Advertisement
২২ নভেম্বর ২০২৪
Yamuna Sangarasivam-Michael Jackson

বিশ্বখ্যাত গানে মাইকেল জ্যাকসনের সঙ্গে ওড়িশি নেচেছিলেন, এখন কী করেন সেই যমুনা?

লস অ্যাঞ্জেলসের রাস্তা। ঝড়ের গতিতে দু’দিক দিয়ে চলে যাচ্ছে গাড়ি। ব্যস্ত রাস্তার মাঝে ওড়িশি নৃত্য পরিবেশন করছেন যমুনা সঙ্গরসিবম। পাশে মাইকেল জ্যাকসন। এখন কী করছেন যমুনা?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ১০:২০
Share: Save:
০১ ১৪
সাল ১৯৯১। লস অ্যাঞ্জেলসের রাস্তা। ঝড়ের গতিতে দু’দিক দিয়ে চলে যাচ্ছে গাড়ি। ব্যস্ত রাস্তার মাঝে ওড়িশি নৃত্য পরিবেশন করছেন যমুনা সঙ্গরসিবম। পাশে মাইকেল জ্যাকসন। যমুনার সঙ্গে তাল মিলিয়ে নাচছেন মাইকেলও।

সাল ১৯৯১। লস অ্যাঞ্জেলসের রাস্তা। ঝড়ের গতিতে দু’দিক দিয়ে চলে যাচ্ছে গাড়ি। ব্যস্ত রাস্তার মাঝে ওড়িশি নৃত্য পরিবেশন করছেন যমুনা সঙ্গরসিবম। পাশে মাইকেল জ্যাকসন। যমুনার সঙ্গে তাল মিলিয়ে নাচছেন মাইকেলও।

ছবি: সংগৃহীত।

০২ ১৪
‘ব্ল্যাক অর হোয়াইট’ গানের দৃশ্য। লস অ্যাঞ্জেলসে পুলিশের নৃশংসতার শিকার হয়েছিলেন রোডনি গ্লেন কিং নামে আমেরিকার এক বাসিন্দা। সেই সময় বেশি কিছু সংবাদদমাধ্যম দাবি করেছিল, রোডনি অ্যাফ্রো-আমেরিকান ছিলেন বলেই পুলিশ তাঁকে গ্রেফতার করার পর তুমুল মারধর করে। মনে করা হয়, এই ঘটনার বিরুদ্ধে সরব হতে ‘ব্ল্যাক অর হোয়াইট’ মিউজ়িক ভিডিয়োটি বানিয়েছিলেন মাইকেল।

‘ব্ল্যাক অর হোয়াইট’ গানের দৃশ্য। লস অ্যাঞ্জেলসে পুলিশের নৃশংসতার শিকার হয়েছিলেন রোডনি গ্লেন কিং নামে আমেরিকার এক বাসিন্দা। সেই সময় বেশি কিছু সংবাদদমাধ্যম দাবি করেছিল, রোডনি অ্যাফ্রো-আমেরিকান ছিলেন বলেই পুলিশ তাঁকে গ্রেফতার করার পর তুমুল মারধর করে। মনে করা হয়, এই ঘটনার বিরুদ্ধে সরব হতে ‘ব্ল্যাক অর হোয়াইট’ মিউজ়িক ভিডিয়োটি বানিয়েছিলেন মাইকেল।

ছবি: সংগৃহীত।

০৩ ১৪
ভিডিয়োতে বিভিন্ন নৃত্যধারা পরিবেশন করা হয়েছিল বলে তৎকালীন সময়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল মাইকেল জ্যাকসনের ‘ব্ল্যাক অর হোয়াইট’। ওড়িশি নৃত্য দেখিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন যমুনাও। যমুনা এবং মাইকেলের যুগলবন্দি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। প্রায় ৩ দশক আগে যে মেয়েটি এত জনপ্রিয় হয়েছিলেন, এখন কী করছেন তিনি?

ভিডিয়োতে বিভিন্ন নৃত্যধারা পরিবেশন করা হয়েছিল বলে তৎকালীন সময়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল মাইকেল জ্যাকসনের ‘ব্ল্যাক অর হোয়াইট’। ওড়িশি নৃত্য দেখিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন যমুনাও। যমুনা এবং মাইকেলের যুগলবন্দি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। প্রায় ৩ দশক আগে যে মেয়েটি এত জনপ্রিয় হয়েছিলেন, এখন কী করছেন তিনি?

ছবি: সংগৃহীত।

০৪ ১৪
ওড়িশি নৃত্যে পারদর্শী হলেও যমুনার বড় হয়ে ওঠা শ্রীলঙ্কার উত্তরাংশে। তাঁর বাবা সিঙ্গাপুরের বাসিন্দা ছিলেন। মা ছিলেন মালয়েশিয়ার। সেই সূত্রে উত্তর বোর্নিয়োতেও নিজের শৈশবের কিছুটা অংশ কাটিয়েছিলেন তিনি।

ওড়িশি নৃত্যে পারদর্শী হলেও যমুনার বড় হয়ে ওঠা শ্রীলঙ্কার উত্তরাংশে। তাঁর বাবা সিঙ্গাপুরের বাসিন্দা ছিলেন। মা ছিলেন মালয়েশিয়ার। সেই সূত্রে উত্তর বোর্নিয়োতেও নিজের শৈশবের কিছুটা অংশ কাটিয়েছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।

০৫ ১৪
এই সময়ই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিয়ানো শেখেন যমুনা। ভরতনাট্যমের মাধ্যমে তাঁর নাচে হাতেখড়ি। ৬ বছর বয়স থেকে নাচ শিখেছেন তিনি।

এই সময়ই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিয়ানো শেখেন যমুনা। ভরতনাট্যমের মাধ্যমে তাঁর নাচে হাতেখড়ি। ৬ বছর বয়স থেকে নাচ শিখেছেন তিনি।

ছবি: সংগৃহীত।

০৬ ১৪
৯ বছর বয়সে মা-বাবার সঙ্গে আমেরিকা চলে যান যমুনা। গুরু গঙ্গাধর প্রধানের ছাত্রী ছিলেন তিনি। পরবর্তী কালে যমুনা বার বার বলেছেন, গঙ্গাধরের মতো শিক্ষকের কাছে নাচ শিখতে পেরে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তিনি।

৯ বছর বয়সে মা-বাবার সঙ্গে আমেরিকা চলে যান যমুনা। গুরু গঙ্গাধর প্রধানের ছাত্রী ছিলেন তিনি। পরবর্তী কালে যমুনা বার বার বলেছেন, গঙ্গাধরের মতো শিক্ষকের কাছে নাচ শিখতে পেরে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তিনি।

ছবি: সংগৃহীত।

০৭ ১৪
মাইকেল জ্যাকসনের মিউজ়িক ভিডিয়োতে যমুনা কী করে কাজ করার সুযোগ পেলেন তা নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়। তিনি জানান, এই বিষয়ে অবগত ছিলেন না তিনি। যমুনার মা তাঁকে অডিশন দিতে জোর করেন। প্রায় ৩ হাজার জন অডিশন দিয়েছিলেন বলেও জানান তিনি।

মাইকেল জ্যাকসনের মিউজ়িক ভিডিয়োতে যমুনা কী করে কাজ করার সুযোগ পেলেন তা নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়। তিনি জানান, এই বিষয়ে অবগত ছিলেন না তিনি। যমুনার মা তাঁকে অডিশন দিতে জোর করেন। প্রায় ৩ হাজার জন অডিশন দিয়েছিলেন বলেও জানান তিনি।

ছবি: সংগৃহীত।

০৮ ১৪
হঠাৎ এক দিন যমুনার বাড়িতে ফোন আসে। মাইকেল জ্যাকসনের সঙ্গে ওড়িশি নাচের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে ফোনের ও পার থেকে জানানো হয়। যমুনা অতীতের এই মুহূর্তের কথা ভাগ করে জানান, ‘‘আমার প্রথমে বিশ্বাস হয়নি। ফোন রাখার পর আমি আনন্দে, উৎসাহে চিৎকার করে ফেলেছিলাম।’

হঠাৎ এক দিন যমুনার বাড়িতে ফোন আসে। মাইকেল জ্যাকসনের সঙ্গে ওড়িশি নাচের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছে বলে ফোনের ও পার থেকে জানানো হয়। যমুনা অতীতের এই মুহূর্তের কথা ভাগ করে জানান, ‘‘আমার প্রথমে বিশ্বাস হয়নি। ফোন রাখার পর আমি আনন্দে, উৎসাহে চিৎকার করে ফেলেছিলাম।’

ছবি: সংগৃহীত।

০৯ ১৪
মাইকেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও মুখ খোলেন যমুনা। তিনি জানান, এই ভিডিয়োর শুটিং হয়েছিল রাতে। প্রায় ১৪ ঘণ্টা লস অ্যাঞ্জেলসের এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়েছিল। স্টান্ট ড্রাইভাররা রাস্তার দু’দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার মাঝে শুট করছিলেন মাইকেল-যমুনা।

মাইকেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়েও মুখ খোলেন যমুনা। তিনি জানান, এই ভিডিয়োর শুটিং হয়েছিল রাতে। প্রায় ১৪ ঘণ্টা লস অ্যাঞ্জেলসের এক্সপ্রেসওয়ে বন্ধ রাখা হয়েছিল। স্টান্ট ড্রাইভাররা রাস্তার দু’দিক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার মাঝে শুট করছিলেন মাইকেল-যমুনা।

ছবি: সংগৃহীত।

১০ ১৪
যমুনা এবং তাঁর মাকে শুটিংয়ের জায়গায় নিয়ে আসার জন্য যমুনার বাড়িতে মার্সিডিজ় গাড়ি পাঠিয়েছিলেন মাইকেল। আউটডোরে শুট চলায় যমুনার মা ঠান্ডায় কাঁপছিলেন। তা নজরে পড়ায় মাইকেল একটি মোটা কম্বল নিয়ে এসে তাঁর মাকে দিয়েছিলেন বলেও জানিয়েছেন যমুনা।

যমুনা এবং তাঁর মাকে শুটিংয়ের জায়গায় নিয়ে আসার জন্য যমুনার বাড়িতে মার্সিডিজ় গাড়ি পাঠিয়েছিলেন মাইকেল। আউটডোরে শুট চলায় যমুনার মা ঠান্ডায় কাঁপছিলেন। তা নজরে পড়ায় মাইকেল একটি মোটা কম্বল নিয়ে এসে তাঁর মাকে দিয়েছিলেন বলেও জানিয়েছেন যমুনা।

ছবি: সংগৃহীত।

১১ ১৪
পড়াশোনার পাশাপাশি নাচের প্রতিও সমান আগ্রহ ছিল যমুনার। লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে নৃতত্ত্ববিদ্যা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।

পড়াশোনার পাশাপাশি নাচের প্রতিও সমান আগ্রহ ছিল যমুনার। লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে নৃতত্ত্ববিদ্যা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।

ছবি: সংগৃহীত।

১২ ১৪
পরে নিউ ইয়র্কের নাজ়ারেথ কলেজে নৃতত্ত্ববিদ্যার অধ্যাপক পদে নিযুক্ত হন যমুনা। এখনও সেখানেই শিক্ষকতা করেন তিনি।

পরে নিউ ইয়র্কের নাজ়ারেথ কলেজে নৃতত্ত্ববিদ্যার অধ্যাপক পদে নিযুক্ত হন যমুনা। এখনও সেখানেই শিক্ষকতা করেন তিনি।

ছবি: সংগৃহীত।

১৩ ১৪
পাশাপাশি লিঙ্গবৈষম্য, জাতীয়তাবাদ, সামাজিক সংঘাত, বিভিন্ন দেশের সংস্কৃতি বিষয়েও পড়াশোনা করেছেন যমুনা।

পাশাপাশি লিঙ্গবৈষম্য, জাতীয়তাবাদ, সামাজিক সংঘাত, বিভিন্ন দেশের সংস্কৃতি বিষয়েও পড়াশোনা করেছেন যমুনা।

ছবি: সংগৃহীত।

১৪ ১৪
যমুনা বরাবরই ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষার মাধ্যমেই মানুষের চিন্তাভাবনার পরিবর্তন ঘটে। শিক্ষকতার পেশায় থেকেই খুশি যমুনা। ‘কিং অফ পপ’-এর সঙ্গে নাচের অভিজ্ঞতা তাঁর স্মৃতির ঝুলিতে ভরে এগিয়ে চলেছেন তিনি।

যমুনা বরাবরই ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করেন, শিক্ষার মাধ্যমেই মানুষের চিন্তাভাবনার পরিবর্তন ঘটে। শিক্ষকতার পেশায় থেকেই খুশি যমুনা। ‘কিং অফ পপ’-এর সঙ্গে নাচের অভিজ্ঞতা তাঁর স্মৃতির ঝুলিতে ভরে এগিয়ে চলেছেন তিনি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy