Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Mahua Moitra's Political Journey

বহিষ্কৃত মহুয়া সংসদে চললেন আবার, ‘শক্তি’ হারানো মোদীর মুখোমুখি হবেন নতুন শক্তিশেল হাতে?

লোকসভা ভোটে লড়াই করে আবার সংসদে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নিলেন মহুয়া মৈত্র। বাড়ল আত্মবিশ্বাস!

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ১৮:১৯
Share: Save:
০১ ২০
image of Mahua Moitra

সাংসদ পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। দাবি করেছিলেন, সংসদে বিদায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই পদ হারিয়েছেন। লোকসভা ভোটে লড়াই করে আবার সংসদে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নিলেন মহুয়া মৈত্র। বাড়ল আত্মবিশ্বাস! সংসদে ‘শক্তি’ হারানো প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণের ধারও কি বৃদ্ধি পেতে চলেছে?

০২ ২০
image of Mahua Moitra

কৃষ্ণনগর থেকে জয়ী হয়েছেন মহুয়া। জয়ঘোষণার পরেই তিনি বলেন, ‘‘নিজের জয়ের থেকেও বেশি খুশি, বিজেপি নামক এই অশুভ শক্তি, মোদীর মতো অযোগ্য প্রধানমন্ত্রী যিনি ভারতে রাজ করেছেন ১০ বছরে, তাঁর বিরুদ্ধে আজকের ভোট হয়েছে বলে। পশ্চিমবঙ্গের মানুষকে কুর্নিশ জানাই।’’

০৩ ২০
image of Mahua Moitra

মহুয়া একা নন, বিরোধীদের কণ্ঠে একই সুর মঙ্গলবার। তাঁদের দাবি, ‘মোদী ম্যাজিক’-এ ধস নেমেছে। এক দশক পরে আবার একদলীয় শাসনের ইতি হতে চলেছে ভারতে। সেই সঙ্গে অষ্টাদশ লোকসভায় আনুষ্ঠানিক ভাবে ফিরতে চলেছে বিরোধী দলনেতার পদ। মঙ্গলবার বিকেল পর্যন্ত ভোটের ফলের প্রবণতা এমনই ইঙ্গিত দিচ্ছে।

০৪ ২০
তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদীর। তবে ভোটগণনার প্রবণতা বলছে ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার আর সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তাঁর দল বিজেপি।

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদীর। তবে ভোটগণনার প্রবণতা বলছে ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার আর সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না তাঁর দল বিজেপি।

০৫ ২০
‘৪০০ পার’ দূর, আড়াইশো পার করাও কঠিন হতে চলেছে বিজেপির। ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি। প্রবণতা অনুযায়ী বিজেপির দৌড় দেড়শোর আগেই থেমে যেতে পারে।

‘৪০০ পার’ দূর, আড়াইশো পার করাও কঠিন হতে চলেছে বিজেপির। ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি। প্রবণতা অনুযায়ী বিজেপির দৌড় দেড়শোর আগেই থেমে যেতে পারে।

০৬ ২০
একটা বিষয় স্পষ্ট, প্রধানমন্ত্রী হলেও আগের মতো আর ‘শক্তিশালী’ হবে না মোদী সরকার। কেন্দ্রে সরকার গড়ার জন্য মোদীকে নির্ভর করতে হবে এনডিএ-র দুই শরিক, চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জেডিইউ-এর উপর।

একটা বিষয় স্পষ্ট, প্রধানমন্ত্রী হলেও আগের মতো আর ‘শক্তিশালী’ হবে না মোদী সরকার। কেন্দ্রে সরকার গড়ার জন্য মোদীকে নির্ভর করতে হবে এনডিএ-র দুই শরিক, চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জেডিইউ-এর উপর।

০৭ ২০
image of Mahua Moitra

এই সুযোগটাই কি সংসদে আসন্ন অধিবেশনগুলিতে আরও বেশি করে নেবেন মহুয়া? ঝাঁজ বৃদ্ধি পাবে তাঁর আক্রমণের?

০৮ ২০
image of Mahua Moitra

অতীত দিনেও আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর ‘যোগসাজশ’ রয়েছে দাবি করে সুর চড়িয়েছিলেন মহুয়া। পরে তাঁর সাংসদ পদ যখন খারিজের সুপারিশ করে রিপোর্ট দিয়েছিল সংসদীয় কমিটি, তখন আরও জোরালো আক্রমণ করেছিলেন মহুয়া। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মোদী এবং আদানির ‘শেষ’ দেখে ছাড়বেন।

০৯ ২০
শিল্পপতি গৌতম আদানিকে সম্বোধন করে সমাজমাধ্যমে মহুয়া লিখেছিলেন, “মিস্টার আদানি, মহুয়ার টিকিট কাটা যাবে এ কথা সবাইকে বলে নিজের সময় নষ্ট করবেন না। আমি কৃষ্ণনগর থেকেই দাঁড়াব, আমার জয়ের ব্যবধান দ্বিগুণ হবে।” ব্যবধান গত বারের থেকে কমলেও তিনি জয়ী হয়েছেন।

শিল্পপতি গৌতম আদানিকে সম্বোধন করে সমাজমাধ্যমে মহুয়া লিখেছিলেন, “মিস্টার আদানি, মহুয়ার টিকিট কাটা যাবে এ কথা সবাইকে বলে নিজের সময় নষ্ট করবেন না। আমি কৃষ্ণনগর থেকেই দাঁড়াব, আমার জয়ের ব্যবধান দ্বিগুণ হবে।” ব্যবধান গত বারের থেকে কমলেও তিনি জয়ী হয়েছেন।

১০ ২০
image of Mahua Moitra

মহুয়ার পাশে দাঁড়িয়ে বিরোধী নেতারাও দাবি করেছিলেন, আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছিল বলেই ‘এথিক্স কমিটি এতটা তৎপর’। সিপিএম নেতা মহম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সরব হন।

১১ ২০
image of Mahua Moitra

ইয়েচুরি বলেছিলেন, ‘‘কে কাকে কী উপহার দিয়েছেন, এই সংক্রান্ত বহু অভিযোগ এথিক্স কমিটির কাছে আছে। হঠাৎ করে একটি মামলার তদন্তে কেন তৎপর হল এথিক্স কমিটি? কারণ আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। বাকিরা কি উপহার নেন না?’’

১২ ২০
image of Mahua Moitra

বিজেপির বিদায়ী সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে সংসদে প্রশ্ন করার জন্য শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে নগদ টাকা এবং দামি উপহার নিয়েছেন মহুয়া।

১৩ ২০
image of Mahua Moitra

এই নিয়ে তদন্তের দাবি তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন নিশিকান্ত। তিনি আরও অভিযোগ করেন, সংসদের ওয়েবসাইটে লগ ইন করার জন্য নিজের কোড এবং পাসওয়ার্ড হীরানন্দানিকে দিয়ে দিয়েছেন মহুয়া। ওই ব্যবসায়ী দুবাইয়ে বসে তার ‘সুযোগ’ নিয়েছেন।

১৪ ২০
image of Mahua Moitra

একই অভিযোগ জানিয়ে সিবিআই প্রধানকে চিঠি লিখেছিলেন মহুয়ার প্রাক্তন ‘ঘনিষ্ঠ’ বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই। মহুয়া পাল্টা দাবি করেন, সমস্ত সাংসদের লগ ইন কোড এবং পাসওয়ার্ড কবে কোথা থেকে ব্যবহার হয়েছে, তা প্রকাশ করা হোক। তা হলেই বোঝা যাবে, আরও কেউ ওই একই কাজ করেন কি না।

১৫ ২০
image of Mahua Moitra

অভিযোগের ভিত্তিতে মহুয়ার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয় গত ৮ ডিসেম্বর। স্পিকার ওম বিড়লা জানান, লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট মেনেই এই সিদ্ধান্ত। বিরোধীদের অভিযোগ, তাঁদের কথা না শুনেই সাংসদ পদ খারিজ করা হয়েছে মহুয়ার। মহুয়াকে সংসদে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেত্রী।

১৬ ২০
image of Mahua Moitra

এই আবহে মহুয়াকে আবার কৃষ্ণনগর লোকসভা আসনে প্রার্থী করে তৃণমূল। বিপরীতে বিজেপি প্রার্থী করে কৃষ্ণনগরের ‘রানিমা’ অমৃতা রায়কে। আসনটি যে সহজ নয়, তা ফোন করে অমৃতাকে বুঝিয়ে দিয়েছিলেন খোদ মোদী।

১৭ ২০
নাম প্রকাশে অনিচ্ছুক অমৃতার এক রাজনৈতিক পরামর্শদাতা আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী অমৃতাকে ফোন করে বলেন, ‘বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মনে রাখবেন কেন্দ্রটা কৃষ্ণনগর। এটা মহুয়ার লোকসভা। এখানে কিন্তু অন্য লড়াই লড়তে হবে।’’’

নাম প্রকাশে অনিচ্ছুক অমৃতার এক রাজনৈতিক পরামর্শদাতা আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী অমৃতাকে ফোন করে বলেন, ‘বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মনে রাখবেন কেন্দ্রটা কৃষ্ণনগর। এটা মহুয়ার লোকসভা। এখানে কিন্তু অন্য লড়াই লড়তে হবে।’’’

১৮ ২০
মহুয়ার লোকসভা কেন্দ্রে নিজে এসে দু’বার সভা করেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী। ভোটঘোষণার আগে একটি, পরে একটি। এই নিয়ে নদিয়ার তেহট্টে গিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মহুয়ার লোকসভা কেন্দ্রে নিজে এসে দু’বার সভা করেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী। ভোটঘোষণার আগে একটি, পরে একটি। এই নিয়ে নদিয়ার তেহট্টে গিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯ ২০
image of Mahua Moitra

মমতা বলেছিলেন, ‘‘আবার মিথ্যা বলতে আসছেন মহুয়ার এখানে। কারণ, মহুয়াকে নিয়ে ওঁদের খুব জ্বালা। মহুয়া যে মুখের উপর কথা বলে দেয়, ভয় পায় না। মহুয়া বাঘের বাচ্চার মতো লড়াই করে। ও সবাইকে বলে দিয়েছিল দেশে কী চলছে। তাতে কী রাগ! আসলে কেঁচো খুঁড়তে গেলে তো দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে।’’

২০ ২০
image of Mahua Moitra

সেই ‘বাঘের বাচ্চা’-র মতো লড়াই করতেই আবার সংসদে যাচ্ছেন মহুয়া। ‘দুর্বল’ প্রতিপক্ষের সামনে আরও জোরালো হবে আক্রমণ!

ছবি: সংগৃহীত, নিজস্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy