Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Nysa Devgn

পরনে ছোট্ট কালো পোশাক, সঙ্গে বিশেষ বন্ধু! দুবাইয়ে বর্ষবরণের উদ্দাম পার্টি অজয়-কন্যা নায়সার

বড়দিন হোক বা বর্ষবরণ, অজয় এবং কাজলের কন্যা নায়সা বার বার ধরা দিচ্ছেন তাঁর বিশেষ বন্ধু ওরহান অবত্রমানীর সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ ১৪:০১
Share: Save:
০১ ১৫
পরনে ছোট্ট কালো পোশাক। হালকা মেক আপ। কাছের বন্ধু ওরহান অবত্রমানীকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সা।

পরনে ছোট্ট কালো পোশাক। হালকা মেক আপ। কাছের বন্ধু ওরহান অবত্রমানীকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন অজয় দেবগন এবং কাজলের কন্যা নায়সা।

ছবি: ইনস্টাগ্রাম

০২ ১৫
বর্ষবরণ উদ্‌যাপন করতে বাড়ি থেকে নায়সা পাড়ি দিয়েছিলেন সুদূর দুবাই। সম্প্রতি ইনস্টাগ্রামে নায়সার সঙ্গে ওরহানের একটি ছবি ছড়িয়ে পড়ে।

বর্ষবরণ উদ্‌যাপন করতে বাড়ি থেকে নায়সা পাড়ি দিয়েছিলেন সুদূর দুবাই। সম্প্রতি ইনস্টাগ্রামে নায়সার সঙ্গে ওরহানের একটি ছবি ছড়িয়ে পড়ে।

ছবি: ইনস্টাগ্রাম

০৩ ১৫
নায়সা এবং ওরহানই অবশ্য সেই পার্টিতে ছিলেন না। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন বন্ধুবান্ধবও। সাধারণত নায়সা এবং ওরহান যখন একসঙ্গে কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন, বেশির ভাগ সময় সেই অনুষ্ঠানে তারকা সন্তানদের দেখা যায়।

নায়সা এবং ওরহানই অবশ্য সেই পার্টিতে ছিলেন না। তাঁদের সঙ্গে ছিলেন কয়েক জন বন্ধুবান্ধবও। সাধারণত নায়সা এবং ওরহান যখন একসঙ্গে কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকেন, বেশির ভাগ সময় সেই অনুষ্ঠানে তারকা সন্তানদের দেখা যায়।

ছবি: ইনস্টাগ্রাম

০৪ ১৫
কিন্তু বর্ষবরণের পার্টিতে নায়সা এবং ওরহানের সঙ্গে বলিপাড়ার বিখ্যাত তারকাদের দেখা যায়নি। বরং তাঁদের ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা গেল।

কিন্তু বর্ষবরণের পার্টিতে নায়সা এবং ওরহানের সঙ্গে বলিপাড়ার বিখ্যাত তারকাদের দেখা যায়নি। বরং তাঁদের ঘনিষ্ঠ কয়েক জন বন্ধুবান্ধবের সঙ্গে দেখা গেল।

ছবি: ইনস্টাগ্রাম

০৫ ১৫
নাচ-গান এবং সুরাপানে মজেছিলেন নায়সার বন্ধুবান্ধবরা। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পার্টিতে মেজাজে ছিলেন সকলে।

নাচ-গান এবং সুরাপানে মজেছিলেন নায়সার বন্ধুবান্ধবরা। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পার্টিতে মেজাজে ছিলেন সকলে।

ছবি: ইনস্টাগ্রাম

০৬ ১৫
বর্ষবরণের ওই পার্টির আরও কিছু মুহূর্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। নায়সা এবং ওরহানের বন্ধুরা কখনও একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন, কখনও বা একে অপরের গালে চুমু খাচ্ছেন।

বর্ষবরণের ওই পার্টির আরও কিছু মুহূর্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। নায়সা এবং ওরহানের বন্ধুরা কখনও একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন, কখনও বা একে অপরের গালে চুমু খাচ্ছেন।

ছবি: ইনস্টাগ্রাম

০৭ ১৫
নায়সা এবং তাঁর বন্ধুবান্ধবদের অন্তরঙ্গ ছবি সমাজমাধ্যমে প্রকাশ পেতেই আবার চর্চায় চলে আসেন অজয়-কন্যা। পরিবার থেকে দূরে বন্ধুবান্ধবদের নিয়ে মেতে রয়েছেন দেখে নেটব্যবহারকারীদের কটাক্ষের শিকার হন তিনি।

নায়সা এবং তাঁর বন্ধুবান্ধবদের অন্তরঙ্গ ছবি সমাজমাধ্যমে প্রকাশ পেতেই আবার চর্চায় চলে আসেন অজয়-কন্যা। পরিবার থেকে দূরে বন্ধুবান্ধবদের নিয়ে মেতে রয়েছেন দেখে নেটব্যবহারকারীদের কটাক্ষের শিকার হন তিনি।

ছবি: ইনস্টাগ্রাম

০৮ ১৫
নায়সার পোশাক নিয়েও কুমন্তব্যের ঝড় বয়ে যায় সমাজমাধ্যমে। নায়সার অনুরাগীরা তাঁকে দেখে প্রশংসায় মুখর হয়ে উঠলেও নেটব্যবহারকারীর একাংশের দাবি, নায়সাকে এই সাহসী পোশাকে একটুও মানাচ্ছে না।

নায়সার পোশাক নিয়েও কুমন্তব্যের ঝড় বয়ে যায় সমাজমাধ্যমে। নায়সার অনুরাগীরা তাঁকে দেখে প্রশংসায় মুখর হয়ে উঠলেও নেটব্যবহারকারীর একাংশের দাবি, নায়সাকে এই সাহসী পোশাকে একটুও মানাচ্ছে না।

ছবি: ইনস্টাগ্রাম

০৯ ১৫
শুধু বর্ষবরণের পার্টিতেই নয়, বড়দিন উপলক্ষেও ওরহানের সঙ্গে দেখা গিয়েছিল নায়সাকে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন নায়সা এবং ওরহান। রাস্তায় মানুষের ঢল থাকলেও তার মধ্যে দিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছিলেন দু’জনে।

শুধু বর্ষবরণের পার্টিতেই নয়, বড়দিন উপলক্ষেও ওরহানের সঙ্গে দেখা গিয়েছিল নায়সাকে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন নায়সা এবং ওরহান। রাস্তায় মানুষের ঢল থাকলেও তার মধ্যে দিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছিলেন দু’জনে।

ছবি: ইনস্টাগ্রাম

১০ ১৫
ওরহানের গা ঘেঁষে যে ভাবে নায়সা দাঁড়িয়েছিলেন তা দেখে অনেকে দাবি করেছেন যে, ওরহানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অজয়-কন্যা। কিন্তু সে বিষয়ে কিছু খোলসা করেননি তিনি।

ওরহানের গা ঘেঁষে যে ভাবে নায়সা দাঁড়িয়েছিলেন তা দেখে অনেকে দাবি করেছেন যে, ওরহানের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অজয়-কন্যা। কিন্তু সে বিষয়ে কিছু খোলসা করেননি তিনি।

ছবি: ইনস্টাগ্রাম

১১ ১৫
সমাজকর্মী তথা অ্যানিমেশন শিল্পী ওরহানের সঙ্গে নায়সার এত মেলামেশা ইদানীং বেশ ‘চোখে লাগছে’ বলে মত একাংশের। তাঁরা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকতেই পারে না, ১৮ বছর বয়স হতে না হতে নায়সা এমন ‘বিপথে’ যাচ্ছেন কী ভাবে— তা নিয়ে হামেশাই ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় নেটব্যবহারকারীদের।

সমাজকর্মী তথা অ্যানিমেশন শিল্পী ওরহানের সঙ্গে নায়সার এত মেলামেশা ইদানীং বেশ ‘চোখে লাগছে’ বলে মত একাংশের। তাঁরা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক থাকতেই পারে না, ১৮ বছর বয়স হতে না হতে নায়সা এমন ‘বিপথে’ যাচ্ছেন কী ভাবে— তা নিয়ে হামেশাই ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় নেটব্যবহারকারীদের।

ছবি: ইনস্টাগ্রাম

১২ ১৫
তবে বলিপাড়ায় কানাঘুষো শুনতে পাওয়া যায় যে, শ্রীদেবীর কন্যা জাহ্নবীর সঙ্গে প্রেম করেন ওরহান। নায়সার ছোটবেলার বন্ধু তিনি। তাই দুই বন্ধুকে বেশির ভাগ সময় একসঙ্গে দেখা যায়।

তবে বলিপাড়ায় কানাঘুষো শুনতে পাওয়া যায় যে, শ্রীদেবীর কন্যা জাহ্নবীর সঙ্গে প্রেম করেন ওরহান। নায়সার ছোটবেলার বন্ধু তিনি। তাই দুই বন্ধুকে বেশির ভাগ সময় একসঙ্গে দেখা যায়।

ছবি: ইনস্টাগ্রাম

১৩ ১৫
সম্প্রতি নায়সা তাঁর ভোলবদল করিয়েছেন। পোশাকেও পরিবর্তন লক্ষ করা গিয়েছে তাঁর। তা নিয়ে বলিপাড়ায় রব উঠেছে যে খুব শীঘ্রই বাবা-মায়ের পথ অনুসরণ করে বলিউডে কেরিয়ার শুরু করতে চলেছেন নায়সা। তাই এত আয়োজন, এত বদল।

সম্প্রতি নায়সা তাঁর ভোলবদল করিয়েছেন। পোশাকেও পরিবর্তন লক্ষ করা গিয়েছে তাঁর। তা নিয়ে বলিপাড়ায় রব উঠেছে যে খুব শীঘ্রই বাবা-মায়ের পথ অনুসরণ করে বলিউডে কেরিয়ার শুরু করতে চলেছেন নায়সা। তাই এত আয়োজন, এত বদল।

ছবি: ইনস্টাগ্রাম

১৪ ১৫
তবে নায়সাকে কবে বড় পর্দায় দেখা যাবে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অজয় এবং কাজল দু’জনেই। কাজলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমি এবং অজয় ওকে কোনও কিছুতেই জোর করি না। এখন নিজের জীবন উপভোগ করুক নায়সা।’’

তবে নায়সাকে কবে বড় পর্দায় দেখা যাবে সেই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অজয় এবং কাজল দু’জনেই। কাজলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘আমি এবং অজয় ওকে কোনও কিছুতেই জোর করি না। এখন নিজের জীবন উপভোগ করুক নায়সা।’’

ছবি: ইনস্টাগ্রাম

১৫ ১৫
এই মুহূর্তে সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছেন নায়সা। এর মাঝেই বার বার ইনস্টাগ্রামের পাতায় ধরা পড়েছেন তিনি। কখনও তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর ছবি, কখনও বা তাঁর নিজস্বী। নায়সার প্রতি মুহূর্তের হালহকিকত সমাজমাধ্যমের পাতায় দেখা যায়। কোনও ছবিতে অভিনয় না করেই নিজের অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন নায়সা। অজয় এবং কাজলের কন্যাকে বড় পর্দায় দেখতে পাওয়ার আশায় দিন গুনছেন দর্শক।

এই মুহূর্তে সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছেন নায়সা। এর মাঝেই বার বার ইনস্টাগ্রামের পাতায় ধরা পড়েছেন তিনি। কখনও তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর ছবি, কখনও বা তাঁর নিজস্বী। নায়সার প্রতি মুহূর্তের হালহকিকত সমাজমাধ্যমের পাতায় দেখা যায়। কোনও ছবিতে অভিনয় না করেই নিজের অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন নায়সা। অজয় এবং কাজলের কন্যাকে বড় পর্দায় দেখতে পাওয়ার আশায় দিন গুনছেন দর্শক।

ছবি: ইনস্টাগ্রাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy