PLA of China had clashed with Indian army two more times following the incident in Galwan of 2020 dgtl
Indo-China Clash
সেনার প্রশস্তিপত্রে ফাঁস চিনা আগ্রাসন! গলওয়ানের পর আরও দু’বার ভারতের কাছে শায়েস্তা হয় লালফৌজ
গলওয়ানের পরেও লালফৌজকে আরও দু’বার উপযুক্ত জবাব দিয়েছিল ভারতীয় সেনা। ২০২০ সালের পরের এই দুই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১৫:১৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
এক বার নয় তিন-তিন বার! সিনেমার মতো শোনালেও আসলেই চিনের সেনার আগ্রাসনকে ঘোল খাইয়ে ছেড়েছিল ভারতীয় সেনা। ২০২০ সালের ঘটনাটি কারও অজানা নয়, কোভিড আতঙ্কের মধ্যেই পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের আচমকা হামলাকে পরাস্ত করেছিল ভারতীয় ফৌজ।
০২১৩
তবে শুধু সেই এক বারই নয়। জনগণের অজান্তেই লালফৌজকে আরও দুই বার শায়েস্তা করেছিল ভারতীয় সেনা। ২০২০ সালের পরের এই দুই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরি হয়েছে।
০৩১৩
এ কথাও অজানাই থাকত যদি না সেনার অনুষ্ঠানে বীরত্বের জন্য পুরস্কৃতদের প্রশস্তিপত্রে লেখা ওই লাইনগুলি প্রকাশ্যে পড়া হত।
০৪১৩
গত সপ্তাহে সেনার পশ্চিম কমান্ডের অলঙ্করণ সমাবেশে বীরত্বের জন্য সেনাকর্মী এবং আধিকারিকদের পুরস্কৃত করা হচ্ছিল। সেই পুরস্কারের প্রশস্তিপত্রও পাঠ করা হয় সেখানে।
০৫১৩
তাতেই উঠে এসেছে ভারতীয় সেনাদের বীরত্বের এই অপ্রকাশিত কাহিনি।
০৬১৩
চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র আচমকা আগ্রাসনের কী ভাবে মোকাবিলা করেছিল ভারতীয় সেনা এবং তা করতে গিয়ে কোন পথে এল সাফল্য, তা বিস্তারিত ভাবে প্রশস্তিপত্রে বর্ণিত হয়েছে।
০৭১৩
প্রশস্তিপত্রে বলা দু’টি ঘটনাই ঘটেছে ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ নভেম্বরের মধ্যে। যদিও এ নিয়ে সেনার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।
০৮১৩
সেনার পশ্চিম কমান্ডের সদর দফতর চণ্ডীমন্দিরে। গত ১৩ জানুয়ারি সেখানেই বীরত্বের জন্য সেনাকর্মী এবং আধিকারিকদের পুরস্কৃত করার অলঙ্করণ সমারোহের আয়োজন করা হয়েছিল।
০৯১৩
সেই অনুষ্ঠানের ভিডিয়ো তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছিল। তা থেকেই সেনার বীরত্বের দুই অভিযানের কথা মানুষ জানতে পারেন।
১০১৩
যদিও সোমবার থেকে সেই ভিডিয়োটিও নামিয়ে নেওয়া হয়েছে।
১১১৩
২০২০ সালের জুনে গলওয়ান উপত্যকায় হাতাহাতির পর ভারতীয় সেনা ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের লালফৌজের মোকাবিলা করতে উচ্চ পর্যায়ের যুদ্ধ প্রস্তুতি শুরু করে দেয়।
১২১৩
এর পরেই সম্প্রতি জানা গেল, পূর্ব লাদাখে গলওয়ানের পরেও একই রকম ভাবে পর পর অন্তত দু’বার চিনের সেনার চূড়ান্ত আগ্রাসী মনোভাবের মোকাবিলা করতে সফল হয়েছে ভারতীয় সেনা।
১৩১৩
তবে শুধু পূর্ব লাদাখই নয়, চিনের ফৌজ অরুণাচলের তাওয়াং সেক্টরেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একই রকম আগ্রাসনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল।