এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের হাত ধরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে জয়জয়কার ভারতীয় সিনেমার। এটিই প্রথম ভারতীয় গান, যা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীতের পুরস্কার পেল। ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা গান এবং সেরা বিদেশি ভাষার ছবির জন্য মনোনীত হয়েছিল রাজামৌলির এই সিনেমা। সেরা বিদেশি ভাষার ছবির বিভাগে কোনও পুরস্কার না পেলেও সেরা সঙ্গীতের খেতাব এল ‘আরআরআর’-এর ঝুলিতে। খ্যাতনামীদের সামনে গটগট করে মঞ্চে উঠে পুরস্কার নিলেন সিনেমার সঙ্গীত পরিচালক এমএম কিরাবাণী।
৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সঙ্গীত বিভাগে ‘নাটু নাটু’ গানের পাশাপাশি মনোনয়ন পেয়েছিল টেলর সুইফ্টের কণ্ঠে ‘ক্যারোলিনা’, লেডি গাগার কণ্ঠে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গানগুলি। প্রতিযোগিতায় ছিল গিয়েরমো দেল তোরো পরিচালিত ‘পিনোচিও’ ছবির ‘চায়ো পাপা’ গানটিও। কিন্তু সেরা হওয়ার দৌড়ে সকলকে পিছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছে ‘নাটু নাটু’।