ক্ষেপণাস্ত্রের পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব এশিয়ায়। এমনিতেই এই অঞ্চল দুই কোরিয়ার রেষারেষিতে অশান্ত থাকে। সাম্প্রতিক অশান্তির কেন্দ্রে উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র। গত মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্র জাপানের ভূখণ্ড পেরিয়ে গিয়ে পড়ে প্রশান্ত মহাসাগরে। দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছিল, মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। কী এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য? এই ঘটনার অভিঘাতই বা কী? দেখে নেওয়া যাক এক নজরে।