Police caught two rogues stealing mobile phones in Mumbai, reveal surprising truth dgtl
Mobile Theft
প্রশিক্ষণ শেষে মোবাইল চুরিতে হাত পাকালে ২৫ হাজারি চাকরি! দুই ছিনতাইবাজকে ধরে চমকে গেল পুলিশ
ভাল কাজ করতে পারলে মেলে ‘চাকরি’ও, বেতন মাসে ২৫ হাজার টাকা। দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে এমনই বিস্ময়কর তথ্য পেল সে রাজ্যের পুলিশ।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
কাজ মোবাইল চুরি। কিন্তু দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে হতবাক পুলিশ। এ তো রীতিমতো ‘চাকরি’। বেতনও রীতিমত ভাল।
০২১২
৪৫ দিনের প্রশিক্ষণে হাতেখড়ি হয় এই চুরিবিদ্যায়। ভাল কাজ করতে পারলে মেলে ‘চাকরি’ও, বেতন মাসে ২৫ হাজার টাকা। দুই ছিনতাইবাজকে গ্রেফতার করে এমনই বিস্ময়কর তথ্য পেল গুজরাত পুলিশ।
০৩১২
গুজরাত পুলিশের তরফে জানানো হয়েছে, মোবাইল চুরির ওই চক্র কাজ করত বিভিন্ন রাজ্যে। ভিড়ের মধ্যে থেকে কারও মোবাইল গায়েব করে ভিন্দেশে পাচার করা ওই চক্রের কাজ।
০৪১২
দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
০৫১২
গুজরাতের আমদাবাদের পুলিশ জানাচ্ছে, মোবাইল চুরির অভিযোগে যে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে, তাঁরা ঝাড়খণ্ডে ঠিকাশ্রমিকের কাজ করতেন।
০৬১২
সুরাতে কিছু দিন থাকছিলেন তাঁরা। এক জনের নাম অবিনাশ মাহাতো। বয়স ১৯ বছর। অন্য অভিযুক্তের নাম শ্যাম কুর্মি। তাঁর বয়স ২৬।
০৭১২
দু’জনের কাছ থেকে মোট ২৯টি আইফোন এবং ন’টি ওয়ান প্লাস ফোন পেয়েছে পুলিশ।
০৮১২
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতেরা জানিয়েছেন, মোবাইল চুরির পর সেগুলি ‘আনলক’ করে বাংলাদেশ এবং নেপালে পাঠানোর দায়িত্ব ছিল তাঁদের উপর।
০৯১২
এই কাজের জন্য মাসিক বেতন পেতেন তাঁরা। ধৃতেরা এ-ও জানিয়েছেন, তাঁদের ৪৫ দিনের মোবাইল চুরির প্রশিক্ষণ হয়। তার পর এই ‘চাকরি’ দেওয়া হয়।
১০১২
তদন্তকারীরা জানাচ্ছেন, অভিযুক্তদের পরিকল্পনা খুব সহজ। ভিড়ের মধ্যে দু’জন করে মিশে থাকতেন। এক জনের চোখ থাকত ব্যাগ কিংবা পকেটে।
১১১২
তিনি মোবাইল চুরির সঙ্গে সঙ্গে সেটা হাতবদল করতেন সঙ্গীকে। সেখান থেকে প্রথমে মোবাইল ‘আনলক’ করা হত। তার পর চালান করা হত ভিন্দেশে।
১২১২
আবার এক জন কেউ ধরা পড়লে অন্য সঙ্গী চম্পট দিতেন ঘটনাস্থল থেকে। এই ভাবেই চলত ‘চাকরি’। তবে সুরাত থেকে এক সঙ্গে দু’জনকে পাকড়াও করার পর সামনে এসেছে মোবাইল চুরি নিয়ে নানা তথ্য।