Advertisement
২২ নভেম্বর ২০২৪
Modi In Lakshadweep

ওই মহাসিন্ধুর ওপার থেকে, সমুদ্র দেখে এসে ছবি দিলেন মোদী, ক্যাপশন ‘স্বর্গসুখের মুহূর্তরা’

লক্ষদ্বীপ সফরে প্রকৃতির কোলে কী ভাবে সময় কাটিয়েছেন, তার বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমের অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মোদী।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৪ ১৯:০২
Share: Save:
০১ ১৭
লক্ষদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক অনুষ্ঠানের পাশাপাশি দ্বীপরাজ্যের সমুদ্রসৈকতেও কাটালেন অনেকটা সময়। সম্প্রতি সেই সফরেরই স্মৃতিচারণা করেছেন তিনি।

লক্ষদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশাসনিক অনুষ্ঠানের পাশাপাশি দ্বীপরাজ্যের সমুদ্রসৈকতেও কাটালেন অনেকটা সময়। সম্প্রতি সেই সফরেরই স্মৃতিচারণা করেছেন তিনি।

০২ ১৭
দিন কয়েক হল সফর সেরে ফিরে এসেছেন। তবে ফিরেও লক্ষদ্বীপের স্মৃতি যে ভুলতে পারছেন না, তার প্রমাণ নিজের সমাজমাধ্যমে পোস্ট করা তাঁর একের পর এক ছবি।

দিন কয়েক হল সফর সেরে ফিরে এসেছেন। তবে ফিরেও লক্ষদ্বীপের স্মৃতি যে ভুলতে পারছেন না, তার প্রমাণ নিজের সমাজমাধ্যমে পোস্ট করা তাঁর একের পর এক ছবি।

০৩ ১৭
নস্টালজিয়ায় আক্রান্ত মোদী সমাজমাধ্যমে শেয়ার করেছেন, তাঁর সফরের বিভিন্ন মুহূর্তের ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘স্বর্গসুখের মুহূর্তরা’।

নস্টালজিয়ায় আক্রান্ত মোদী সমাজমাধ্যমে শেয়ার করেছেন, তাঁর সফরের বিভিন্ন মুহূর্তের ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘স্বর্গসুখের মুহূর্তরা’।

০৪ ১৭
ছবিতে মোদীকে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে একটি বেতের চেয়ারে বসে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন মোদী।

ছবিতে মোদীকে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে একটি বেতের চেয়ারে বসে। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন মোদী।

০৫ ১৭
তাঁর সামনে গাঢ় নীল আকাশ, পায়ের নীচে সাদা বালি, আর সেই বালির সীমা থেকে শুরু হওয়া আদিগন্ত বিস্তৃত ভারত মহাসাগরের সমুদ্রনীল।

তাঁর সামনে গাঢ় নীল আকাশ, পায়ের নীচে সাদা বালি, আর সেই বালির সীমা থেকে শুরু হওয়া আদিগন্ত বিস্তৃত ভারত মহাসাগরের সমুদ্রনীল।

০৬ ১৭
মোদী তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন, লক্ষদ্বীপ তাঁকে প্রশান্তি দিয়েছে।

মোদী তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই সমস্ত ছবি শেয়ার করে লিখেছেন, লক্ষদ্বীপ তাঁকে প্রশান্তি দিয়েছে।

০৭ ১৭
শুধু তা-ই নয়, মোদী লিখেছেন, ‘‘লক্ষদ্বীপের প্রশান্তি আমাকে ১৪০ কোটি ভারতবাসীর কল্যাণের জন্য আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা জুগিয়েছে। এখানে এসে আমি এই নিয়ে শান্ত মনে ভাবতে পেরেছি।’’

শুধু তা-ই নয়, মোদী লিখেছেন, ‘‘লক্ষদ্বীপের প্রশান্তি আমাকে ১৪০ কোটি ভারতবাসীর কল্যাণের জন্য আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা জুগিয়েছে। এখানে এসে আমি এই নিয়ে শান্ত মনে ভাবতে পেরেছি।’’

০৮ ১৭
লক্ষদ্বীপ সফরে মোদী প্রকৃতির কোলে কী ভাবে সময় কাটিয়েছেন, তার বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমের অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মোদী। লিখেছেন, ‘‘ওখানে থাকাকালীন আমি স্নর্কেলিংও করেছি। কী অসাধারণ ছিল সেই অভিজ্ঞতা!’’

লক্ষদ্বীপ সফরে মোদী প্রকৃতির কোলে কী ভাবে সময় কাটিয়েছেন, তার বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমের অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মোদী। লিখেছেন, ‘‘ওখানে থাকাকালীন আমি স্নর্কেলিংও করেছি। কী অসাধারণ ছিল সেই অভিজ্ঞতা!’’

০৯ ১৭
স্নর্কেলিং হল এক ধরনের জলক্রীড়া। যেখানে সমুদ্রের জলের নীচে ডুব দিয়ে সামুদ্রিক প্রাণিজগতের ঝলক দেখতে পাওয়া যায়। প্রধানমন্ত্রীও সেই খেলাতেই অংশ নিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে পুরোদস্তুর ডুবুরির মতো পোশাক পরে জলে নামছেন মোদী।

স্নর্কেলিং হল এক ধরনের জলক্রীড়া। যেখানে সমুদ্রের জলের নীচে ডুব দিয়ে সামুদ্রিক প্রাণিজগতের ঝলক দেখতে পাওয়া যায়। প্রধানমন্ত্রীও সেই খেলাতেই অংশ নিয়েছিলেন। ছবিতে দেখা যাচ্ছে পুরোদস্তুর ডুবুরির মতো পোশাক পরে জলে নামছেন মোদী।

১০ ১৭
স্নর্কেলিংয়ের পর তাঁর জল থেকে উঠে আসার ছবিটিও অনুরাগীদের নজর কেড়েছে। নীল সমুদ্রের জল থেকে ডুবুরির কালো পোশাকে হেঁটে হেঁটে এগিয়ে আসছেন মোদী। দৃশ্যটিকে মোদী অনুরাগীদের অনেকে জেমস বন্ডের সঙ্গেও সিনেমার দৃশ্যের সঙ্গেও তুলনা করেছেন।

স্নর্কেলিংয়ের পর তাঁর জল থেকে উঠে আসার ছবিটিও অনুরাগীদের নজর কেড়েছে। নীল সমুদ্রের জল থেকে ডুবুরির কালো পোশাকে হেঁটে হেঁটে এগিয়ে আসছেন মোদী। দৃশ্যটিকে মোদী অনুরাগীদের অনেকে জেমস বন্ডের সঙ্গেও সিনেমার দৃশ্যের সঙ্গেও তুলনা করেছেন।

১১ ১৭
সমুদ্রের নীচে স্নর্কেলিং করার সময় কী দেখেছেন তিনি, তারও ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন মোদী।

সমুদ্রের নীচে স্নর্কেলিং করার সময় কী দেখেছেন তিনি, তারও ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন মোদী।

১২ ১৭
লক্ষদ্বীপের বালুচরে বসে যেমন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। তেমনই ওই বালুচরে প্রাতঃভ্রমণও করেছেন। সেই প্রাতঃভ্রমণের ছবি শেয়ার করে মোদী লিখেছেন, লক্ষদ্বীপের নির্মল সৈকতে ভোরবেলায় হাঁটলাম। সেই অনুভূতিকেই স্বর্গসুখের সঙ্গে তুলনা করেছেন মোদী।

লক্ষদ্বীপের বালুচরে বসে যেমন সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। তেমনই ওই বালুচরে প্রাতঃভ্রমণও করেছেন। সেই প্রাতঃভ্রমণের ছবি শেয়ার করে মোদী লিখেছেন, লক্ষদ্বীপের নির্মল সৈকতে ভোরবেলায় হাঁটলাম। সেই অনুভূতিকেই স্বর্গসুখের সঙ্গে তুলনা করেছেন মোদী।

১৩ ১৭
মোদী জানিয়েছেন, তাঁর তিনি লক্ষদ্বীপের আগাট্টি, বেঙ্গারাম, কাভারাত্তির স্থানীয় মানুষজনের সঙ্গে আলাপ করেছেন। তাঁদের আতিথ্যে তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন মোদী।

মোদী জানিয়েছেন, তাঁর তিনি লক্ষদ্বীপের আগাট্টি, বেঙ্গারাম, কাভারাত্তির স্থানীয় মানুষজনের সঙ্গে আলাপ করেছেন। তাঁদের আতিথ্যে তাঁর মুগ্ধতার কথাও জানিয়েছেন মোদী।

১৪ ১৭
লক্ষদ্বীপে তাঁর সফর কেমন ছিল, তা জানাতে গিয়ে মোদী লিখেছেন, ‘‘এই সফর ছিল আমার ব্যক্তিগত শিক্ষা এবং ব্যক্তিগত সমৃদ্ধির এক অবিস্মরণীয় সফর।’’

লক্ষদ্বীপে তাঁর সফর কেমন ছিল, তা জানাতে গিয়ে মোদী লিখেছেন, ‘‘এই সফর ছিল আমার ব্যক্তিগত শিক্ষা এবং ব্যক্তিগত সমৃদ্ধির এক অবিস্মরণীয় সফর।’’

১৫ ১৭
মোদী লিখেছেন, লক্ষদ্বীপ শুধু কয়েকটি দ্বীপের সমষ্টি নয়, এর সময়োত্তীর্ণ ঐতিহ্য এখানকার বাসিন্দাদের উৎসাহী মনের প্রতিফলন।

মোদী লিখেছেন, লক্ষদ্বীপ শুধু কয়েকটি দ্বীপের সমষ্টি নয়, এর সময়োত্তীর্ণ ঐতিহ্য এখানকার বাসিন্দাদের উৎসাহী মনের প্রতিফলন।

১৬ ১৭
প্রসঙ্গত, লক্ষদ্বীপ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, লক্ষদ্বীপ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছেন।

১৭ ১৭
মোদী বলেছেন, লক্ষদ্বীপের সংস্কৃতির ঐতিহ্যকে বজায় রেখেই এই এলাকার বাসিন্দাদের জীবন উন্নত করার প্রতিজ্ঞা করেছেন তিনি। এখানকার মানুষ যাতে খাবার, স্বচ্ছ জল, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং দ্রুততর ইন্টারনেট পান সেই ব্যবস্থা করবে কেন্দ্র।

মোদী বলেছেন, লক্ষদ্বীপের সংস্কৃতির ঐতিহ্যকে বজায় রেখেই এই এলাকার বাসিন্দাদের জীবন উন্নত করার প্রতিজ্ঞা করেছেন তিনি। এখানকার মানুষ যাতে খাবার, স্বচ্ছ জল, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং দ্রুততর ইন্টারনেট পান সেই ব্যবস্থা করবে কেন্দ্র।

সব ছবি: মোদীর এক্স হ্যান্ডেল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy