। কিন্তু এই অবস্থা কাটিয়ে আরও আধুনিক পদ্ধতিতে বোমা বিস্ফোরণ করাতে জব্বর উপায় বার করেন আমেরিকার প্রখ্যাত মনোবিজ্ঞানী এবং উদ্ভাবক বি এফ স্কিনার।