Priyanka Chahar Choudhary, the 'Udaariyaan' actress who could be star of Bigg Boss 16 dgtl
Priyanka Chahar Choudhary
‘বিগ বস’-এর ঘরে থাকবেন ছোট পর্দার এই নায়িকা, ঘোষণা হতেই কেন শুরু হইচই
ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সমাজমাধ্যমের দেওয়ালে দেওয়ালে ছেয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা চাহার চৌধরি। প্রায় সকলেই জানতে চান— ছোট পর্দা কাঁপানোর পর এ বার কি ‘বিগ বস্’-এর ঘরও মাতিয়ে রাখবেন তিনি?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ১২:১৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
তিনি ‘বিগ বস্’-এর ঘরে আসছেন। খবরটা চাউর হতেই সমাজমাধ্যমে হইচই শুরু হয়েছে। ইনস্টাগ্রাম, ফেসবুকের দেওয়ালে দেওয়ালে ছেয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা চাহার চৌধরি। ইংরেজিতে যাকে বলে ‘ট্রেন্ডিং’। প্রায় সকলেই জানতে চান, ছোট পর্দা কাঁপানোর পর এ বার কি ‘বিগ বস’-এর ঘরও মাতিয়ে রাখবেন তিনি?
০২১৪
ক্যামেরার সামনে থাকা কাল্পনিক চরিত্রে তো প্রিয়ঙ্কাকে অনেকেই দেখেছেন। রক্তমাংসের প্রিয়ঙ্কা আসলে কেমন? তা নিয়ে তাঁর অনুরাগীদের কৌতূহল কম নয়!
০৩১৪
ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কার অনুরাগীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষ। ইউটিউবেও সে সংখ্যাটা নেহাত কম নয়।
০৪১৪
‘বিগ বস’–এর ১৬তম মরসুমে থাকবেন টেলি-দুনিয়ার এই তারকা। ১ অক্টোবর, শনিবার থেকে দেখা যাবে এই রিয়্যালিটি শোয়ের প্রথম পর্ব। তবে তার অনেক আগে থেকেই প্রিয়ঙ্কাকে নিয়ে বেশ মাতামাতি হচ্ছে।
০৫১৪
কী ভাবে জনপ্রিয়তার সিঁড়িতে চড়লেন প্রিয়ঙ্কা? তা জানতে হলে খানিকটা পিছিয়ে যেতে হয়। মুম্বই ছেড়ে যেতে হবে রাজস্থানে।
০৬১৪
২৬ বছরের এই নায়িকা আদতে রাজস্থানের জয়পুরের বাসিন্দা। তবে ছোট পর্দায় কাজ শুরু করার আগে থেকেই মিউজিক ভিডিয়োয় মুখ দেখিয়েছেন তিনি। সেই সঙ্গে মডেলিংয়েও মন দিয়েছিলেন।
০৭১৪
স্কুলের পড়াশোনার ফাঁকে মিউজিক ভিডিয়োয় কাজ করতে শুরু করেন প্রিয়ঙ্কা। ১৬ বছর বয়সে তাঁকে প্রথম বার মিউজিক ভিডিয়োয় দেখা গিয়েছিল। সেটা ছিল ২০১৬ সাল।
০৮১৪
খুচখাচ কাজ করতে করতেই প্রথম ধারাবাহিক জুটে যায় তাঁর। ২০১৮ সালে টিভির পর্দায় এসেছিল প্রিয়ঙ্কার ‘গঠবন্ধন’। আবরার কাজী, সোনালি নায়েক, কিংশুক মহাজন, প্রগতি চৌরাসিয়াদের সঙ্গে চুটিয়ে কাজ করেছিলেন তিনি। বেশ সুনামও কিনেছিল সেই ধারাবাহিক। বছরখানেক ধরে ওই ধারাবাহিকে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন প্রিয়ঙ্কা।
০৯১৪
তবে টেলিভিশনের পর্দায় তেজো সান্ধুর চরিত্রকে জীবন্ত করার পর নজর কেড়ে নেন প্রিয়ঙ্কা। লোকজন বলাবলি করতে শুরু করে, মিষ্টি চেহারার সঙ্গে অভিনয়টাও ভালই পারেন তিনি।
১০১৪
তেজোকে দেখা গিয়েছিল ‘উড়ারিয়াঁ’-তে। সম্প্রতি সে ধারাবাহিকের কাজ শেষ হয়েছে। আর এর মধ্যেই ‘বিগ বস’-এর ঘরে থাকার জন্য ডাক এসে গিয়েছে প্রিয়ঙ্কার।
১১১৪
হবে না-ই বা কেন? শুধু কি ‘গঠবন্ধন’ বা ‘উড়ারিয়াঁ’! ‘ইয়ে হ্যায় চাহতে’ অথবা ‘পরিনীতি’-র মতো ধারাবাহিকেও তো নজরকাড়া কাজ করেছেন প্রিয়ঙ্কা। তিনি যে কেবলমাত্র গ্ল্যামারসর্বস্ব নন, অভিনয়ও করতে পারেন, তা বুঝিয়ে দিয়েছেন।
১২১৪
প্রিয়ঙ্কা যে বিনোদন জগতে দিকে পা বাড়াবেন, তা যেন তিনি আগে থেকেই জানতেন। ১৬ বছর বয়স থেকেই সমাজমাধ্যমে নিজের নাচ-গানের ভিডিয়ো শেয়ার করতেন। সেগুলিও কম হিট নয়!
১৩১৪
কেরিয়ারের গোড়ায় মিউজিক ভিডিয়ো ছাড়া মডেলিংও করেছেন প্রিয়ঙ্কা। তিনি যে নিজেকে সাজাতে ভালবাসেন, তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়।
১৪১৪
লাখ টাকার প্রশ্ন হল, তেজো কি এ বার ‘বিগ বস’-এর ঘরেও ঝড় তুলবেন? এই নতুন সফরের জন্য অপেক্ষায় রয়েছেন প্রিয়ঙ্কার অনুরাগীরা।