Prabhas refused to do film with Shah Rukh Khan, what was the reason dgtl
Bollywood Gossip
ছবির ‘মধ্যমণি’ হওয়া নিয়ে বিবাদ, শাহরুখের সঙ্গে হাজার কোটির ছবিতে কাজই করেননি প্রভাস
শুধু শাহরুখ খানের সঙ্গেই নয়, প্রভাস ফিরিয়ে দিয়েছিলেন সঞ্জয় লীলা ভন্সালীর মতো ছবিনির্মাতার ছবিতে অভিনয়ের প্রস্তাবও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ ১৬:২১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
দক্ষিণী ফিল্মজগতের প্রথম সারির নায়ক। কিন্তু বলিপাড়ায় তেমন পসার জমাতে পারেননি প্রভাস। এমনকি, শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েও নাকি তা ফিরিয়ে দিয়েছিলেন অভিনেতা।
০২১৩
২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। কানাঘুষো শোনা যায়, শাহরুখ এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শুনে নাকি ছবিতে কাজ করতে চাননি প্রভাস।
০৩১৩
বলিপাড়া সূত্রে খবর, ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য প্রভাসকে প্রস্তাব দিয়েছিলেন সিদ্ধার্থ। প্রভাস ভেবেছিলেন, তিনি মুখ্যচরিত্রে অভিনয় করবেন। কিন্তু তিনি জানতে পারেন যে, সেই চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। তখনই পরিচালকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
০৪১৩
প্রভাস নাকি জানিয়েছিলেন, তিনি এমন ছবিতে অভিনয় করবেন যেখানে তাঁর চরিত্রই হবে চিত্রনাট্যের মধ্যমণি। কিন্তু ‘পাঠান’ ছবিতে প্রভাসের সেই ইচ্ছা পূরণ হয়নি।
০৫১৩
কানাঘুষো শোনা যায়, ‘পাঠান’ ছবিতে নাকি গুরুত্বপূর্ণ হলেও পার্শ্বচরিত্রে প্রভাসকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন সিদ্ধার্থ। কিন্তু প্রভাস অভিনয় করতে চেয়েছিলেন মুখ্যচরিত্রে। তাই সিদ্ধার্থের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস।
০৬১৩
২০২৩ সালের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’। ছবি মুক্তির পর এই ছবি হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে। প্রভাসের কেরিয়ারের ঝুলি থেকে বাদ পড়ে যায় একটি সফল ছবি।
০৭১৩
শুধু শাহরুখের সঙ্গেই নন। প্রভাস ফিরিয়ে দিয়েছিলেন সঞ্জয় লীলা ভন্সালীর মতো ছবিনির্মাতার ছবিতে অভিনয়ের সুযোগও।
০৮১৩
২০১৮ সালে ভন্সালীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পদ্মাবত’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় দীপিকা পাড়ুকোন, শাহিদ কপূর এবং রণবীর সিংহকে।
০৯১৩
বলিপাড়া সূত্রে খবর, ‘পদ্মাবত’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রভাসকে দিয়েছিলেন ভন্সালী। রতন সিংহের চরিত্রের জন্য পছন্দ করা হয়েছিল প্রভাসকে। কিন্তু সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন দক্ষিণী অভিনেতা।
১০১৩
কানাঘুষো শোনা যায়, ভন্সালী যখন ‘পদ্মাবত’ ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে প্রভাসের কাছে গিয়েছিলেন তখন ‘বাহুবলী ২’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন প্রভাস। তবে সে কারণে ভন্সালীর প্রস্তাব খারিজ করেননি তিনি।
১১১৩
বলিউ়ডের গুঞ্জন, ‘পদ্মাবত’ ছবির চিত্রনাট্যের খসড়া পড়েছিলেন প্রভাস। প্রভাসের দাবি, ‘বাহুবলী ২’ ছবিতে তাঁর চরিত্রের যা গুরুত্ব রয়েছে তা রতন সিংহের চরিত্রের মধ্যে খুঁজে পাচ্ছিলেন না প্রভাস।
১২১৩
‘পদ্মাবত’ ছবিতে রতন সিংহের চরিত্রে অভিনয় করলে নাকি দর্শকের মনে তেমন প্রভাব পড়বে না বলে মনে হয়েছিল অভিনেতার। সে কারণেই আর ভন্সালীর ছবিতে অভিনয় করতে চাননি প্রভাস।
১৩১৩
রতন সিংহের চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রভাস খারিজ করে দিলে অভিনেতার ফিরিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করেন শাহিদ কপূর। ‘পদ্মাবত’ মুক্তির পর সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসাও পান শাহিদ।