Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Nabanna Abhijan for R G kar protest

নবান্ন অভিযান ঘিরে তুলকালাম! ‘ছাত্র’দের জমায়েতে ইট থেকে জলকামান, রইল ছবি

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৫:৩০
Share: Save:
০১ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধেছে আন্দোলনকারীদের। বিক্ষুব্ধদের ঠেকাতে চলছে লাঠি থেকে কাঁদানে গ্যাস, জলকামান। এক নজরে দেখে নেওয়া আন্দোলনের জেরে কলকাতা এবং হাওড়ার রাস্তার পরিস্থিতি।

০২ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

নবান্ন অভিযানের ডাক ‘ছাত্র সমাজ’ দিলেও আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে রাস্তায় নামতে দেখা গিয়েছে মধ্যবয়সিদেরও।

০৩ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’। কোনও সংগঠন নয়, তাঁরা সমাজের প্রতিনিধি— এই মর্মেই নিজেদের পরিচয় দিয়েছিলেন নবান্ন অভিযানের ডাক নিয়ে সাংবাদিক বৈঠক করা তিন ছাত্র।

০৪ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

‘ছাত্র’দের এই অভিযান নিয়ে সতর্ক ছিল পুলিশ। দিকে দিকে নিরাপত্তা এবং টহলদারির ব্যবস্থা করা হয়েছিল।

০৫ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

বড় বড় ব্যারিকেড তৈরি করা হয় সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফোরশোর রোড, লক্ষ্মীনারায়ণতলা এবং মন্দিরতলায়। নবান্নের আশপাশে গলির মুখগুলো ব্যারিকেড দিয়ে ঘিরেও ফেলা হয়। জলকামান এবং ড্রোনের ব্যবস্থাও ছিল।

০৬ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

কলেজ স্ট্রিট এবং এজেসি বোস রোড-সহ শহরের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আটকাতে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামায় পুলিশ।

০৭ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

তবে অভিযানের সময় গড়াতেই দিকে দিকে উত্তেজনা বৃদ্ধি পায়। কলকাতা-হাওড়ার বিভিন্ন জায়গায় জমায়েত বাড়ে। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে।

০৮ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

হাওড়ার ফোরশোর রোডেও ছড়ায় উত্তেজনা। ফের পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন প্রতিবাদীরা। পাল্টা লাঠিচার্জ করে পুলিশের। ব্যবহার করা হয় জলকামানও।

০৯ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

কারও কারও হাতে দেখা গিয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তাঁরা নবান্নে যেতে চান। কিন্তু পুলিশ তাঁদের বাধা দিচ্ছে।

১০ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

১টা নাগাদ সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।

১১ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

পুলিশের লাঠিচার্জে সাময়িক ভাবে ছত্রভঙ্গ হয় জমায়েত। বিক্ষোভকারীদের ছোড়া ইটে সাঁতরাগাছিতে মাথা ফাটে র‌্যাফের এক জনের। তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।

১২ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। ইটের আঘাতে আহত হন কয়েক জন পুলিশকর্মী। সাঁতরাগাছি স্টেশনে ট্রেন চলাচল থমকে যায়।

১৩ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালানো শুরু করে পুলিশ। ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসও। লাঠিচার্জ করা হয়। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ হয়ে গিয়েও ফিরে ফিরে আসেন বিক্ষোভকারীরা।

১৪ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল (পিটিএস)-এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান চালায় পুলিশ। পিটিএসে কয়েক জন বিক্ষোভকারীকে ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিতে দেখা যায়।

১৫ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

মহাত্মা গান্ধী রোডেও উত্তেজনা ছড়ায়। সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশও জলকামান ছোড়ে। তেড়ে যায় লাঠি উঁচিয়ে।

১৬ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

কয়েক জায়গায় আন্দোলনকারীদের প্রতিহত করতে সক্রিয় হয় পুলিশ। বেশ কয়েক জনকে আটক করা হয়। আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে গাড়িতে তুলতেও দেখা গিয়েছে পুলিশকে।

১৭ ১৭
Pictures from Kolkata Nabanna Abhijan

আবার হাওড়া ময়দানে পুলিশকে ধরে মারধর করার ছবিও প্রকাশ্যে এসেছে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছেন চন্ডীতলার এক সার্কল ইনস্পেক্টর (সিআই)। হাওড়া ময়দানে পুলিশকে তাড়া বিক্ষোভকারীদের একাংশের। পুলিশকে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছে।

ছবি: নিজস্ব, পিটিআই, ফাইল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy