২৭ লক্ষ বর্গফুট জুড়ে বিস্তৃত শরৎ সিটি মলটি আটতলা। সেখানে এক সঙ্গে ১৪০০টি গাড়ি এবং ৪ হাজার বাইক পার্কিংয়ের সুবিধা আছে। এ ছাড়া ৪৩০টি ব্র্যান্ডের দোকান, ৭টি স্ক্রিনের মাল্টিপ্লেক্স সিনেমা হল এবং প্রায় ২ হাজার মানুষের বসার উপযোগী ফুডকোর্টও রয়েছে। এ ছাড়া আছে অ্যাডভেঞ্চার পার্ক, স্কাই জোন পার্ক। এমনকি, স্কি করার সুবিধা বিশিষ্ট কৃত্রিম বরফের পার্কও।
পরিবারের সঙ্গে সময় কাটানোর নানা সুযোগ-সুবিধার পাশাপাশি, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় শপিং মল শরৎ ক্যাপিটালে অতিরিক্ত কিছু সুযোগ-সুবিধাও তৈরি হচ্ছে। যেমন বড় অনুষ্ঠানের আয়োজন করার জন্য তৈরি করা হচ্ছে কনভেনশন সেন্টার। তৈরি হচ্ছে নাইট ক্লাব, একটি মাইক্রোব্রিউয়ারিও। যেখানে চোখের সামনে মদ তৈরি হতে দেখা যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy