Pak Cricketer Shoaib Malik is out Bangladesh premier league after accusations of match fixing raised against him dgtl
Shoaib Malik
নতুন বিতর্কে আবার শিরোনামে শোয়েব মালিক! বাংলাদেশ লিগ থেকে বাদ, অভিযোগ ম্যাচ গড়াপেটার
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়লেন শোয়েব। অভিযোগও বেশ গুরুতর।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৪ ১৫:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
একের পর এক বিতর্কে নাম জড়াচ্ছে পাক ক্রিকেটার শোয়েব মালিকের। এ বার ব্যক্তিগত জীবন পেরিয়ে খেলার জগতেও পড়ল জল্পনার ছায়া। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়লেন শোয়েব। অভিযোগও বেশ গুরুতর।
০২১২
সম্প্রতি সমাজমাধ্যমে আচমকা তৃতীয় বিয়ের খবর জানান দিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশের জনতার মধ্যেই বিতর্কের ঝড় তুলেছিলেন। সেই প্রসঙ্গে প্রকাশ্যে আসে সানিয়া মির্জ়ার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের খবর।
০৩১২
সেই ঘটনার রেশ কাটার আগেই ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল পাকিস্তানের ক্রিকেটারের বিরুদ্ধে।
০৪১২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে খেলেন শোয়েব। সেই দলের হয়ে এক ওভারে তিনটি নো বল করেছিলেন তিনি।
০৫১২
সেই ঘটনায় ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে শোয়েবের বিরুদ্ধে। তাতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে আপাতত সরিয়ে দেওয়া হল পাকিস্তানি অলরাউন্ডারকে।
০৬১২
ব্যক্তিগত জীবনে বিতর্ক চলছিল শোয়েবের। ক্রিকেটে ফিরে গিয়েছিলেন তিনি। সেখানেও তৈরি হল নতুন বিতর্ক। ফলে আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না শোয়েবের।
০৭১২
মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে একটি ওভারে তিনটি ‘নো’ বল করেছিলেন শোয়েব। স্পিনার হয়েও একই ওভারে শোয়েব কী করে তিন বার ‘লক্ষ্মণরেখা’র (ক্রিজ়) বাইরে পা ফেললেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেটপ্রেমীরা।
০৮১২
ফরচুন বরিশাল-খুলনা টাইগার্সের ম্যাচে শোয়েবকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওভার বল করতে এসেই তিনটি ‘নো’ বল-সহ ১৮ রান দিয়েছিলেন শোয়েব।
০৯১২
তাঁর বোলিং দেখে মাঠেই বিরক্তি প্রকাশ করেছিলেন বরিশালের অধিনায়ক তামিম। দলের অন্য ক্রিকেটারেরাও খুশি হতে পারেননি পাক স্পিনারের ‘নো’ বল করার বহর দেখে।
১০১২
গত শনিবার সানা জাভেদকে বিয়ে করার কথা জানিয়েছিলেন শোয়েব। । সে দিনই এশিয়ার প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছিলেন তিনি।
১১১২
কিন্তু তার পর থেকেই সময় খারাপ যাচ্ছে শোয়েবের। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের খবর পরে প্রকাশ্যে আসে।
১২১২
তখন থেকেই শোয়েবকে তাঁর পরিবার-সহ অনেকেই নিন্দা করছেন। এর মাঝে ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণিত হলে আরও লজ্জার মুখে পড়তে হবে শোয়েবকে।