সবে কেটেছে ২১ জুলাইয়ের রাত। বড় সভা সামাল দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা কিঞ্চিৎ বিশ্রামের মেজাজে। সেই আপাত অলস সকালেই বোমার মতো এসে পড়েছিল খবরটা। সে-ও ছিল এই শনিবারের মতোই এক ২২ জুলাই। ঠিক এক বছর আগে যে দিন রাজ্যের শাসকদলের তৎকালীন মহাসচিব তথা রাজ্যের তদানীন্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি।
তখনও অবশ্য অনেকেই জানতেন না, আর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হতে চলেছেন তৃণমূলের সেই সময়ের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী পার্থ। বা তাঁর ‘ঘনিষ্ঠ বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হতে চলেছে টাকার পাহাড়। যার চূড়ায় চূড়ায় পাওয়া যাবে শিক্ষা দফতরের নাম ছাপানো খাম, উচ্চ শিক্ষা দফতর সংক্রান্ত সরকারি নথি, স্কুল শিক্ষা দফতরের ডায়েরি এবং আরও অনেক কিছু।