রামমন্দিরের গর্ভগৃহে শিশু রাম বা রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার দিনেই সন্তানের জন্ম দিতে চান অন্তঃসত্ত্বা মায়েরা। আর হবু মায়েদের এই আর্জি সামলাতে হিমশিম খেতে হচ্ছে উত্তরপ্রদেশের একাধিক সরকারি হাসপাতালকে!
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ১৬:৫৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
আগে বা পরে নয় ২২ জানুয়ারি নিজের সন্তান ভূমিষ্ঠ হোক, দাবি হবু মায়েদের। আর সেই অনুরোধ সামলাতে গিয়েই সমস্যায় পড়ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমনই অবস্থা এখন উত্তরপ্রদেশে।
০২১০
রামমন্দিরের গর্ভগৃহে শিশু রাম বা রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার দিনেই সন্তানের জন্ম দিতে চান অন্তঃসত্ত্বা মায়েরা। আর হবু মায়েদের এই আর্জি সামলাতে হিমশিম খেতে হচ্ছে উত্তরপ্রদেশের একাধিক সরকারি হাসপাতালকে!
০৩১০
রাজ্যের গণেশশঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের শিশু এবং প্রসূতিবিভাগের ভারপ্রাপ্ত প্রধান সীমা দ্বিবেদী সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, কেবল ২২ জানুয়ারি, প্রাণপ্রতিষ্ঠার দিনেই তাঁদের হাসপাতালে ৩৫ জন অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দেবেন।
০৪১০
তিনি আরও জানিয়েছেন, অনেক অন্তঃসত্ত্বারই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল ২২ জানুয়ারির আগে এবং পরে।
০৫১০
কিন্তু তাঁরাও অনুরোধ করছেন যে, ‘পবিত্র দিন’ ২২ জানুয়ারিই তাঁদের অস্ত্রোপচার করা হোক। এ ক্ষেত্রে হবু মায়েরা চান, ‘পবিত্র দিনে’ তাঁদের কোল আলো করে আসুন ‘রামলালা’।
০৬১০
উত্তরপ্রদেশের কল্যাণপুরের বাসিন্দা মালতী দেবীও চান পূর্বনির্ধারিত ১৭ জানুয়ারির বদলে ২২ জানুয়ারি তাঁর সন্তান পৃথিবীর আলো দেখুক।
০৭১০
তার কারণ ব্যাখ্যা করে মালতী দেবী পিটিআই-কে বলেন, “আমার আশা এই যে, ওই দিন জন্মগ্রহণ করলে আমার সন্তান রামলালার আশীর্বাদে জীবনে অনেক সাফল্য পাবে।”
০৮১০
চিকিৎসকদের একাংশ অবশ্য জানাচ্ছেন, এই ধরনের আবদার খুব নতুন নয়। অনেকেই জ্যোতিষীর পরামর্শ মেনে দিনক্ষণ বাছাই করেই সন্তানের জন্ম দিতে চান।
০৯১০
কিন্তু ওই চিকিৎসকদের মতে, যে ভাবে নির্দিষ্ট একটি তারিখে এত বিপুল সংখ্যক অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দিতে চাইছেন, তা কার্যত নজিরবিহীন।
১০১০
তবে এই ধরনের অনুরোধে পুণ্যার্জনের নেশা থাকলেও প্রসূতি এবং সদ্যোজাতের শারীরিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে পরিবারের সদস্যরা ততটা ভাবেন না বলে অভিযোগ চিকিৎসকদের।