
রুক্ষ, ঊষর ভূপ্রকৃতির মধ্যে রয়েছে মনকাড়া সৌন্দর্য। লাদাখের অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের টানে ছুটে আসেন দেশ-বিদেশের পর্যটকেরা। লেহ্ থেকে শ্রীনগরের রাস্তায় আসতে হলে পথে পড়বে ‘আর্যদের গ্রাম’। কার্গিল থেকে ১৩০ কিমি উত্তর-পূর্বে নিয়ন্ত্রণরেখার কাছেই রয়েছে দাহ, বিমা, হানু, ভীমা, দারচিক আর গারকোন গ্রাম। কথিত আছে এই ক’টি ছোট জনপদে বসবাস ‘খাঁটি আর্য’দের।