Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Sunny Leone

প্রায় ১০০ কোটির সম্পত্তি, দু’টি সংস্থা, দামি গাড়ি, আর কী রয়েছে বলিউডের ‘লায়লা’র ঝুলিতে?

৪১ বছরের সানি নীল ছবির দুনিয়া ছেড়ে ‘জিসম-২’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। বাকিটা ইতিহাস। এর পর একের পর এক ছবি, আইটেম গান, রিয়্যালিটি শো এসে পড়তে থাকে তাঁর ঝুলিতে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৯
Share: Save:
০১ ১৬
Sunny Leone net worth.

প্রাক্তন পর্ন তারকা, অধুনা বলি তারকা। কথা হচ্ছে লাস্যময়ী অভিনেত্রী সানি লিওনিকে নিয়ে। প্রায় সারা বছরই ছবি এবং বিভিন্ন রিয়্যালিটি শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন সানি। আর সেই কাজের সুবাদে তাঁর আয়ের পরিমাণও বিস্তর। জানেন কি, প্রাক্তন পর্ন তারকার মোট সম্পত্তির পরিমাণ কত?

০২ ১৬
Sunny Leone life.

বলিউড ডিভা সানি সিনেমা এবং রিয়্যালিটি শো ছাড়াও বিজ্ঞাপনে অভিনয় করেও বহু অর্থ উপার্জন করেন।

০৩ ১৬
Sunny Leone money.

৪১ বছরের সানি নীল ছবির দুনিয়া ছেড়ে ‘জিসম-২’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন। বাকিটা ইতিহাস। এর পর একের পর এক ছবি, আইটেম গান, রিয়্যালিটি শো এসে পড়তে থাকে তাঁর ঝুলিতে। আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। সমালোচনাও জুটেছিল বিস্তর। তবে সেই সব কিছুকে পাত্তা না দিয়েই এগিয়ে গিয়েছেন সানি।

০৪ ১৬
Sunny Leone former porn star.

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানির মোট সম্পত্তির পরিমাণ ৯৮ কোটি টাকা। বলিউডে ১১ বছর কাজ করেই এই বিশাল ঐশ্বর্যের মালকিন তিনি।

০৫ ১৬
Sunny Leone car collection.

সানির উপর ভরসা রেখে বাজি ধরেন অনেক প্রযোজকই। কারণ পর্দায় তাঁর জাদু কখনও ব্যর্থ হয়নি। আর সেই কারণেই এক একটি সিনেমা, আইটেম গান, বিজ্ঞাপন বা রিয়্যালিটি শো করতে প্রচুর টাকা পারিশ্রমিক নেন তিনি।

০৬ ১৬
Sunny Leone movies.

সানি বিলাসবহুল জীবনযাপন করেন। স্বামী, সন্তানদের নিয়ে আপাতত মুম্বইতেই থাকেন অভিনেত্রী।

০৭ ১৬
Sunny Leone.

লস অ্যাঞ্জেলেসেও একটি বাড়ি রয়েছে এই প্রাক্তন পর্ন তারকার। সেই বাড়ির নাম ‘ড্রিম’ অর্থাৎ, স্বপ্ন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকা এই বিলাসবহুল ইমারতের মূল্য ১৯ কোটি টাকা।

০৮ ১৬
Sunny Leone bmw.

মুম্বই এবং লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে সানির। নামীদামি গাড়ি কেনার শখই এর কারণ। সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, সানির কাছে অডি, মাসেরটি, বিএমডব্লিউ এবং কোয়াট্রোপোর্ট সংস্থার গাড়ি রয়েছে।

০৯ ১৬
Sunny Leone perfume brand.

এর পাশাপাশি সানির নিজস্ব সুগন্ধী এবং রূপচর্যার সামগ্রী তৈরির সংস্থাও রয়েছে। সানির সুগন্ধী সংস্থার নাম ‘লাস্ট’ এবং রূপচর্যার সামগ্রী তৈরির সংস্থার নাম ‘স্টার স্ট্রাক’।

১০ ১৬
Sunny Leone Canada.

১৯৮১ সালের ১৩ মে কানাডার অন্টারিয়োতে জন্মগ্রহণ করেন সানি। বাবা-মা তাঁর নাম দেন করণজিৎ কৌর ভোহরা। মাত্র ১৮ বছর বয়সে সানি লিওনি নাম নিয়ে প্রাপ্তবয়স্ক ছবির জগতে পা দেন সানি। খুব শীঘ্রই তাঁর নাম বিশ্ব জু়ড়ে ছড়িয়ে পড়ে।

১১ ১৬
Sunny Leone number of porn film.

সারা জীবনে সানি মোট ৫৬টি পর্ন ছবিতে অভিনয় করেছেন। পরিচালনাও করেছেন ৫৯টি নীল ছবি।

১২ ১৬
Sunny Leone reality show.

২০১১ সালে প্রাক্তন পর্ন তারকা তথা দীর্ঘ দিনের প্রেমিক ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন। তিন সন্তানও রয়েছে এই দম্পতির়। তার আগে ২০০৮ সালে খুব অল্প সময়ের জন্য কৌতুকাভিনেতা রাসেল পিটার্সের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন সানি।

১৩ ১৬
Sunny Leone husband.

বর্তমানে বলিউডে ‘মস্তিজাদে’, ‘এক পহেলি লীলা’, এবং ‘রাগিনী এমএমএস-২’-সহ বেশ কয়েকটি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন সানি। শাহরুখ খান অভিনীত ‘রইস’ ছবিতে ‘লায়লা’ গানে আইটেম সং-এ নেচে পর্দায় আগুন ঝরিয়েছিলেন তিনি।

১৪ ১৬
Sunny Leone South Indian movies.

বলিউডের পাশাপাশি বেশ কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবিতেও কাজ করেছেন সানি।

১৫ ১৬
Sunny Leone nurse.

পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। তারপর পেন্টহাউস ম্যাগাজ়িনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয়। ২০০১ সালে তখন থেকেই তার গ্ল্যামার দুনিয়ায় আসা। সানি প্রথমে শুধুমাত্র মহিলাদের সঙ্গে পর্ন ফিল্ম করবেন বলে স্থির করেছিলেন।

১৬ ১৬
Sunny Leone the girl next door.

২০০৪ সালে ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ অতিথি চরিত্রে অভিনয় করেন। বাবা মা তাঁকে ক্যাথলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। ১৫ বছর বয়স থেকে রোজগার শুরু করেন। কাজ পান জার্মান বেকারিতে। পর্ন ছবির বাইরে ২০০৫ সালে একটি টিভি চ্যানেলে তাঁকে প্রথম দেখা যায়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রেড কার্পেট রিপোর্টার হয়েছিলেন।

সব ছবি: ইনস্টাগ্রাম থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy