No bollywood actors can beat Rajesh Khanna in the sphere of stardom dgtl
Bollywood Actor
রক্ত দিয়ে লেখা চিঠি, গাড়িতে লিপস্টিকের দাগ! কোন বলি তারকাকে ঘিরে ‘উন্মাদ’ ছিলেন মহিলা অনুরাগীরা?
বলি অভিনেতারা যেমন দর্শকমনে জায়গা করে নেন, ঠিক তেমনই তাঁদের মহিলা অনুরাগীদের সংখ্যাও চোখে পড়ার মতো। পছন্দের অভিনেতাকে ভালবাসা জানাতে নানা রকম উপহার দিয়ে থাকেন মহিলা অনুরাগীরা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ ১৩:৪২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
শাহরুখ খান হোক বা সলমন খান, হৃতিক রোশন হোক বা শাহিদ কপূর— বলি অভিনেতারা যেমন দর্শকমনে জায়গা করে নিয়েছেন, তেমন তাঁদের মহিলা অনুরাগীদের সংখ্যাও চোখে পড়ার মতো। পছন্দের অভিনেতাকে ভালবাসা জানাতে নানা রকম উপহার দিয়ে থাকেন মহিলা অনুরাগীরা।
০২১৩
কিন্তু রক্ত দিয়ে লেখা চিঠি! বলিপা়ড়ার এক তারকা নাকি বহু বার তাঁর মহিলা অনুরাগীদের তরফে এই ধরনের চিঠি পেতেন।
০৩১৩
ষাটের দশকের বলি অভিনেতা কিরণ কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্য এক অভিনেতার প্রসঙ্গে মুখ খুলেছেন। তাঁকে ঘিরে মহিলা অনুরাগীদের যে কী ধরনের উন্মাদনা ছিল তাও ব্যক্ত করেছেন কিরণ।
০৪১৩
কিরণের দাবি, এখনও পর্যন্ত বলিউডে যত অভিনেতা রয়েছেন তাঁদের কারও জনপ্রিয়তা রাজেশ খন্নাকে ছুঁতে পারেনি। রাজেশকে ঘিরে মহিলা অনুরাগীদের যে উন্মাদনা ছিল তা অন্য কোনও অভিনেতার ক্ষেত্রে লক্ষ করেননি বলে জানিয়েছেন তিনি।
০৫১৩
সত্তর থেকে আশির দশকের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারী বলি অভিনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন রাজেশ। ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার ছিলেন তিনি।
০৬১৩
কিরণ জানান, রাজেশকে ঘিরে তিনি মহিলাদের মধ্যে যে ভালবাসা, উন্মাদনা দেখেছেন তা অন্য কোনও বলি অভিনেতার ক্ষেত্রে দেখেননি।
০৭১৩
কিরণের দাবি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সলমন খানের মহিলা অনুরাগীর সংখ্যা প্রচুর হলেও তা কোনও ভাবেই রাজেশের অনুরাগীমহলকে টেক্কা দেওয়ার মতো নেয়।
০৮১৩
‘সভেরা’ ছবিতে রাজেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন কিরণ। কর্মসূত্রে রাজেশের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগও পেয়েছিলেন তিনি।
০৯১৩
১৯৭২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সভেরা’ ছবিটি। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন রাজেশের সচিব গুরনাম সিংহ। কিরণ জানান, এই ছবির জন্য রাজেশের বাড়িতে মহড়া দিতে যেতেন তিনি।
১০১৩
সাক্ষাৎকারে কিরণ জানান, রাজেশকে বলি ইন্ডাস্ট্রির সকলে ‘কাকা’ বলে সম্বোধন করতেন। বাইরে বার হলেই অনুরাগীরা ঘিরে ফেলতেন রাজেশকে। রাজেশের নাম ধরে জোর গলায় চিৎকার করতেন অনুরাগীরা।
১১১৩
কিরণের দাবি, রাজেশের মহিলা অনুরাগীরা অন্য ধরনের ছিলেন। অভিনেতা তাঁর অনুরাগীদের কাছ থেকে প্রচুর চিঠি পেতেন। মহিলা অনুরাগীরা অনেকেই নাকি অভিনেতার প্রতি নিজেদের ভালবাসা জাহির করতে রক্ত দিয়ে চিঠি লিখতেন।
১২১৩
শুধু রক্ত দিয়ে লেখা চিঠিই নয়, রাজেশের গাড়ি কোথাও দাঁড়িয়ে থাকলে কিছু ক্ষণ পর দেখা যেত গাড়িতে লিপস্টিকের দাগ।
১৩১৩
রাজেশকে উদ্দেশ করে মহিলা অনুরাগীরা তাঁর গাড়িতে চুমু এঁকে দিতেন। সুপারস্টার রাজেশকে ঘিরে এই ধরনের উন্মাদনা ছিল তাঁর মহিলা অনুরাগীদের মধ্যে। যদিও এ সব দেখে অভিনেতার কী প্রতিক্রিয়া হত সে বিষয়ে কিছু জানাননি কিরণ।