police detained a man after he throws eggs at King Charles in UK's Yorkshire dgtl
King Charles
উড়ে এল পচা ডিম! তবুও নির্বিকার ব্রিটেনের রাজা চার্লস, ভাবখানা এমন যেন কিছুই হয়নি
ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস রানি (কুইন কনসর্ট)-কে নিয়ে সফরে বেরিয়েছেন। ইয়র্কশায়ারে তাঁদের দেখতে রাস্তার দু’পাশে ভিড় করেছেন মানুষ। ঘটনাটা সেখানকারই।
সংবাদ সংস্থা
লন্ডনশেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ২১:৫৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
দেশের রাজাকে ডিম ছুড়ে মারলেন এক ‘প্রজা’। অথচ রাজা শাস্তি দেওয়া তো দূর অস্ত্, বিষয়টিতে পাত্তাই দিলেন না।
০২১৫
বুধবার ব্রিটেনের নতুন রাজা চার্লস বেড়াতে বেরিয়েছিলেন স্ত্রী ক্যামিলাকে নিয়ে। তবে লন্ডনে নয়। ইয়র্কশায়ারের ইয়র্ক শহরে। রাজা হওয়ার পর এই প্রথম স্ত্রীকে নিয়ে ব্রিটেন সফরে বেরিয়েছেন তিনি। আপাতত ইয়র্কেই রয়েছেন সস্ত্রীক চার্লস।
০৩১৫
বুধবার সেই সফরের অঙ্গ হিসাবেই ইয়র্কের জনগণের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন রাজদম্পতি। শহরের মাঝখানে একটি ছড়ানো উঠোনের মতো এলাকা। সামনে বিরাট তোরণ। পাশে সবুজ ঘাসে ঢাকা জমি। রাজার সঙ্গে ‘প্রজা’দের সাক্ষাতের জন্য এই চত্বরটিকেই বেছে নিয়েছিল স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটে সেখানেই।
০৪১৫
তোরণ পেরিয়ে গাড়ি থেকে নেমে অপেক্ষারত জনগণের দিকে এগিয়ে আসছিলেন রাজা চার্লস এবং তাঁর রানি (কুইন কনসর্ট) ক্যামিলা। দু’পাশে দাঁড়ানো জনতার সঙ্গে এগিয়ে গিয়ে হাত মেলাচ্ছিলেন, কথা বলছিলেন দম্পতি। সেই সময়েই একটি ডিম আছড়ে পড়ে রাজার থেকে হাতখানেক দূরে।
০৫১৫
চার্লস অন্য দিকে তাকিয়েছিলেন, প্রথমটায় তাই বুঝতে পারেননি। কিন্তু এর পর একের পর এক ডিম উড়ে আসতে থাকে রাজাকে লক্ষ্য করে।
০৬১৫
রাস্তার ধারে নিজের দোকানে দাঁড়িয়ে গোটা ঘটনাটি দেখছিলেন এক মহিলা। কে ডিম ছুড়ছে তা-ও দেখতে পাচ্ছিলেন তিনি। কিন্তু আক্রমণকারীকে থামানো তো দূর, ভিড় এড়িয়ে তাঁর কাছে পৌঁছতেই পারছিলেন না।
০৭১৫
পুলিশকে ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীকে মোট পাঁচটি ডিম ছুড়তে দেখেছিলেন তিনি। তাঁর দাবি, রাজা-রানি কাছাকাছি আসতেই মুখে অদ্ভুত শব্দ করতে শুরু করেন ওই হামলাকারী। তার পরই একের পর এক ডিম ছুড়তে থাকেন। যদিও তাতে রাজার হাবভাবে কোনও পরিবর্তন হয়নি। লক্ষ্যভ্রষ্ট ডিমগুলি রাজার ধারে পাশেও এসে পৌঁছয়নি।
০৮১৫
ভিডিয়োতে দেখা গিয়েছে, ঘটনাটি যখন ঘটছে তখন ইয়র্কের নাগরিকদের সঙ্গ হাত মেলাচ্ছিলেন রাজা চার্লস। পর পর হামলার পরেও তাঁর আচরণ বদলায়নি এক বিন্দু। নির্বিকার ভাবে একের পর এক দর্শনপ্রার্থীদের দিকে হাসিমুখে এগিয়েছেন তিনি।
০৯১৫
পরে অবশ্য রাস্তায় এসে পড়া ফাটা ডিম মাথা নিচু করে দেখতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু তার বেশি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১০১৫
পুলিশ এই ঘটনায় ওই হামলাকারী যুবককে গ্রেফতার করেছে।
১১১৫
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোটা ঘটনাটাই ঘটেছে কয়েক মিনিটের মধ্যে। নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই যুবককে চিহ্নিত করে তাঁকে ভিড় থেকে আলাদা করে এক পাশে নিয়ে আসে।
১২১৫
সেই সময় ওই যুবক চিৎকার করে বলছিলেন, ‘‘এই দেশ দাসেদের রক্ত দিয়ে তৈরি হয়েছে।’’ একই সঙ্গে ‘‘ব্রিটেনের রাজার লজ্জা হওয়া উচিত,’’— বলেও চিৎকার করতে শোনা যায় হামলাকারীকে। সেই চিৎকারের পাল্টা ‘গড সেভ দ্য কিং’ বলে চিৎকার করতে শুরু করেন বাকিরা।
১৩১৫
পুলিশ অবশ্য তত ক্ষণে ডিম হামলাকারীকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতে হাতকড়া পরিয়ে ফেলেছে।
১৪১৫
তাঁকে এক রকম চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। পুলিশের ভ্যানের পিছনে বসিয়ে নিয়ে চলে যায় এলাকা থেকে।
১৫১৫
রাজদম্পতি অবশ্য তার পরও কিছু ক্ষণ থাকেন ওই এলাকায়। পরে মেয়রের সঙ্গে সাক্ষাৎ সেরে রওনা হন পরের গন্তব্য দক্ষিণ ইয়র্কশায়ারের উদ্দেশে। সূত্রের খবর, ইয়র্কে ডিম হামলার পর সেখানে ডিম আর স্যান্ডউইচ দিয়েই প্রাতরাশ সারেন রাজ দম্পতি।